গীতসংহিতা 74
74
ভক্তের অনুযোগ
আসফের গীত
গীতি কবিতা
1হে ঈশ্বর, কেন তুমি আমাদের চিরতরে করেছ পরিত্যাগ?
আপন চারণের মেষপালের বিরুদ্ধে কেন ধূমায়মান তোমার কোপানল?
2স্মরণ কর তোমার প্রজাবৃন্দের কথা অতীতে যাদের তুমি এনেছিলে নিজ অধিকারে,
আপন উত্তরাধিকারী গোষ্ঠীরূপে যাদের তুমি করেছিলে মুক্তদাসত্বের শৃঙ্খল থেকে,
স্মরণ কর সেই সিয়োন-গিরিকে, যা ছিল তোমার পীঠস্থান।
3দাঁড়াও তুমি এসে এই ভয়াবহ ধ্বংসস্তূপে,
দেখ, মন্দিরের সবকিছুই শত্রুরা নিঃশেষে করেছ ছারখার।
4তোমার মন্দিরে শত্রুরা তোমার তুলেছে সদম্ভ হুঙ্কার,
সেখানে স্থাপন করেছে তারা তাদের বিজয় পতাকা।
5কাঠুরিয়া যেমন ধ্বংস করে শ্যামল বনানী নির্মম কুঠারাঘাতে,
তেমনি নির্দয় আঘাতে ওরা করেছে ধ্বংস
6কারুকার্য শোভিত মন্দিরের সকল শিল্পরাজি।
7ধূলায় লুটিয়ে দিয়েছে ওরা তোমার মন্দির,
করেছে অশুচি, করেছে অগ্নিসংযোগ সেই বিধ্বস্ত মন্দিরে।
8ওরা চেয়েছে আমাদের সমূলে বিনাশ করতে,
ভস্ম করেছে এদেশের বুকে তোমার সকল পীঠস্থান।
9আমরা আর দেখি না কোন পবিত্র নিদর্শন,
নেই আর কোন প্রবক্তা নবী আমাদের মাঝে,
এই দুরবস্থা চলবে আর কতকাল?
10আর কতদিন, হে ঈশ্বর, তোমার শত্রুরা করবে বিদ্রূপ?
তবে কি চিরকাল শত্রুরা কলঙ্কিত করবে তোমার নাম?
11কেন তুমি সঙ্কুচিত করেছ তোমার দক্ষিণ হস্ত?
থেক না নিষ্ক্রিয়, দেখাও তোমার পরাক্রম।
12আদি থেকে হে ঈশ্বর তুমিই আমার রাজা,
তোমারই কৃপায় এ বিশ্বজগৎ মহাসঙ্কটে পায় উদ্ধার।
13আপন পরাক্রমে তুমিই সাগরকে করেছিলে বিভক্ত,
সমুদ্রবক্ষে দানবদের মস্তক তুমিই করেছিলে চূর্ণ।#যাত্রা 14:21
14লিভিয়াথানের#74:14 গ্রীক ও সিরিয়াক থেকে অনুদিত। হিব্রু: অস্পষ্ট। মস্তকরাজি চূর্ণ করে
তুমিই তার দেহ দিয়েছিলে তুলে খাদ্যরূপে প্রাণীকুলের মাঝে।#ইয়োব 41:1; গীত 104:26; যিশা 27:1
15নির্ঝরিণী ও স্রোতস্বিনীর পথ তুমিই করেছ মুক্ত,
চিরপ্রবাহিনী তটিনীকে তুমিই করেছ বিশুদ্ধ।
16দিনমান তোমার, রাত্রিও তোমার,
তুমিই চন্দ্র ও সূর্যকে করেছ স্থাপন।
17পৃথিবীর সীমানা তুমিই করেছ নির্ধারণ,
তুমিই করেছ প্রবর্তন গ্রীষ্ম ও শীতঋতু।
18হে প্রভু পরমেশ্বর স্মরণ কর, শত্রুরা বিদ্রূপ করেছে তোমাকে,
বর্বরের দল কলঙ্ক লেপন করেছে তোমার নামে।
19তোমার শরণাগতদের সমর্পণ করো না বন্যপশুদের
হাতে তোমার অনুগত এই দীন দুঃখীদের চিরকাল ভুলে থেক না।
20স্মরণ কর একবার তোমার সন্ধিচুক্তির কথা,
দেখ, প্রচণ্ড হিংস্রতা বেঁধেছে বাসা পৃথিবীর অন্ধকার কোণে কোণে।
21নিপীড়িতের প্রার্থনা যেন না হয় উপেক্ষিত,
উৎপীড়িত যেন না হয় প্রত্যাখ্যাত, লজ্জিত।
দীনহীন ও নির্যাতিত মানুষ যেন গাইতে পারে তোমার মহিমাগান।
22জাগ্রত হও, হে ঈশ্বর, আত্মপক্ষ সমর্থন কর,
দেখ, বর্বরের দল সারাক্ষণ কিভাবে তোমাকে বিদ্রূপ করছে।
23বিস্মৃত হয়ো না তোমার শত্রুদের সমস্ত গর্জন,
সতত সমুত্থিত হচ্ছে তোমার বিরোধীদের উদ্ধত কোলাহল।
Currently Selected:
গীতসংহিতা 74: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.