YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 75

75
ন্যায়বিচারক ঈশ্বর
আসফ রচিত গীত
সঙ্গীত পরিচালকের উদ্দেশে: সুর–‘‘বিনাশ করো না।”
1আমরা তোমার নামের প্রশংসা করি হে ঈশ্বর, জানাই ধন্যবাদ।
তোমায় আমরা ডাকি,#75:1 গ্রীক ও সিরিয়াক: হিব্রু: “তোমার নাম নিকটবর্তী, লোকে বর্ণনা করে...। বর্ণনা করি তোমার আশ্চর্য কীর্তিকলাপ।
2বিচারের দিনক্ষণ আমি করেছি নির্ধারণ –বলেন ঈশ্বর,
এই সময়ে আমি সম্পন্ন করব ন্যায়বিচার।
3পৃথিবী ও বিশ্বচরাচর যদিও হয় বিকম্পিত,
তবু আমি তার ভিত্তিমূল রাখব সুদৃঢ়। সেলা
4গর্বোদ্ধতদের আমি বলি: দম্ভ করো না তোমরা,
দুর্জনদের বলি: দর্পভরে তুলো না তোমার শির,
5হয়ো না উদ্ধত,
বলো না কোন কথা স্পর্ধাভরে।
6উত্তর-দক্ষিণ, পূর্ব কি পশ্চিম
কোন দিক থেকে কোন শক্তি মানুষকে উন্নত করতে পারে না।
7একমাত্র ঈশ্বরই সর্বনিয়ন্তা,
তিনিই করেন কাউকে অবনত, কাউকে বা উন্নত।
8প্রভু পরমেশ্বরের হাতে রয়েছে এক পানপাত্র তীব্র রোষের ফেনিল সুরায় পরিপূর্ণ পাত্রখানি।
পরিবেশন করবেন তিনি সেই তিক্ত সুরা,
পৃথিবীর সমস্ত দুর্জনকে তার তলানি পর্যন্ত করতে হবে পান।
9কিন্তু আমি চিরকাল তাঁর স্তুতিগান করব,
যাকোবের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে গাইব গৌরব গাথা।
10আমি চূর্ণ করব দুষ্টদের সকল দর্প,
কিন্তু ধার্মিকদের শির হবে উন্নত।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 75