YouVersion Logo
Search Icon

যিরমিয় 8

8
1সেই সময়ে যিহুদীয়ার রাজাদের ও রাজকর্মচারীদের তথা পুরোহিতবৃন্দের, প্রবক্তা নবীদের এবং জেরুশালেম নিবাসী সকলের অস্থি তাদের কবর খুঁড়ে বার করা হবে। 2তাদের অস্থিগুলি একত্র করে কবর দেওয়া হবে না। সেগুলি মাটিতে মেশানো সারের মত চারিদিকে ছড়িয়ে পড়ে থাকবে। যে সূর্য, চন্দ্র ও নক্ষত্র তারা ভালবাসত, সেবা করত, পূজা করত, যাদের লক্ষণ দেখে তারা চলত, সেগুলির সামনে অস্থিগুলি ছড়ানো থাকবে 3এবং এই মন্দ জাতির মধ্যে যারা অবশিষ্ট থাকবে, যে সমস্ত জায়গায় আমি তাদের ছড়িয়ে দিয়েছিলাম সেখানে তারা বেঁচে থাকবে। কিন্তু তারা তখন আর বাঁচতে চাইবে না, মৃত্যুই হবে তাদের পরম কাম্য। আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
পাপ এবং দণ্ড
4প্রভু পরমেশ্বর আমাকে তাঁর প্রজাদের এই কথা বলতে বললেন, ‘যদি কেউ পড়ে যায়, সে কি উঠে দাঁড়ায় না? যদি কেউ পথ হারায়, সে কি আর ফেরে না? 5তাহলে কেন আমার প্রজাবৃন্দ আমার কাছ থেকে চলে গিয়েছে চিরদিনের মত? তারা অলীক ও অসারতাকে আঁকড়ে ধরে আছে, আর চায় না আমার কাছে ফিরে আসতে। 6আমি মন দিয়ে শুনেছি তাদের সব কথা, কিন্তু তারা সত্য কথা বলে নি। তাদের মধ্যে একজনও নিজের পাপাচারের জন্য অনুতপ্ত নয়, তাদের মনে আত্মজিজ্ঞাসাও জাগে না, তারা বলে না, ‘কি অপরাধই না আমি করেছি!’ যুদ্ধক্ষেত্রে ধাবমান অশ্বের মত তারা আপন ঈপ্সিত পথে ছুটে চলেছে। 7বলাকা, কপোত ও চাতকেরাও জানে তাদের নীড়ে ফেরার সঠিক সময়, কিন্তু আমার প্রজারা জানে না সেই বিধান যার দ্বারা আমি তাদের শাসন পরিচালনা করি। 8কি করে তারা নিজেদের জ্ঞানবান বলে থাকে? কি করে বলে যে তারা আমার বিধান জানে? দেখ, অবিশ্বস্ত নকলনবিশদের দ্বারা বিধান পরিবর্তিত হয়েছে। 9তাদের প্রাজ্ঞব্যক্তিরা লজ্জায় পড়েছে, তারা বিমূঢ়, ফাঁদে পড়েছে তারা। তারা প্রত্যাখ্যান করেছে আমার কথা, এখন কোথায় গেল তাদের প্রজ্ঞা? 10সুতরাং তাদের ক্ষেত্র আমি নতুন মালিকদের হাতে তুলে দেব এবং তাদের স্ত্রীদের তুলে দেব অন্য লোকদের হাতে। ছোট-বড় প্রত্যেকে অসৎ ভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করে। এমন কি নবী ও পুরোহিতেরাও ঠকায় অন্য লোকদের।#যির 6:12-15 11সমাজের দুষ্ট ক্ষতে তারা উপরে উপরে প্রলেপ দেয়, আমার প্রজাদের কষ্টের নিরাময় করে না। তারা বলে, ‘সব ঠিক আচে’, অথচ কিছুই ঠিক থাকে না।#যিহি 13:10 12এই সমস্ত ঘৃণ্য কার্যকলাপের জন্য আমার প্রজাবৃন্দ কি লজ্জিত? না, তারা বিন্দুমাত্র লজ্জিত নয়, লজ্জা কাকে বলে, তা তারা জানেই না। তাই, অন্যান্যদের মত তাদেরও পতন হবে। যখন আমি তাদের শাস্তি দেব, তখনই তারা শেষ হয়ে যাবে চিরকালের মত। আমি প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
13চাষীর শস্য সংগ্রহের মত আমি আমার প্রজাদের সংগ্রহ করতে চেয়েছিলাম, কিন্তু তারা ফলহীন দ্রাক্ষালতার মত। তারা নিষ্ফলা ডুমুর গাছের মত, যাদের পাতা পর্যন্ত শুকিয়ে গেছে। সুতরাং আমি বাইরের লোকদের ঐ জমি নিয়ে নিতে বলেছি।
14ঈশ্বরের প্রজারা বলে, কেন আমরা এখনও বসে আছি? এস, আমরা দুর্গবেষ্টিত শহরগুলিতে পালিয়ে যাই এবং সেখানে গিয়ে মরি। আমাদের প্রভু ঈশ্বর আমাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, বিষ দিয়েছেন আমাদের পান করার জন্য, কারণ আমরা তার বিরুদ্ধে পাপ করেছি। 15আমরা শান্তি আশা করেছিলাম, চেয়েছিলাম আরোগ্য লাভের সময়। কিন্তু তাতে কোনও ফল হল না, পরিবর্তে এল আতঙ্ক, এল সন্ত্রাস। 16আমাদের শত্রুরা ইতিমধ্যেই দান শহরে এসে পড়েছে, আমরা তাদের অশ্বের হ্রেষাধ্বনি শুনতে পাচ্ছি। শত্রুরা আমাদের দেশ ও সেখানকার সব কিছু ধ্বংস করতে এসেছে, শহর-নগর মানুষজন সব ধ্বংস করে দেবে তারা।
17প্রভু পরমেশ্বর বলেন, লক্ষ্য রাখ, আমি তোমাদের মধ্যে সাপ পাঠাচ্ছি, বিষধর সাপ, যাদের সম্মোহিত করা যাবে না, তারা দংশন করবে তোমাদের।
ঈশ্বরের প্রজাদের জন্য যিরমিয়ের দুঃখ
18আমার দুঃখ কখনও ঘুচবে না#8:18 দুঃখ কখনও ঘুচবে না–হিব্রু অস্পষ্ট।
হৃদয় আমার বেদনায় আর্ত।
19ঐ শোন! সারা দেশ জুড়ে
আমি শুনতে পাচ্ছি আমার স্বজাতির মানুষের কান্না,
‘সিয়োনে কি প্রভু পরমেশ্বর আর থাকেন না?
সিয়োনের রাজা কি বাস করেন না সেখানে?
প্রভু পরমেশ্বর, তাদের রাজা, উত্তরে বলেন,’
কেন তোমরা অলীক প্রতিমার আরাধনা করে ক্রুদ্ধ করেছ আমাকে?
‘কেন ক্রুদ্ধ করেছ বিদেশী অসার দেবতার কাছে প্রণিপাত করে?’
20তারা কেঁদে বলে,গ্রীষ্ম চলে গেছে,
শেষ হয়েছে ফসল কাটা,
কিন্তু আমরা রক্ষা পেলাম না।
21আমার বুক ভেঙ্গে যাচ্ছে,
কারণ নিষ্পিষ্ট হচ্ছে আমার স্বজাতির মানুষ।
আমি শোকে আকুল হয়েছি, বিহ্বল হয়েছি আমি।
22গিলিয়দে কি কোনও স্নিগ্ধ প্রলেপ নেই? নেই কি সেখানে কোনও চিকিৎসক?
তবে, কেন আমার স্বজাতির মানুষ সুস্থ হয় নি?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in