YouVersion Logo
Search Icon

উপদেশক 4

4
অত্যাচার, কঠোর পরিশ্রম, বন্ধুত্বহীন।
1আরও আর একবার আমি চিন্তা করলাম সমস্ত অত্যাচারের কথা যা সূর্য্যের নিচে হয়েছে।
উপদ্রুতদের চোখের জলের দিকে দেখ।
তাদের জন্য সান্ত্বনাকারী নেই।
ক্ষমতা তাদের অত্যাচারীদের হাতে,
কিন্তু উপদ্রুতদের সান্ত্বনাকারী নেই।
2তাই আমি মৃতদের অভিনন্দন জানাই,
যারা ইতিপূর্বেই মারা গেছে,
জীবিতদের নয়, যারা এখন বেঁচে আছে।
3যাইহোক, সেই দুজনের থেকে সেই ব্যক্তি বেশি ভাগ্যবান
যে এখনও পৃথিবীতে আসেনি ও
সূর্য্যের নিচে ঘটে যাওয়া মন্দ কাজগুলো দেখে নি।
4তারপর আমি দেখলাম যে প্রত্যেক কাজের পরিশ্রম
এবং প্রত্যেক কাজের কৌশল একজন প্রতিবেশীর হিংসার কারণ হয়ে ওঠে।
এটাও বাষ্প এবং বাতাসকে পরিচালনা করার প্রচেষ্টা।
5বোকা তার হাত গুটিয়ে রাখে এবং কাজ করে না,
স সে নিজেকে ধ্বংস করছে#4:5 তাই তার খাদ্য হল তার নিজের মাংস
6অনেক কাজে যুক্ত হয়ে হাওয়ায় পরিচালিত হওয়ার চেয়ে
বরং নির্দিষ্ট কাজের মাধ্যমে সামান্য মুনাফা ভাল।
7তারপর আমি আবার নিস্ফলতার বিষয় চিন্তা করলাম,
সূর্য্যের নিচে আরও উবে যাওয়া বাষ্পের বিষয়ে চিন্তা করলাম।
8এরকম কিছু লোক আছে যারা একা।
তার কেউ থাকে না, না ছেলে বা ভাই।
তবুও তার কাজের শেষ নেই
এবং তার চোখ সম্পত্তি লাভে তৃপ্ত হয় না।
সে আশ্চর্য্য হয়, “কার জন্য আমি পরিশ্রম করছি
এবং নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছি?”
এটাও বাষ্প এবং একটা খারাপ পরিস্থিতি।
9একজন লোকের থেকে দুজন লোক ভালো কাজ করে;
তাদের পরিশ্রমের জন্য তারা একসঙ্গে ভালো উপার্জন করতে পারে।
10কারণ একজন যদি পড়ে,
আরেক জন তার বন্ধুকে তুলতে পারে।
যাইহোক, দুঃখ তাকে অনুসরণ করে যে একা থাকে,
যখন সে পড়ে তখন কেউ তাকে তলার থাকে না।
11এবং যদি দুজন একসঙ্গে শোয়, তারা গরম হতে পারে,
কিন্তু কীভাবে একজন একা গরম হতে পারে?
12একজন মানুষ একা হারতে পারে,
কিন্তু দুজন আক্রমণ প্রতিরোধ করতে পারে
এবং তিনসুতোর দড়ি তাড়াতাড়ি ছেঁড়ে না।
অগ্রগতি অর্থহীন।
13একজন বৃদ্ধ এবং বোকা রাজা যে জানে না কীভাবে সাবধানবাণী শুনতে হয় তার থেকে একজন গরিব কিন্তু জ্ঞানবান যুবক ভালো। 14এটা সত্যি যদিওবা কোন যুবক কারাগার থেকে রাজা হয়, বা যদি সে তার রাজ্যে গরিব হয়ে জন্মায়। 15যাইহোক, আমি প্রত্যেককে দেখলাম যারা জীবিত ছিল এবং সূর্য্যের নিচে ঘুরে বেড়াচ্ছিল নিজেদের সমর্পণ করছিল অন্য যুবকের কাছে যে রাজা হয়ে উঠছিল। 16সেই সমস্ত লোকেদের কোন সীমা নেই যারা নতুন রাজার বাধ্য হতে চায়, কিন্তু পরে অনেকে তারা আর তাঁর গৌরব করবে না। নিশ্চিত এই অবস্থা হল অসার এবং বাতাসকে পরিচালনা করার চেষ্টা।

Currently Selected:

উপদেশক 4: IRVBen

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in