যিরমিয় 31
31
ইসরায়েলের গৃহে প্রত্যাবর্তন
1প্রভু পরমেশ্বর বলেন, এমন সময় আসছে, যেদিন আমিই হব ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর ঈশ্বর এবং তারা হবে আমার প্রজা। 2মরুপ্রান্তরে আমি ইসরায়েলকে করুণা করেছিলাম, যুদ্ধে মৃত্যুর হাত থেকে তারা নিষ্কৃতি পেয়েছিল। যখন ইসরায়েল বিশ্রামের জন্য লালায়িত হয়েছিল, আমি দূর থেকে আবির্ভূত হয়েছিলাম তাদের কাছে। 3ওগো কুমারী ইসরায়েল, আমি চিরদিন তোমাকে ভালবেসেছি, আমার শাশ্বত প্রেম অনুক্ষণ তোমাকে ঘিরে থাকবে। 4আমার আমি তোমাকে গড়ে তুলব, আবার তুমি তম্বুরা হাতে তুলে নেবে, নৃত্যপরা হয়ে উঠবে আনন্দ হিল্লোলে। 5আবার তুমি শমরিয়ার পাহাড়ের বুকে রচনা করবে দ্রাক্ষাকুঞ্জ। ভোগ করবে দ্রাক্ষাকুঞ্জের ফলসম্ভার। 6সেই দিন আগতপ্রায়, যেদিন ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে প্রহরীরা ডেকে বলবে, ‘এস আমরা সিয়োনে যাই, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে।’
7প্রভু পরমেশ্বর বলেন,আনন্দ সঙ্গীত গাও, ইসরায়েলের জন্য,জাতিবৃন্দের মাঝে যে জাতি মহান্, গাও তার স্তবগান। রক্ষা করেছেন প্রভু পরমেশ্বর তাঁর প্রজাবৃন্দকে উদ্ধার করেছেন তাদের যারা ছিল অবশিষ্ট।
8উত্তর দেশ থেকে আমি আনব তাদের,
একত্র করব তাদের পৃথিবীর সকল প্রান্ত থেকে।
অন্ধ ও খঞ্জেরা আসবে তাদের সাথে,
আসবে তাদের সাথে সন্তানসম্ভবা রমনী,
আসবে আসন্নপ্রসবা জননীও,
আসবে পিরে এক সুবিশাল জনতা।
9জলভরা চোখে তারা ফিরে আসবে,
আমি পথ দেখিয়ে নিয়ে যাব তাদের পরম মমতায়।
নিয়ে যাব আমি সমতল পথে স্রোতস্বিনীর তীরে,
যে পথে তারা উছোট খাবে না,
লাগবে না ব্যথা পায়ে।
ইসরায়েলের জনক আমি,
জ্যেষ্ঠপুত্র আমার ইফ্রয়িম।
10প্রভু পরমেশ্বর বলেন, হে জাতিবৃন্দ,
শোন আমার কথা, ঘোষণা কর আমার বাণী দূর-দূরান্তরে,
সুদূর দিগন্তে। আমি ছড়িয়ে দিয়েছিলাম আমার প্রজাদের,
কিন্তু একত্র করব তাদের আবার।
রাখব তাদের সতর্ক প্রহরায়,
মেষপালক যেমন রাখে তার মেষপাল।
11আমি মুক্ত করেছি ইসরায়েলকে,
পরাক্রান্ত জাতির কবল থেকে করেছি উদ্ধার।
12তারা আসবে, গাইবে আনন্দগান সিয়োন পর্বতে,
আনন্দে মুখর হবে আমার বহু উপহারে শস্য,
সুরা আর জলপাই তেলের উপহার, গবাদি পশু আর মেষের উপহার।
তারা হবে জল-সিঞ্চিত উদ্যানের মত অপূর্ণ থাকবে না তাদের কোন প্রয়োজন।
13কুমারী কন্যারা আনন্দে উচ্ছল হবে নৃত্যের তালে যুবা,
বৃদ্ধ সকলেই হবে উল্লসিত। আমি তাদের শোক পরিবর্তিত করে দেব আনন্দে,
তাদের আমি দেব সান্ত্বনা,বেদনা তাদের হবে আনন্দ শতদল।
14প্রাচুর্য আর উৎকৃষ্ট খাদ্য সম্ভারে,
আমি ভরিয়ে দেব পুরোহিতদের,
পূর্ণ করব প্রজাবৃন্দের সকল প্রয়োজন।
আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম।
ইসরায়েলের উপর প্রভু পরমেশ্বরের করুণা
15প্রভু পরমেশ্বর বলেন,
রামায় ধ্বনিত হচ্ছে একটি কণ্ঠস্বর,
আকুল কান্না আর তীব্র বিলাপে ভরা
রাহেল কাঁদছে তার সন্তানদের শোকে,
তারা আজ আর নেই!
মানে না সে কোন সান্ত্বনার বাণী।#আদি 35:16-19; মথি 2:18
16ওগো ইসরায়েল, মোছ আঁখিজল,
ব্যর্থ হবে না কর্ম তেমার,
সন্তানদের জন্য যা কিছু করেছ,
পাবে তুমি তার যোগ্য পুরস্কার,
তারা আসবে ফিরে শত্রুপুরী থেকে।
17তোমার আগামী দিনের আশা ভাস্বর হয়ে আছে,
সন্তানেরা তোমার আবার আসবে ফিরে তোমার কোলে।
18ইসরায়েলকে আমি দুঃখে কাতর হয়ে বলতে শুনেছি,
‘হে প্রভু পরমেশ্বর, আমি ছিলাম পোষ না মানা পশুর মত,
কিন্তু তুমি শিখিয়েছ আমায় বাধ্য হতে।
ফিরিয়ে নিয়ে যাও আমাকে,
আমি ফিরে যেতে চাই তোমার কাছে,
হে আমার প্রভু, আরাধ্য আমার।
19তোমাকে ত্যাগ করে আমি চলে গিয়েছিলাম,
কিন্তু আজ আমি অনুতপ্ত, চেয়েছি আসতে ফিরে তোমার কাছে।
যেদিন আমার চেতনা এল, আমি অবনত হলাম অনুতাপে,
আমি লজ্জিত হতমান, এতদিন আমি লিপ্ত ছিলাম পাপে।
20ইসরায়েল, তুমি আমার প্রিয়তম সন্তান,
যাকে আমি সবার চেয়ে বেশী ভালবাসি।
যখনই আমি তোমার বিরুদ্ধে বলি,
তখনই স্নেহসিক্ত হয়ে ভাবি তোমার কথা#31:20 ‘যখনই … তোমার কথা’ অথবা ‘যখন আমি তোমাকে শাস্তির ভয় দেখাই, তখনও ভাবি তোমার কথা'। আমার মন
চলে যায় তোমার কাছে ভেবে স্থির করি আর হব না নির্দয়
21চিহ্নিত কর তোমার পথ, স্থাপন কর পথের নিশানা,
খুঁজে বার কর সেই পথ, যে পথ ধরে তুমি গিয়েছ চলে।
ফিরে এস হে কুমারী ইসরায়েল তোমার নগরে,
ফিরে এস তোমার আপন ঘরে।
22আর কতদিন তুমি থাকবে দ্বিধাভরে ওগো অবিশ্বাসিনী কন্যা?
আমি সৃষ্টি করেছি এক অভিনব বস্তু, একেবারে ভিন্নতর,
যেমন ভিন্ন এক পুরুষকে নারীর রক্ষা করা।
ঈশ্বরের প্রজাদের ভাবী সম্বন্ধ
23সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেন, আমি যখন প্রজাদের আবার প্রতিষ্ঠিত করব তাদের আপন দেশে, তখন তারা আবার যিহুদীয়া ও তার শহর-নগর মুখরিত করে বলবে,
‘প্রভু পরমেশ্বরের আশিস্ধন্য হও হে পবিত্র পর্বত,
ধন্য হও জেরুশালেমের পবিত্র পর্বত, যেখানে ন্যায় ও ধর্মের অধিষ্ঠান।’
24প্রজারা যিহুদীয়া ও তার সমস্ত নগর-জনপদে বাস করবে। সেখানে একই সঙ্গে বাস করবে কৃষক আর মেষপালসহ মেষপালকবৃন্দ। 25আমি অবসন্ন মানুষের অবসাদ দূর করব, ক্ষুধায় ক্লিষ্ট মানুষকে তৃপ্ত করব আহার্য দানে। 26তখন তারা বলে, ‘সুখ-নিদ্রার পর আমরা আবার সতেজ হয়েছি।’
27আমি প্রভু পরমেশ্বর বলছি, এমন সময় আসছে, যখন আমি যিহুদীয়া ও ইসরায়েল দেশ মানুষ ও পশুর নতুন প্রজন্মে ভরে দেব। 28যেমন আমি তাদের উৎপাটন করতে, ভেঙ্গে ফেলতে, ভূপাতিত করতে, ধ্বংস করতে এবং ধূলিসাৎ করে দিতে মনোযোগী হয়েছিলাম, ঠিক তেমনি এবার আমি তাদের গাছের মত রোপণ ও গড়ে তোলার কাজে মনঃসংযোগ করব। 29সেই সময়ে লোকে বলবে না,
‘পিতামাতারা খেয়েছিল টক আঙুর,
আর দাঁত টকেছে সন্তানদের।’#যিহি 18:2#31:29 ‘বিলাপ’ 5:7 পদ।
30কিন্তু যে টক আঙুর খাবে, তার দাঁত টকবে, প্রত্যেকে নিজের পাপে নিজেই মরবে।
31প্রভু পরমেশ্বর বলেন, কাল আসন্ন, যখন আমি ইসরায়েল ও যিহুদীয়ার মানুষের সঙ্গে একটি নতুন সন্ধিচুক্তি স্থাপন করব।#মথি 26:28; মার্ক 14:24; লুক 22:20; ১ করি 11:25; ২ করি 3:6 32এই সন্ধিচুক্তি পুরাতন সন্ধিচুক্তির মত নয়, যা আমি স্থাপন করেছিলাম তাদের পূর্বপুরুষদের মিশর থেকে হাত ধরে বার করে আনার সময়। যদিও আমি তাদের প্রভু ছিলাম, তারা কিন্তু সেই সন্ধিচুক্তি ভঙ্গ করেছিল। 33এবার আমি ইসরায়েলীদের সঙ্গে যে নতুন সন্ধিচুক্তি স্থাপন করব, তা হল এই: তাদের অন্তরে আমি সঞ্চারিত করব আমার ধর্মানুশাসন, লিখে দেব বিধান তাদের হৃদয়-ফলকে,আমি হব তাদের ঈশ্বর, তারা হবে আমার প্রজা।#হিব্রু 10:16 34তাদের দেশবাসীকে ঈশ্বর-জ্ঞান দেবার জন্য কাউকে আর শিক্ষা দিতে হবে না, কারণ মহান তুচ্ছ নির্বিশেষে সকলেই আমাকে মানবে। আমি তাদের পাপ ক্ষমা করব, কোনদিনও আর স্মরণে আনব না তাদের অপরাধ। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম#হিব্রু 10:17।#হিব্রু 8:8-12
35প্রভু পরমেশ্বর দিবসে আলোর জন্য দিয়েছেন সূর্য,
রাত্রিকে আলোকিত করার জন্য দিয়েছেন চন্দ্র আর নক্ষত্ররাজি।
সমুদ্রকে তিনি মন্থন করেন,
গর্জন করান তাকে, সর্বাধিপতি প্রভু তিনি।
36তিনি প্রতিশ্রুতি দিয়েছেন,
যতদিন বজায় থাকবে প্রকৃতির এই নিয়মশৃঙ্খলা,
ততদিন একটি জাতিরূপে বেঁচে থাকবে ইসরায়েল।
37যদি কোনদিন আকাশকে মাপা হয়,
যদি খুঁড়ে ফেলা হয় ধরিত্রীর ভিত্তিমূল,
একমাত্র সেদিনই তাদের কর্মের প্রতিফলে
ইসরায়েলকে তিনি করবেন প্রত্যাখ্যান।
38প্রভু পরমেশ্বর বলেন, কাল সমাগত, যেদিন পশ্চিমে হনলেল মিনার থেকে কোণের দেউড়ি পর্যন্ত জেরুশালেমকে পুনর্গঠিত করা হবে, 39এবং পশ্চিমে গারের পাহাড় থেকে এগিয়ে গিয়ে গো-আহ্কে বেষ্টন করে তার সীমানা বিস্তৃত হবে। 40সমগ্র উপত্যকায়, যেখানে মৃতদেহ কবর দেওয়া হত, পূর্বে অশ্বদ্বারের কোণ পর্যন্ত এবং কিদ্রোণ নদীর তীরের সমস্ত ক্ষেত আমার কাছে পবিত্র বলে পরিগণিত হবে। এই নগরীকে আর কোনদিন নির্মূল করে ধ্বংস করা হবে না।
Currently Selected:
যিরমিয় 31: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.