YouVersion Logo
Search Icon

উপদেশক 3

3
সব কিছুর জন্য একটি সময় আছে।
1সব কিছুর জন্য নির্দিষ্ট দিন রয়েছে
এবং আকাশের নিচে প্রত্যেকটি উদ্দেশ্যের জন্য একটা কাল আছে।
2জন্মের দিন এবং মৃত্যুর দিন আছে,
রোপণের দিন এবং কাটার দিন আছে,
3মারার দিন এবং সুস্থ করার দিন আছে,
ধ্বংস করার দিন এবং গাঁথবার দিন আছে,
4হাঁসার দিন এবং কাঁদার দিন আছে, শোক করার দিন
এবং আনন্দ করার দিন আছে,
5পাথর ছোঁড়ার দিন আছে এবং পাথর জড়ো করার দিন আছে,
অন্য লোকেদের আলিঙ্গন করার দিন আছে
এবং আলিঙ্গন করা থেকে সংযত হওয়ার দিন ও আছে,
6খোঁজার দিন আছে এবং খোঁজ থামানোর দিন আছে,
জিনিস রাখার এবং জিনিস ফেলার দিন আছে,
7কাপড় ছেঁড়ার এবং কাপড় সেলাই করার দিন আছে,
নীরব থাকার এবং কথা বলার দিন আছে,
8ভালবাসার এবং ঘৃণা করার দিন আছে, যুদ্ধের এবং শান্তির দিন আছে।
9কর্মচারী তার কাজের দ্বারা কি লাভ করে?
10ঈশ্বর যে কাজ মানুষকে দিয়েছে সম্পন্ন করার জন্য তা আমি দেখেছি। 11ঈশ্বর সব কিছুই উপযুক্ত করে সৃষ্টি করেছেন তাঁর নিজস্ব দিনের। আবার তিনি তাদের হৃদয়ে অনন্ত স্থাপন করেছেন। কিন্তু মানবজাতি বুঝতে পারল না সেই কাজ যা ঈশ্বর করেছেন, তাদের আরম্ভ থেকে সমস্ত পথে তাদের শেষ পর্যন্ত। 12আমি জানি, যতদিন বাঁচবে, আনন্দে থাকা ও অন্যের জন্য ভাল কাজ করা ছাড়া আর কোন কিছুই করোর জীবনের ভাল হতে পারে না। 13আর প্রত্যেক মানুষের উচিত খাওয়া এবং পান করা এবং বোঝা উচিত কীভাবে ভালো বিষয়ে আনন্দ করতে হয় যা তার সমস্ত কাজের মধ্যে দিয়ে আসে। এটি ঈশ্বর থেকে একটি উপহার। 14আমি জানি যে যা কিছু ঈশ্বর করেন তা চিরস্থায়ী হয়। কোন কিছু এর সঙ্গে যুক্ত করা যায় না বা নেওয়া যায় না, কারণ ঈশ্বর যিনি এটা করেছেন, যাতে লোকেরা তাঁর কাছে সম্মানের সঙ্গে আসেন।
15যা কিছু ছিল তা আগে থেকেই ছিল;
যা কিছু থাকবে তা আগে থেকেই ছিল।
ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন গুপ্ত বিষয় গুলোকে খোঁজার জন্য।
16আর আমি দেখেছি যে সূর্য্যের নিচে
যেখানে ন্যায় থাকা উচিত সেখানে মন্দতা রয়েছে
এবং ধার্মিকতার জায়গায় প্রায়ই দুষ্টতা পাওয়া যায়।
17আমি মনে মনে বললাম, “ঈশ্বর ধার্ম্মিকদের বিচার করবেন
এবং সঠিক দিনের পাপীদের সব বিষয়ে এবং সব কাজের বিচার করবেন।”
18আমি মনে মনে বললাম, “ঈশ্বর মানুষের পরীক্ষা করলেন তাদের দেখাতে যে তারা পশুদের মত।” 19কারণ মানুষেরও সেই একই পরিণতি ঘটে যা পশুদের সঙ্গেও ঘটে। পশুদের মত, মানুষেরাও সব মরে। তারা সকলে অবশ্যই একই বাতাসে শ্বাস নেয়, মানুষ বলে পশুদের ওপর তার কোন বাড়তি সুবিধা নেই। সব কিছুই শুধু একটা দ্রুত শ্বাস নয় কি? 20সব কিছুই যাচ্ছে একই জায়গায়। সব কিছুই ধূলো থেকে সৃষ্টি এবং সব কিছুই ধূলোতে ফিরে যাবে। 21কে জানে মানবজাতির আত্মা উপরে যাবে কিনা এবং পশুর আত্মা নিচের দেকে মাটির তলায় যাবে কিনা? 22তাই আবার আমি অনুভব করলাম যে কারোর জন্য কিছু ভালো নেই শুধু মানুষ তার নিজের কাজে আনন্দ করা ছাড়া, কারণ সেটা তার কাজ। কে তাঁকে ফিরিয়ে আনতে পারবে দেখার জন্য যে তার চলে যাওয়ার পরে কি ঘটছে?

Currently Selected:

উপদেশক 3: IRVBen

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in