YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 77

77
দুঃসময়ে ঈশ্বরের সান্ত্বনা
আসফের গীত
সঙ্গীত পরিচালকের প্রতি: যেদুথুন ঘরানা অনুসরণে।
1আমি সরবে ক্রন্দন করি ঈশ্বরের কাছে, তাঁরই কাছে জানাই আকুতি,
তিনি কর্ণপাত করেন আমার আবেদনে।
2সঙ্কটের দিনে আমি প্রভু পরমেশ্বরের অন্বেষণ করি,
সারাটি রাত হস্ত প্রসারিত করে আমি অবিরত নিবিষ্ট থাকি প্রার্থনায়,
কোন সান্ত্বনা মানে না আমার মন।
3যখন ঈশ্বরের কথা আমি ভাবি তখন জর্জরিত হই দীর্ঘশ্বাসে,
যখন স্মরণে জাগে তাঁর কথা গভীর বিষাদে পূর্ণ হয় আমার হৃদয়। সেলা
4তুমি হরণ করেছ আমার নিদ্রা,
উদ্বেগে রুদ্ধ হয়েছে কণ্ঠ আমার।
5যখন ভাবি সুদূর অতীতের দিনগুলির কথা,
মনে পড়ে যখন বিগতকালের স্মৃতি,
6নিশীথে যখন মগ্ন হই ধ্যানে,
প্রশ্ন জাগে অন্তরে আমার:
7প্রভু কি চিরতরে করবেন পরিত্যাগ?
আর কি কখনও হবেন না প্রসন্ন?
8তাঁর অবিচল প্রেম কি চিরতরে নিঃশেষিত?
পুরুষানুক্রমে কি নিষ্ফল হবে তাঁর প্রতিশ্রুতি?
9ঈশ্বর কি বিরত হয়েছেন দয়া প্রদর্শনে?
ক্রোধবশতঃ তিনি কি রুদ্ধ করেছেন তাঁর করুণার ধারা? সেলা
10আমি বলি: বড় দুঃখ আমার
পরাৎপরের বাহুবল কি খর্ব হয়েছে আজ?
11হে প্রভু পরমেশ্বর, আমি স্মরণে রাখব তোমার মহান কীর্তিরাজি বিস্মৃত হব না তোমার পরমাশ্চর্য কর্মের কথা,
অতীতে যা তুমি করেছিলে সম্পাদন।
12স্মরণ করব তোমার সকল কীর্তির কথা,
ধ্যান করব তোমার পরাক্রমের কার্যকলাপ।
13হে ঈশ্বর, পবিত্র তোমার পথ,
ঈশ্বরের তুল্য মহান আর কোন দেবতা?
14তুমিই অলৌকিক কার্যসাধক ঈশ্বর
জাতিবৃন্দের কাছে তুমি ব্যক্ত করেছ তোমার পরাক্রম।
15নিজ বাহুবলে তুমি আপন প্রজাদের,
যাকোব ও যোষেফের সন্তানদের করেছ উদ্ধার। সেলা
16হে ঈশ্বর, জলরাশি দেখল তোমায়, মহা আতঙ্কে হল আলোড়িত,
তোমার দর্শনে গবীর জলধি হল কম্পমান।
17মেঘপু্ঞ্জ বর্ষণ করল বারিধারা, আকাশ হল বজ্রনাদে মুখর,
ঝলসে উঠল তোমার অগ্নিবাণ চতুর্দিকে।
18ঘূর্ণিবায়ুতে নিনাদিত হল তোমারবজ্রের ধ্বনি,
বিদ্যুৎ ঝলকে ভুবন হল আলোকিত টলমল হল পৃথিবী মহাপ্রকম্পনে।
19সমুদ্র তোমায় করে দিয়েছিল পথ,
তুমি যাত্রা করেছিলে বিপুল জলরাশি ভেদ করে,
কিন্তু তোমার পদচিহ্ন ছিল অদৃশ্য।
20মোশি ও হারোণের নেতৃত্বে মেষপালের মত পরিচালনা করেছিলে
তুমি তোমার প্রজাদের।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 77