YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 79

79
ভজন গীতি।
আসফের সঙ্কলন।
1হে ঈশ্বর, শত্রুদল তোমার এলাকায় প্রবেশ করেছে,
অশুচি করেছে তোমার পবিত্র মন্দির,
জেরুশালেমকে পরিণত করেছে ধ্বংসস্তূপে।#২ রাজা 25:8-10; ২ বংশা 36:17-19; যির 52:12-14
2তোমার সেবকদের শব তারা খাদ্যরূপে দিয়েছে আকাশের পাখিদের
পৃথিবীর পশুপালকে দিয়েছ তোমার ভক্তদের দেহ।
3প্রবাহিত করেছে রক্তধারা জেরুশালেমের বুকে,
মৃতদেহ সৎকারের জন্য অবশিষ্ট ছিল না কেউ।
4প্রতিবেশীদের কাছে আমরা আজ ঘৃণাস্পদ
সকলের পরিহাস ও বিদ্রূপের পাত্র হয়েছি আমরা।
5হে প্রভু, আর কতকাল? তুমি কি নিরন্তর ক্রুদ্ধ হয়েই থাকবে?
তোমার অন্তর্জ্বালা কি আগুনের মতই জ্বলতে থাকবে?
6যারা তোমায় জানে না যারা আরাধনা করে না তোমার,
তাদের উপরই বর্ষণ কর তোমার রোষাগ্নি।
7কারণ তারাই যাকোবকে করেছে গ্রাস,
ধ্বংস করেছে তার বসতি।
8করো না আরোপ আমাদের উপর পিতৃপুরুষের অপরাধ,
ত্বরায় বর্ষিত হোক তোমার করুণাধারা আমাদের উপর,
নিমজ্জিত আমরা আজ হতাশার অন্ধকারে।
9হে আমাদের পরিত্রাতা ঈশ্বর,
তোমার নামের মহিমার জন্য সহায়তা কর আমাদের।
তোমার নামের গুণে আমাদের উদ্ধার কর, মার্জনা কর আমাদের যত অপরাধ।
10শত্রুদল কেন বলবে,
‘কোথায় ওদের ঈশ্বর?’
তোমার সেবকদের রক্তপাতের প্রতিফল
আমাদের সাক্ষাতেই লাভ করুক তারা।
11বন্দীদের আর্তনাদ পৌঁছাক তোমার কাছে আপন বাহুর
মহাপরাক্রমে মৃত্যুপথযাত্রীদের বাঁচাও তুমি।
12হে প্রভু পরমেশ্বর আমাদের প্রতিবেশীরা
যেভাবে বিদ্রূপ করেছে তোমায় তার সাতগুণ বিদ্রূপে জর্জরিত কর তাদের।
13তাহলে আমরা, তোমার প্রজা ও তোমার চারণের মেষপাল
চিরকাল তোমায় জানাব কৃতজ্ঞতা
পুরুষানুক্রমে কীর্তন করব তোমার মহিমা।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 79