গীতসংহিতা 73
73
তৃতীয় খণ্ড
(গীত 73—89)
ঈশ্বরের ন্যায় বিচার
আসফের ভজন
1অন্তর যাদের নির্মল, ন্যায়নিষ্ঠ যারা,
তাদের প্রতি ঈশ্বর কত মঙ্গলময়।
2কিন্তু আমি –আমার চরণ প্রায় স্খলিত হয়েছিল,
হারিয়ে গিয়েছিল আমার বিশ্বাস,
3কারণ দুষ্টলোকের সমৃদ্ধি দেখে
ঐ দাম্ভিকদের আমি ঈর্ষা করেছিলাম।
4ওদের কোন দুঃখকষ্ট নেই,
কলেবর বেশ হৃষ্টপুষ্ট,
5অন্যান্য লোক যেমন সঙ্কটে পড়ে ওরা তেমন পড়ে না,
ওরা আঘাত পায় না অপর লোকদের মত।
6তাই অহঙ্কার ওদের কণ্ঠহার
দৌরাত্ম্য অঙ্গের আবরণ।
7মেদবাহুল্যে ওদের চোখ ফুলে উঠছে,
অলীক কল্পনায় হৃদয় ওদের উদ্বেল।
8ওরা ব্যঙ্গ করে, ঈর্ষভরে কথা কয়,
উদ্ধত স্পর্ধায় উৎপীড়নের ভয় দেখায়।
9ওদের কুৎসা গগন স্পর্শ করেছে,
জিহ্বা ওদের নিন্দা রটনা করে পৃথিবী জুড়ে।
10তাই মানুষ ওদেরই করে অনুসকরণ,
অন্ধভাবে বিশ্বাস করে ওদেরই কথা।
11ওরা বলে, ঈশ্বর জানবেন কি করে?
এসব দিকে পরাৎপরের কি দৃষ্টি আছে?
12দেখ, এরাই হচ্ছে দুর্জন,
চিরকাল আরামে বিলাসে থেকে বৃদ্ধি করে ধনদৌলত।
13বৃথাই কি আমি চিত্ত শুদ্ধ করেছি হে ঈশ্বর,
নিষ্কলঙ্ক রেখেছি আমার হাত?
14কারণ সারাদিনই আমি আঘাত পেয়েছি,
প্রতি প্রভাতেই হয়েছি দণ্ডিত।
15যদি আমি ওদেরই সুরে কথা বলতাম,
তাহলে তোমার প্রিয়জনদের কাছে আমি হতাম অবিশ্বস্ত।
16তাই সমস্যাটি বুঝবার জন্য আমি অনেক চিন্তা করেছি,
কিন্তু দেখলাম, বিষয়টি বোধের অগম্য।
17তারপর যখন আমি তোমার পবিত্র মন্দিরে প্রবেশ করলাম,
উপলব্ধি করলাম দুষ্টের চরম পরিণতি।
18তুমি বাস্তবিকই রেখেছ ওদের
সর্বনাশের পিছল পথে নিক্ষেপ করেছ ওদের ধ্বংসের গহ্বরে।
19পলকে ওদের হয় পদস্খলন, ওরা নিঃশেষ হয়ে যায় মহাত্রাসে।
20ওরা স্বপ্নের মতই অলীক,
জেগে ওঠার পর লোকে ওদের অপচ্ছায়ার মতই তুচ্ছ করে।
21আমার হৃদয় ভরে গিয়েছিল তিক্ততায়,
মর্মে মর্মে আহত হয়েছিলাম আমি।
22অজ্ঞ ও মূর্খ আমি
তোমার দৃষ্টিতে ছিলাম নির্বোধ পশুর সমান।
23তবুও আমি নিরন্তর তোমারই সঙ্গে আছি,
তুমিই ধরে আছ আমার হাত।
24তোমার সুমন্ত্রণা আমাকে চালনা করবে,
শেষে সগৌরবে আমায় তুমি করবে গ্রহণ।
25তুমি ছাড়া স্বর্গে আর কে আছে আমার?
তোমায় পেয়ে এ বিশ্বসংসারে আর কিছুতেই বাসনা নেই আমার।
26দুর্বল হয়ে পড়েছে আমার দেহমন,
তবু ঈশ্বরই আমার শক্তির আধার,
সর্বস্ব আমার, চিরদিন! চিরকাল!
27তোমার সান্নিধ্য থেকে যারা দূরে সরে গেছে, বিনষ্ট হবে তারা,
অবিশ্বস্ত যারা তোমার প্রতি, তুমি করবে তাদের সমূলে বিনাশ।
28ঈশ্বরের সান্নিধ্যে থাকাই আমার পক্ষে মঙ্গলজনক,
তাই সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি আমি,
যেন গাইতে পারি তাঁরই কীর্তিগাথা।
Currently Selected:
গীতসংহিতা 73: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.