YouVersion Logo
Search Icon

যিরমিয় 9

9
1আহা, আমার মাথাটি হত যদি জলের উৎস,
চোখদুটি হত যদি অশ্রুর প্রস্রবণ,
যাতে আমার আপন জনেরা যারা হয়েছে নিহত,
তাদের জন্য আমি অশ্রুপাত করতে পারতাম রাত্রিদিন!
2আহা, সুদূর মরুদেশে আমার জন্য থাকত যদি এমন একটি স্থান,
যেখানে আমি স্বজনদের ছেড়ে পালিয়ে গিয়ে থাকতে পারতাম!
কারণ আমার স্বজনেরা ব্যভিচারী বিশ্বাসঘাতকের দল।
3তারা সবসময়ে মিথ্যাকথা বলতে প্রস্তুত,
সত্যের পরিবর্তে অসত্যের রাজত্বসেই দেশে।
প্রভু পরমেশ্বর বলেন,
আমার প্রজারা একের পর এক কুকর্ম করে চলেছে,
আমাকে তারা স্বীকার করে না তাদের ঈশ্বর বলে।
4প্রত্যেকে তাদের বন্ধুকে সন্দেহের দৃষ্টিতে দেখে,
বিশ্বাস করতে পারে না আপন ভাইকেও।
কারণ তারা প্রত্যেকেই প্রতারক#9:4 ‘প্রতারক': ইস্‌হাকের পুত্র যাকোবকে বলা হয়েছে (আদিপুস্তক 27:36)। যাকোবের মত,
প্রত্যেকেই নিজের বন্ধুদের বিপদে ফেলে।
5-6তারা সকলেই বিপথে পরিচালিত করে তাদের বন্ধুদের,
সত্য কথা বলে না কেউ, মিথ্যার অনুশীলনে তারা জিহ্বাকে করেছে পটু,
পাপাচার তারা করবে না পরিত্যাগ, করবে না অনুতাপও।
একের পর এক চরম অন্যায় তারা করে চলে,
একটি প্রতারণা অনুসরণ করে আর একটিকে,
তারা জানতে চায় না আমায়–—বলেন প্রভু পরমেশ্বর।
7এই সব কারণে প্রভু পরমেশ্বর বলেন,
আমি আমার প্রজাদের পরিশুদ্ধ করব,
ধাতুর মত যাচাই করব তাদের, পাপ করেছে আমার প্রজারা–—
অতএব, এ ছাড়া তাদের প্রতি আমি আর কি করতে পারি?
8তাদের জিহ্বা তীক্ষ্ণ বাণের মত মৃত্যুস্বরূপ, প্রবঞ্চনায় পটু।
তারা প্রত্যেকে মধুর আলাপ করে প্রতিবেশীর সঙ্গে,
কিন্তু প্রকৃতপক্ষে তারা ছলনার ফাঁদ পাতে।
9এ সবের জ্যন আমি কি তাদের শাস্তি দেব না?
এমন একটি জাতির উপর নেব না কি প্রতিশোধ?
আমি, প্রভু পরমেশ্বর এই কথা বলছি।
10আমি বললাম, পর্বতরাজির জন্য শোক করব,
আমি কাঁদব চারণভূমির জন্য, কারণ সেগুলি শুকিয়ে গেছে,
কেউ আর চলাচল করে না সেখানে,
শোনা যায় না কোনও মেষপালকের ডাক,
উড়ে গেছে সব পাখি, বন্যপশুরাও গেছে পালিয়ে।
11প্রভু পরমেশ্বর বলেন, আমি জেরুশালেমকে পরিণত করব এক ধ্বংসস্তূপে,
পরিণত করব এমন একটি স্থানে যেখানে শৃগালের বাস।
যিহুদীয়ার শহর-নগর হবে ধূ ধূ প্রান্তর,
কোনও জনপ্রাণীর বাস নেই যেখানে।
12আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কেন এই দেশ বিধ্বস্ত, রুক্ষ মরুভূমির মত, যার জন্য এর মধ্য দিয়ে কেউ যাতায়াত করে না? কার এত জ্ঞান আছে যে বুঝবে এর মর্ম? কার কাছে তুমি ব্যাখ্যা করে বলেছ এ কথা, যে অপরের কাছে সব বলতে পারবে?
13প্রভু পরমেশ্বর বললেন, আমার প্রজাদের যে অনুশাসন আমি দিয়েছিলাম, তা তারা পরিত্যাগ করেছে, তারই ফলে ঘটেছে দেশের এই দুর্দশা। তারা আমার অবাধ্য হয়েছে, যে পথে চলতে বলেছিলাম তাদের, সে পথে তারা চলে নি। 14তার পরিবর্তে তারা জেদের বশে তাদের পিতৃপুরুষদের শিক্ষা অনুযায়ী বেল দেবতাদের পূজা করেছে। 15অতএব আমি, সর্বাধিপতি প্রভু, ইসরায়েলের ঈশ্বর আমি, শোন আমি যা করতে চলেছি। আমি আমার প্রজাদের দেব তিক্ত খাদ্য, দেব বিষাক্ত পানীয়। 16আমি তাদের বিতাড়িত করে ছড়িয়ে দেব নানা জাতির মাঝে, যাদের নাম তারা বা তাদের পিতৃপুরুষেরা কেউ শোনে নি কখনও। শত্রুর আক্রমণে আমি তাদের বিপর্যস্ত করে তুলব, যতদিন না তারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
সাহায্যের জন্য জেরুশালেমবাসীর কাতর ক্রন্দন
17সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর বলেছেন,
যা কিছু ঘটছে একবার ভাব সেই কথা!
ডেকে আন শোককারীদের, রমণীদের আন ডেকে,
বিলাপ করুক তারা।
18লোকেরা বলল, শীঘ্র আসতে বল তাদের,
তারা এসে গেয়ে যাক আমাদের অন্ত্যেষ্টির গান,
যতক্ষণ না আমাদের দুচোখ ভরে ওঠে জলে,
অশ্রুসিক্ত হয়ে যায় আঁখিপল্লব।
19ঐ শোন, সিয়োনে শোনা যায় ক্রন্দন ধ্বনি,
‘আমরা ধবংস হয়ে গেছি, ভুলুণ্ঠিত আমাদের মান-সম্ভ্রম,
ঐ দেশ ছেড়ে আমাদের চলে যেতে হবে,
ভেঙ্গে চূরমার হয়ে গেছে আমাদের ঘরবাড়ি।’
20আমি বললাম, নারীবৃন্দ,
প্রভু পরমেশ্বরের কথা শোন, মনোযোগ দাও তাঁর কথায়।
তোমাদের কন্যাদের শেখাও কি করে শোক করতে হয়,
বন্ধুদের শেখাও কি করে গাইতে হয় অন্ত্যেষ্টির গান।
21আমাদের জানালার পথ দিয়ে মৃত্যু প্রবেশ করেছে প্রাসাদে,
পথে হরণ করেছে প্রাণ বালক-বালিকাদের,
বাজারের মাঝে যুবজনদের।
22সবর্ত্র মৃতদেহ ছড়িয়ে আছে শস্যক্ষেত্রে
ছড়িয়ে থাকা সারের স্তূপের মত,
কেটে রেখে যাওয়া ফসলের মত, যে ফসল এখনও হয়নি সংগৃহীত।
প্রভু পরমেশ্বর আমাকে এই কথা বলতে বললেন।
23প্রভু পরমেশ্বর বলেন,
জ্ঞানীরা কখনও তাদের জ্ঞানের গর্ব না করুক,
বলবান না করুক শক্তির দম্ভ ধনবান না করুক ধনের অহঙ্কার।
24যদি কারও অহঙ্কারের ইচ্ছা জাগে,
তবে সে করুক তার ঈশ্বরজ্ঞানের অহঙ্কার।
কারণ আমার ভালবাসায় কোনও ছেদ নেই,
ন্যায়, সত্য ও করুণায় আমি পৃথিবী পালন করি।
এই সব গুণেই আমি সুপ্রসন্ন।
আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।#১ করি 1:31; ২ করি 10:17
25-26প্রভু পরমেশ্বর বলেন, সময় আগতপ্রায়, যখন আমি মিশর, যিহুদীয়া, ইদোম, আম্মোন ও মোয়াবের মানুষকে ও মরুবাসীরা যারা তাদের মাথার চুল ছেঁটে ফেলেছে#9:25-26 মাথার চুল ছাঁটা–মরুবাসীরা তাদের দেবতাদের সম্মানে মাথার চুল ছেঁটে ফেলে। এটি হল প্রতিমাপূজকদের একটি রীতি–যা ইসরায়েলীদের কাছে নিষিদ্ধ ছিল (লেবীয় 19:27)। তাদের সকলকে আমি দণ্ড দেব। এরা সকলেই আনুষ্ঠানিকভাবে সু্ন্নতসংস্কারপ্রাপ্ত, কিন্তু এই সংস্কারের শর্ত তারা পালন করে না। এইসব লোক তথা ইসরায়েলীদের কেউ-ই পালন করে নি আমার এই চুক্তি।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in