“আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি;
আমি তোমার হাত ধরে থাকব।
আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে
প্রজাদের জন্য এক চুক্তি এবং
অইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব,
যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়,
কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয়
এবং যারা কারাকূপের অন্ধকারে বসে থাকে, তাদের মুক্ত করা হয়।