YouVersion Logo
Search Icon

যিরমিয় 10

10
অলীক প্রতিমার অসারতা ও ঈশ্বরের মাহাত্ম্য
1হে ইসরায়েলের প্রজাবৃন্দ,তোমাদের জন্য প্রভু পরমেশ্বরের বার্তা শোন মন দিয়ে। 2তিনি বলেন,
অনুসরণ করো না অপর জাতির পথ,
বিচলিত হয়ো না আকাশে অদ্ভুত লক্ষণ দেখে,
অন্যান্য জাতি আতঙ্কিত হয়, হোক।
3তুচ্ছ এই সব সংস্কার।
অরণ্যে একটি বৃক্ষ ছেদন করা হল
সূত্রধরের হাতের যন্ত্রে খোদিত হল সেই কাষ্ঠখণ্ড,
4খচিত হল স্বর্ণ রৌপ্যে।
লৌহ শলাকায় গেঁথে দেওয়া হল সেটি
যাতে তার পতন না ঘটে।
5তরমুজের ক্ষেতে কাকতাড়ুয়ার মত এই মূর্তিগুলি,
কথা বলতে পারে না, হাঁটতেও পারে না ওরা,
ওদের বয়ে নিয়ে যেতে হয়।
তোমরা ভয় পেয়ো না ওদের,
ওরা কোনও ক্ষতি করতে পারবে না তোমাদের,
পারবে না কোনও মঙ্গলও করতে।
6হে প্রভু পরমেশ্বর, তুমি অদ্বিতীয়,
মহাশক্তিধর তুমি, মহান তোমার নাম,
তুমি অসীম ক্ষমতাবান।
7হে সর্বজাতির রাজাধিরাজ, কে না তোমায় সম্ভ্রম করে?
সম্মান ও সম্ভ্রম তোমারই প্রাপ্য।
জাতিবৃন্দের প্রাজ্ঞ ব্যক্তিদের মাঝে অথবা
তাদের রাজাদের মাঝে কেউ নেই তোমার মত।#প্রকা 15:4
8সকলেই তারা অজ্ঞ মূর্খ,
কাষ্ঠ প্রতিমার কাছে কি শিখতে পারে তারা?
9স্পেনের#10:9 স্পেন–তর্শিশ। রজতখণ্ডে আবৃত তাদের প্রতিমা,
উফস্ থেকে আনীত সুবর্ণে সজ্জিত,
শিল্পীর হাতে গড়া শিল্পশোভা।
সুসজ্জিত বেগুনী আর রক্তিম বসনে
কুশলী তন্তুবায়ের সুরম্য রচনা।
10কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর,
প্রকৃত ঈশ্বর জীবন্ত, জাগ্রত চিরন্তন রাজা।
তুমি যখন ক্রুদ্ধ হও পৃথিবী কেঁপে ওঠে,
জাতিবৃন্দ সহ্য করতে পারে না তোমার ক্রোধের দহন।
11(তোমরা তাদের বলবে, যে দেবতারা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেনি, তারা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কোথাও তাদের চিহ্নমাত্র থাকবে না।)
ঈশ্বরের স্তবগান
12প্রভু পরমেশ্বর আপন ক্ষমতাবলে রচনা
করেছেন এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জগৎ-সংসার আপন প্রজ্ঞায়,
করেছেন বিস্তার অসীম গগনতলে আপনার জ্ঞানে।
13তাঁরই আদেশে গর্জন করে অন্তরীক্ষের জলধি,#10:13 অন্তরীক্ষের জলধি: আদিপুস্তক 1:6-8 দ্রষ্টব্য।
পৃথিবীর প্রান্ত থেকে আনয়ন করেন তিনি মেঘপুঞ্জ,
বর্ষণকালে তিনিই সৃষ্টি করেন বিদ্যুৎ চমক,
প্রেরণ করেন তিনি বায়ুর প্রবাহ আপন ভাণ্ডার হতে।
14এই দৃশ্য দেখে মানুষ হয় স্তম্ভিত, হারায় চেতনা,
প্রতিমা নির্মাতাদের হয় নিদারুণ মোহভঙ্গ,
কারণ তাদের হাতে গড়া প্রতিমারা অলীক নিষ্প্রাণ,
15অসার অলীক সে সব, ঘৃণার পাত্র।
প্রভু পরমেশ্বর যখন আসবেন তাদের তত্ত্ব নিতে, ধ্বংস করবেন তাদের অকরুণ হাতে।
16যাকোবের ঈশ্বর তাদের মত নন,
তিনিই সেই জন যিনি সর্ববস্তু করেছেন সৃজন।
তিনিই ইসরায়েলকে করেছেন মনোনীত তাঁর একান্ত আপন প্রজারূপে,
সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তাঁর নাম।
ভাবী নির্বাসন
17হে জেরুশালেমবাসী, তোমরা অবরুদ্ধ! গুছিয়ে নাও তোমাদের নিজেদের জিনিসপত্র। 18প্রভু পরমেশ্বর তোমাদের এ দেশ থেকে বিতাড়িত করতে চলেছেন। তোমাদের মধ্যে একজনও অবশিষ্ট থাকা পর্যন্ত, তিনি তোমাদের নিষ্পেষণ করবেন। এ কথা বলছেন প্রভু পরমেশ্বর।
19জেরুশালেমের মানুষ কেঁদে উঠল,
কী ভয়াবহভাবে আহত হয়েছি আমরা,
আমাদের এই ক্ষত আরোগ্য হবে না কখনও।
ভেবেছিলাম, এ বুঝি সামান্য আঘাত,
যা আমরা পারব সইতে!
20বিধ্বস্ত হয়েছে আমাদের আবাস, রজ্জুগুলি হয়েছে ছিন্ন,
আমাদের সন্তানেরা কে কোথায় চলে গেছে,
বাকি কেউ নেই যে আমাদের শিবিরগুলি আবার স্থাপন করবে,
আর কেউ নেই শিবিরের পর্দাগুলিকে টাঙ্গাবে আবার!
21আমি বললাম, মূর্খ আমাদের নেতৃবৃন্দ,
তারা প্রার্থনা করেনা ঈশ্বরের পরিচালনা,
সেইজন্যই তাদের এই বিফলতা।
আমাদের লোকেরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত চারিদিকে।
22শোন! এসেছে সংবাদ,
উত্তর দেশে চলছে বিরাট আলোড়ন, উত্তেজনা,
তার সৈন্যদল মরুভূমি করে দেবে যিহুদীয়ার শহর-নগর,
যা হবে শুধু শৃগালের আবাস।
23হে প্রভু পরমেশ্বর, আমি জানি কেউ তার ভবিষ্যতের নিয়ন্তা নয়,
কেউ পারে না নিয়ন্ত্রণ করতে তার নিজের জীবন।
24তোমার প্রজাদের সংশোধন কর হে প্রভু পরমেশ্বর,
কিন্তু হয়ো না বজ্র কঠোর আমাদের পরে,
নিদারুণ ক্রোধে দিও না দণ্ড,
নিঃশেষ হয়ে যাব আমরা তাহলে।
25যে জাতি তোমার আরাধনা করে না,
প্রত্যাখ্যান যারা করেছে তোমায়,
তোমার রুদ্ররোষ পড়ুক তাদের উপর,
তারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছে আমাদের
পরিণত করেছে আমাদের দেশ ধ্বংসস্তূপে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 10