গীতসংহিতা 78
78
ঈশ্বর ও তাঁর প্রজাবৃন্দ
আসফের গীত
গীতিকবিতা
1হে আমার স্বজাতি, আমার আপনজনেরা,
আমার উপদেশে কর্ণপাত কর, শ্রবণ কর আমার মুখনিঃসৃত বাক্য।
2আমি রূপকের মাধ্যমে কথা বলব,
ব্যাখ্যা করব পুরুষানুক্রমে লব্ধ নিগূঢ় জ্ঞান।#মথি 13:35
3যে সব কথা আমরা শুনেছি, জেনেছি,
পিতৃপুরুষেরা যা ব্যক্ত করেছেন আমাদের কাছে,
4আমাদের বংশধরদের কাছে আমরা
গোপন করব না সে কথা,
উত্তরপুরুষের কাছে আমরা বর্ণনা করব প্রভু পরমেশ্বরের মহিমা ও পরাক্রম,
তাঁর অভিনব কার্যকলাপ।
5যাকোবকুলে তিনি স্থাপন করেছেন তাঁর সাক্ষ্য,
তিনি নির্দেশ করেছেন তাঁর বিধান ইসরায়েল জাতির মাঝে।
আমাদের পিতৃপুরুষদের আজ্ঞা দিয়েছিলেন ঈশ্বর,
যেন তাদের সন্তানদের তারা শিক্ষা দেয় সেই বিধান।
6যেন উত্তরপুরুষেরা লাভ করে সেই বিধানের জ্ঞান এবং তারাও তাদের
আগামী প্রজন্মের কাছে বর্ণনা করতে পারে সেই জ্ঞানের কথা।
7যেন তারাও ঈশ্বরে প্রত্যাশা রাখে ভুলে না যায় তাঁর কীর্তিকলাপ,
কিন্তু পালন করে তাঁর সমূহ নির্দেশ।
8তারা যেন তাদের পিতৃপুরুষদের মত না হয়,
যারা ছিল অবাধ্য ও বিদ্রোহী,
যাদের ছিল না চিত্তের স্থিরতা
ঈশ্বরের প্রতি যারা ছিল না বিশ্বস্ত।
9ইফ্রয়িম বংশের লোকেরা ধনুর্বাণে ছিল সুসজ্জিত,
কিন্তু সংগ্রামের দিনে তারা করল পৃষ্ঠপ্রদর্শন।
10ঈশ্বরের সঙ্গে তাদের সম্বন্ধের শর্ত তারা পালন করেনি,
তাঁর বিধান অনুযায়ী চলতে অস্বীকার করেছিল তারা।
11তারা ভুলে গেল তাঁর মহান কীর্তিকলাপ, তাঁর অলৌকিক কীর্তিরাজি,
যা তিনি সাধন করেছিলেন তাদের সমক্ষে,
12তাদের পূর্বপুরুষদের সাক্ষাতে মিশর দেশের সোয়ানের প্রান্তরে
তিনি সম্পাদন করেছিলেন পরমাশ্চর্য কার্যকলাপ।#যাত্রা 7:8—12:32
13সমুদ্রকে বিভক্ত করে তিনি তাদের নিয়ে গিয়েছিলেন অপর পারে
দ্বিধা বিভক্ত জলরাশিকে তিনি প্রাচীরের মত রেখেছিলেন দণ্ডায়মান।#যাত্রা 14:21-22
14দিনে মেঘপুঞ্জ ও রাত্রে অগ্নিশিখার দ্বারা
তিনি তাদের করতেন পথপ্রদর্শন।#যাত্রা 13:21-22
15প্রান্তরে শৈল বিদারণ করে তিনি তাদের জল পান করালেন,
সাগরের অফুরাণ জলরাশির মতই জল পেয়েছিল তারা।
16শিলাবক্ষ থেকে তিনি নর্গত করলেন জলস্রোত,
নদীর মত প্রবাহিত করলেন সেই জলধারা।#যাত্রা 17:1-7; গণনা 20:2-13
17কিন্তু তা সত্ত্বেও তারা তাঁর বিরুদ্ধে পাপাচরণ করল বারবার,
প্রান্তরে পরাৎপরের বিরুদ্ধে করল বিদ্রোহ।
18তারা নিজেদের আকাঙ্ক্ষিত ভক্ষ্য দাবী করে
মনে মনে ঈশ্বরকে করল পরীক্ষা।
19ঈশ্বরের বিরুদ্ধে তারা বলল কথা:
মরুভূমির মাঝে ঈশ্বর কি ভোজের আয়োজন করতে পারেন?
20তিনি আঘাত করলেন শিলাখণ্ডে,
ফলে নির্গত হল বারিধারা, প্রবাহিত হল জলস্রোত।
কিন্তু তিনি কি পারেন অন্ন দিতে?
অথবা তাঁর প্রজাদের আহারের জন্য পারেন কি মাংস জোগাতে?
21তাদের এ কথা শুনে ক্রুদ্ধ হলেন প্রভু
পরমেশ্বর যাকোবের বিরুদ্ধে প্রজ্বলিত হল তাঁর কোপানল,
ইসরায়েলের বিরুদ্ধে প্রকুপিত হল তাঁর রোষ।
22কারণ ঈশ্বরে বিশ্বাস ছিল না তাদের,
তাঁর ত্রাণশক্তিতে তারা করেনি নির্ভর।
23কিন্তু তবুও তিনি ঊর্ধ্বে গগন মণ্ডলকে দিলেন আদেশ,
আকাশের দ্বারসমূহ করলেন উন্মুক্ত।
24তাদের ক্ষুধা নিবারণের জন্য বর্ষণ করলেন মান্না,
তাদের জন্য দিলেন স্বর্গীয় শস্যসম্ভার।#যোহন 6:31
25স্বর্গবাসীদের খাদ্য ভক্ষণ করল মর্ত্যের মানুষ,
তাদের তৃপ্তির জন্য ঈশ্বর দিলেন প্রচুর খাদ্য।
26আকাশে তিনি প্রবাহিত করলেন পূবালী বায়ু,
দক্ষিণা বায়ুকে পরিচালিত করলেন নিজ পরাক্রমে।
27তাদের মাঝে তিনি উড়িয়ে আনলেন অসংখ্য বিহঙ্গকুল
সাগরবেলার বালুকারাশির মত।
28তাদের শিবিরের মাঝে, আবাসের চারিদিকে
ভূপাতিত হল সেই পক্ষীকুল।
29তারা তা ভক্ষণ করে পরিতৃপ্ত হল
কারণ তাদের ঈপ্সিত বস্তুই তিনি দিয়েছিলেন তাদের।
30কিন্তু তাদের আকাঙ্ক্ষা পরিতৃপ্ত না হতেই,
তাদের মুখের গ্রাস মুখে থাকতেই,
31ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল তাদের বিরুদ্ধে,
তাদের মধ্যে যারা বলবান তাদের সংহার করলেন তিনি,
ইসরায়েলের সেরা লোকদের করলেন নিপাতিত।#যাত্রা 16:2-15; গণনা 11:4-23,31-35
32কিন্তু এইসব ঘটনা সত্ত্বেও তারা পাপাচরণ করে চলল,
ঈশ্বরের অলৌকিক কীর্তিকলাপ দেখেও তারা বিশ্বাস করল না তাঁকে।
33তাই তিনি তাদের জীবনকাল পর্যবসিত করলেন ব্যর্থতায়,
পরিণত করলেন বিভীষিকায়।
34তিনি তাদের সংহার করার পর অবশিষ্ট ছিল যারা, ফিরে এল তাঁর কাছে,
অনুতপ্ত হয়ে তারা একান্তভাবে করল ঈশ্বরের অনুসন্ধান।
35তারা স্মরণ করল, ঈশ্বরই তাদের আশ্রয়গিরি,
পরাৎপর ঈশ্বরই তাদের উদ্ধারকর্তা।
36কিন্তু এ সবই ছিল ছলনা, আন্তরিকতা ছিল না সেখানে
তাদের রসনা করেছিল মিথ্যা ভাষণ।
37তাঁর প্রতি তাদের চিত্ত ছিল না একনিষ্ঠ,
তাঁর সঙ্গে স্থাপিত সন্ধিচুক্তি রক্ষা করেনি তারা বিশ্বস্তভাবে।
38কিন্তু ঈশ্বর দয়াময়, তাই ক্ষমা করলেন তাদের সব অপরাধ ধ্বংস করলেন না তাদের।
বারবার তিনি সম্বরণ করলেন তাঁর ক্রোধ,
প্রজ্বলিত হতে দিলেন না তাঁর রোষানল।
39তিনি স্মরণ করলেন যে তারা মর্ত্যমানব মাত্র, বায়ুসদৃশ,
যা বয়ে গেলে আর ফিরে আসে না।
40প্রান্তরে তারা কতবার তাঁর বিরুদ্ধে করল বিদ্রোহ,
মরুভূমিতে কতবার তাঁকে দিল মনোদুঃখ।
41তারা তাদের আরাধ্য পবিত্র ঈশ্বরকে পরীক্ষা করল বারবার,
রুষ্ট করল তাঁকে।
42তারা স্মরণে রাখল না তাঁর পরাক্রমের কথা, অথবা সে দিনের কথা
যেদিন শত্রুর কবল থেকে তিনি তাদের করেছিলেন উদ্ধার।
43তিনি দেখালেন তাঁর পরাক্রম মিশর দেশের সোয়ান প্রান্তরে,
সাধন করলেন অলৌকিক কার্যসমূহ।
44সে দেশের নদীগুলিকে তিনি পরিণত করলেন রক্তস্রোতে,
মিশরবাসী পেল না একবিন্দু তৃষ্ণার জল।#যাত্রা 7:17-21
45তাদের মাঝে তিনি পাঠালেন দংশনকারী পতঙ্গের ঝাঁক,
পাঠালেন ভেককুল, যারা বিপর্যস্ত করে তুলল সারা দেশ।#যাত্রা 8:1-6,20-24
46তিনি সমর্পণ করলেন তাদের শস্য পঙ্গপালের কবলে,
ধ্বংস হয়ে গেল তাদের শ্রমের ফসল।#যাত্রা 10:12-15
47শিলাবৃষ্টি দিয়ে তিনি ধ্বংস করলেন তাদের দ্রাক্ষাকুঞ্জ,
তুষারপাতে ধ্বংস করলেন তাদের ডুমুর বৃক্ষরাজি।
48তিনি তাদের গৃহপালিত পশুগুলিকে বিনষ্ট করলেন মারাত্মক রোগে,#যাত্রা 9:22-25#78:48 78:48 পাঠান্তর: মারাত্মক রোগ, শিলাবৃষ্টি, মহামারী, বজ্র।
ও তাদের মেষপালকে সমর্পণ করলেন মহামারীর কবলে।
49তিনি তাদের বিরুদ্ধে প্রেরণ করলেন অকল্যাণের দূতবাহিনীস্বরূপ
আপন প্রচণ্ড ক্রোধ, রোষ, উষ্মা ও দুর্দশা।
50তিনি নিজ ক্রোধের পথ করলেন উন্মুক্ত,
মৃত্যুর গ্রাস থেকে তিনি তাদের উদ্ধার করেননি,
বরং মহামারীর কবলে তাদের করলেন সমর্পণ।
51মিশরের সমস্ত প্রথমজাত সন্তানকে,
হাম-বংশের জনপদে#78:51 78:51 = আদি10:6। হাম বংশের জনপদ–মিশর। আঘাত করলেন তিনি।#যাত্রা 12:29
52তারপর তিনি তাঁর প্রজাদের মেষপালের মত সযত্নে বার করে আনলেন,
পথ দেখিয়ে নিয়ে গেলেন প্রান্তরে।#যাত্রা 13:17-22
53তিনি তাদের নিরাপদে পার করলেন, নিরুদ্বেগ ছিল তাদের অন্তর,
কিন্তু তাদের শত্রুকুল নিমজ্জিত হল অতল সাগরে।#যাত্রা 14:26-28
54তিনি তাদের নিয়ে গেলেন
নিজ পবিত্র ভূমিতে আপন পরাক্রমে বিজিত পর্বতে।#যাত্রা 15:17; যিহো 3:14-17
55তিনি তাদের সম্মুখ থেকে সে দেশের অধিবাসীদের করলেন বিতাড়িত,
তাদের উত্তরাধিকার আপন প্রজাদের করলেন বণ্টন, ইসরায়েলের গোষ্ঠীসমূহকে বসতি স্থাপন করতে দিলেন তাদের শিবিরে।#যিহো 11:16-23
56তবুও তারা পরাৎপর ঈশ্বরের বিরুদ্ধে করল বিদ্রোহ,
পালন করল না তাঁর আদেশ,
আঘাত হানল তাঁর অসীম ধৈর্যে।#বিচার 2:11-15
57তারা তাঁর প্রতি বিমুখ হল, তাদের পিতৃপুরুষদের মতই করল বিশ্বাসঘাতকতা,
তারা হয়ে উঠল ঈশ্বরের উদ্দেশ্য সাধনের অযোগ্য, অপদার্থ।
58পাহাড়ের উপর দেবস্থান প্রতিষ্ঠা করে তারা স্থাপন করল দেবমূর্তি,
প্রজ্বলিত করল ঈশ্বরের রোষাগ্নি।
59মহাক্রোধে ঈশ্বর জ্বলে উঠলেন,
পরিত্যাগ করলেন ইসরায়েলকে।
60তিনি পরিত্যাগ করলেন শীলোর পীঠস্থান#78:60 78:60–শীলোর পীঠস্থান–রাজা দাউদের রাজত্ব কালের পূর্বে ইসরায়েলীদের উপাসনা কেন্দ্র। যেখানে মানুষের মাঝে
তিনি স্থাপন করেছিলেন তাঁর শিবির।#যিহো 18:1; যির 7:12-14; 26:6
61শত্রুর কবলে তিনি সমর্পণ করলেন
আপন গৌরবের প্রতীক ও পরাক্রমের আধার স্বরূপ চুক্তিসিন্দুক।#১ শমু 4:4-21
62উদ্যত তরবারির মুখে তিনি সমর্পণ করলেন নিজ প্রজাদের,
নিজ অধিকারভুক্ত প্রজাদের উপর প্রকাশ করলেন তাঁর ক্রোধ।
63অগ্নি গ্রাস করল তাদের যুবকদের
তাদের কন্যাদের দিল না কেউ বরমাল্য।
64তাদের পুরোহিতেরা নিপাতিত হল খড়্গের আঘাতে,
তাদের বিধবারা বিলাপ করার পেল না অবকাশ।
65অবশেষে যেন নিদ্রাভঙ্গে জাগ্রত হলেন প্রভু পরমেশ্বর,
মহাতেজে বজ্রনির্ঘোষে দিলেন রণহুঙ্কার।
66পলায়মান শত্রুদের তিনি করলেন বিধ্বস্ত,
চিরকালের জন্য তাদের করলেন অবনমিত।
67তিনি তুচ্ছ করলেন যোষেফ কুলকে,
ইফ্রয়িম বংশকে করলেন উপেক্ষা।
68কিন্তু যিহুদাগোষ্ঠী পেল তাঁর অনুগ্রহ, তাঁর প্রিয় সিয়োন পর্বতকে করলেন আপন বাসভূমি।
তিনি নির্মাণ করলেন সেখানে আপন মন্দির,
69যেন স্বর্গলোক তাঁর সুরম্য নিকেতন,
পৃথিবীর মত চিরস্থায়ী সুদৃঢ় ভিত্তি যার।
70আপন দাস দাউদকে তিনি করলেন নির্বাচন
নিয়ে এলেন তাঁকে চারণভূমি থেকে।
71মেষপালনের পরিবর্তে নিযুক্ত করলেন তাকে
আপন প্রজা ইসরায়েলীদের পালনের জন্য।#১ শমু 16:11-12; ২ শমু 7:8; ১ বংশা 17:7
72নিঃস্বার্থ ভালবাসায় দাউদ পালন করলেন তাদের,
পরম নিষ্ঠায় নিপুণ হাতে করলেন তাদের পরিচালনা।
Currently Selected:
গীতসংহিতা 78: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.