1
গীতসংহিতা 77:11-12
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
হে প্রভু পরমেশ্বর, আমি স্মরণে রাখব তোমার মহান কীর্তিরাজি বিস্মৃত হব না তোমার পরমাশ্চর্য কর্মের কথা, অতীতে যা তুমি করেছিলে সম্পাদন। স্মরণ করব তোমার সকল কীর্তির কথা, ধ্যান করব তোমার পরাক্রমের কার্যকলাপ।
Compare
Explore গীতসংহিতা 77:11-12
2
গীতসংহিতা 77:14
তুমিই অলৌকিক কার্যসাধক ঈশ্বর জাতিবৃন্দের কাছে তুমি ব্যক্ত করেছ তোমার পরাক্রম।
Explore গীতসংহিতা 77:14
3
গীতসংহিতা 77:13
হে ঈশ্বর, পবিত্র তোমার পথ, ঈশ্বরের তুল্য মহান আর কোন দেবতা?
Explore গীতসংহিতা 77:13
4
গীতসংহিতা 77:1-2
আমি সরবে ক্রন্দন করি ঈশ্বরের কাছে, তাঁরই কাছে জানাই আকুতি, তিনি কর্ণপাত করেন আমার আবেদনে। সঙ্কটের দিনে আমি প্রভু পরমেশ্বরের অন্বেষণ করি, সারাটি রাত হস্ত প্রসারিত করে আমি অবিরত নিবিষ্ট থাকি প্রার্থনায়, কোন সান্ত্বনা মানে না আমার মন।
Explore গীতসংহিতা 77:1-2
Home
Bible
Plans
Videos