YouVersion Logo
Search Icon

উপদেশক 5

5
ঈশ্বরের আশ্চর্যের মধ্যে দাঁড়াও।
1তোমার আচরণ ঠিক রাখ যখন তুমি ঈশ্বরের ঘরে যাও। সেখানে শুনতে যাও। বোকাদের মত বলিদান কারোর থেকে শোনা ভাল যদিও তারা জানে না যে তারা যা জীবনে করে তা পাপ।
2তোমার মুখ দিয়ে তাড়াতাড়ি কথা বল না
এবং ঈশ্বরের সামনে কোন বিষয় আনতে
তোমার হৃদয়কে তড়িঘড়ি করতে দিও না।
ঈশ্বর স্বর্গে, কিন্তু তুমি পৃথিবীতে,
তাই তোমার কথা অল্প হোক।
3যদি তোমার অনেক কিছু করার থাকে
এবং চিন্তা থাকে, সম্ভবত তুমি খারাপ স্বপ্ন দেখবে
এবং যত বেশি কথা তুমি বলবে,
সম্ভবত তুমি তত বেশি বোকামির বিষয়ে কথা বলবে।
4যখন তুমি ঈশ্বরের কাছে মানত কর, তা পূরণ করতে দেরী কর না, কারণ বোকা লোকেতে ঈশ্বরের কোন আনন্দ নেই। যা তুমি মানত কর তা তুমি পূরণ কর। 5মানত করে পূরণ না করার থেকে মানত না করা ভালো। 6তোমার মাংসকে পাপ করাতে তোমার মুখকে সুযোগ দিও না। যাজকের দূতকে বল না, “সেই মানত একটা ভুল ছিল।” কেন ঈশ্বরকে রাগাও মিথ্যা মানত করে, ঈশ্বরকে প্ররোচিত কর তোমার হাতের কাজ ধ্বংস করতে? 7কারণ অনেক স্বপনে এবং যেমন অনেক কথায়, অর্থহীন অসারতা। তাই ঈশ্বরকে ভয় কর।
ধন সম্পদ অর্থহীন হচ্ছে।
8যখন তুমি দরিদ্রকে অত্যাচারিত হতে দেখবে এবং তোমার দেশে ন্যায়বিচার ও সদাচারনকে লুটিত হতে দেখবে, আশ্চর্য্য হয়ো না যেন কেউ জানে না, কারণ ক্ষমতায় কিছু লোক আছে যারা তাদের অধীন লোকেদের ওপর লক্ষ রাখে এবং এমনকি তাদের ওপরেও উচ্চপদস্থ লোক আছে। 9উপরন্তু, দেশের ফসল সবার জন্য এবং রাজা নিজে ক্ষেতের থেকে ফসল নেয়।
10যে কোন ব্যক্তি যে রূপা ভালবাসে সে রূপায় তৃপ্ত হয় না
এবং যে কোন ব্যক্তি যে সম্পত্তি ভালবাসে সে সবদিন আরও চায়।
এটাও হল অসার।
11যেমন উন্নতি বৃদ্ধি পায়,
সেরকম লোকও বৃদ্ধি পায় যারা তা ভোগ করে।
দু-চোখে দেখা ছাড়া মালিকের কি লাভ হয় সম্পত্তিতে?
12পরিশ্রমী মানুষের ঘুম মিষ্টি,
সে বেশি খাক বা কম খাক,
কিন্তু ধনী লোকের সম্পত্তি তাকে ঘুমাতে দেয় না।
13একটি গুরুতর মন্দতা আছে যা আমি সূর্য্যের নিচে দেখেছি:
মালিক সম্পত্তি মজুত করে তার নিজের কষ্টের জন্য।
14যখন ধনী লোক তার সম্পত্তি হারায় তার দুর্ভাগ্যের দ্বারা,
তার নিজের ছেলে, যাকে সে বড় করে তুলেছিল,
তার হাতে কিছুই থাকে না।
15যেমন একজন মানুষ মায়ের পেট থেকে উলঙ্গ আসে,
তেমনি সে এই জীবন উলঙ্গই ছেড়ে যাবে।
তার কাজের থেকে সে কিছুই নিয়ে যেতে পারে না।
16আরেকটা গুরুতর মন্দতা হল যে ঠিক
যেমন একজন মানুষ আসে, তেমনি সে চলেও যায়।
17তার জীবনকালে সে অন্ধকারে#5:17 অন্ধকারে খাচ্ছে খেয়েছে
এবং অনেক রোগ ও রাগের দ্বারা দুঃখ পায়।
18দেখ, যা আমি দেখেছি ভালো এবং উপযুক্ত তা হল খাওয়া আর পান করা এবং আমাদের সমস্ত কাজের লাভ থেকে আনন্দ উপভোগ করা, যেমন আমরা সূর্য্যের নিচে কাজ করেছি এই জীবনকালে যা ঈশ্বর আমাদের দিয়েছিলেন। কারণ এটা মানুষের কর্তব্য। 19যে কোন কাউকে ঈশ্বর ধন এবং সম্পত্তি দেন এবং তাকে তার অংশ গ্রহণ ও তার কাজ আনন্দ করার ক্ষমতা দেন ঈশ্বর থেকে এটা একটা উপহার। 20কারণ সে তার জীবনের আয়ুর দিন স্মরণ করবে না, কারণ ঈশ্বর তাকে ব্যস্ত রাখবেন সেই সমস্ত জিনিসে যাতে সে আনন্দ করছে।

Currently Selected:

উপদেশক 5: IRVBen

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in