YouVersion Logo
Search Icon

যিরমিয় 30

30
পুনরুদ্ধারের প্রতিশ্রুতি
1প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর 2আমাকে বললেন, আমি যা কিছু তোমাকে বলেছি, সব একটা পুস্তকে লেখ, 3কারণ আমার প্রজা ইসরায়েল ও যিহুদীয়াকে পুনরুদ্ধার করার সময় আসন্ন। তাদের পূর্বপুরুষদের যে দেশ আমি দিয়েছিলাম, সেই দেশে আমি আবার তাদের ফিরিয়ে আনব, তারা আবার তাদের নিজেদের স্থান অধিকার করবে। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
4ইসরায়েল ও যিহুদীয়ার প্রজাদের প্রভু পরমেশ্বর বলছেন,
5আমি শুনেছি সন্ত্রাসের চীৎকার
শুনেছি ভয়বিহ্বল ক্রন্দন, শান্তি সেখানে নেই।
6এবার স্তব্ধ হও, ভাবো! পুরুষ কি কখনও সন্তানের জন্মদান করতে পারে।
কেন তবে আমি দেখতে পাচ্ছি শ্রম বেদনাতুরা নারীর মত
প্রত্যেকটি পুরুষ তার কটিদেশে হাত দিয়ে আছে?
কেন তাদের মুখ রক্তশূন্য,বিবর্ণ মৃতের মত?
7এক ভয়ঙ্কর দিন আসছে,
যে দিনের সঙ্গে তুলনা চলে না অন্য কোনও দিনের,
আমার প্রজাদের পক্ষে এ বড় দুঃসময়,
কিন্তু তারা এ থেকে উদ্ধার পাবে।
8সর্বাধিপতি প্রভু বলেন, সেইদিন আমি তাদের গলায় বাঁধা যোঁয়ালি ভেঙ্গে ফেলব, মোচন করব তাদের শৃঙ্খল। তারা আর বিদেশীদের ক্রীতদাস হয়ে থাকবে না। 9তার পরিবর্তে তারা আমার, তাদের প্রভু পরমেশ্বরের সেবা করবে এবং দাউদের এক বংশধর, যাকে আমি তাদের রাজা করব—তার সেবা করবে।
10হে আমার প্রজাবৃন্দ, তোমরা ভীত হয়ো না,
হে ইসরায়েল জাতি, শঙ্কা এনো না মনে,
সেই সুদূর নির্বাসন থেকে তোমাদের আমি উদ্ধার করে আনব,
যে দেশে বন্দী হয়ে আছ তোমরা।
ফিরে আসবে তোমরা আপন ঘরে, বাস করবে শান্তিতে,
হবে নিরাপদ। কেউ আর তোমাদের ভয়ার্ত করবে না।#যির 46:27-28
11আমি তোমাদের কাছে আসব, উদ্ধার করব তোমাদের,
যেখানে আমি তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম সেই সব দেশের সমস্ত জাতিকে আমি করব ধ্বংস,
কিন্তু তোমাদের ধ্বংস করব না।
জেনো, দণ্ড তোমরা পাবেই,তবে,
সে দণ্ড হবে ন্যায়সঙ্গত।
আমি, প্রভু পরমেশ্বর, বলছি এ কথা।
12প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বলেছেন,
দুরারোগ্য তোমাদের ক্ষত,
আঘাত তোমাদের নিরাময় হবার নয়।
13কেউ নেই তোমাদের যত্ন নেবার,
ক্ষতের কোনও চিকিৎসাও নেই,
কোনও আশা নেই আরোগ্যের।
14প্রেমিকেরা ভুলে গেছে তোমাদের,
তাদের কাছে তোমাদের আর কোনও মূল্য নেই।
শত্রুর মত আমি তোমাদের আক্রমণ করেছি,
কঠোর হয়েছে দণ্ড, কারণ অসংখ্য তোমাদের পাপ,
দুষ্টতারও নেই কোনও সীমা।
15তোমাদের আঘাতের জন্য আমার কাছে কি লাভ অভিযোগ করে?
এর নেই কোনও প্রতিবিধান।
এইভাবেই তোমাদের শাস্তি দিয়েছি আমি,
কারণ, অসংখ্য তোমাদের পাপ,
দুষ্টতারও নেই কোনও সীমা।
16কিন্তু এখন যারা গ্রাস করবে তোমাদের, তারাও পাবে না অব্যাহতি।
তোমাদের সব শত্রুদের নিয়ে যাওয়া হবে বন্দী করে।
যারা তোমাদের নিপীড়ন করে,
নিপীড়িত হবে তারা,
যারা তোমাদের দ্রব্য লুণ্ঠন করে,
তারাও হবে লুণ্ঠিত।
17‘সিয়োন আজ সমাজচ্যুত, পতিত,
নেই কেউ তাকে দেখবার’
—একথা তোমার শত্রুরা বললেও,
আমি তোমাকে আবার সুস্থ করে তুলব,
আরোগ্য করব তোমার সমস্ত ক্ষত।
আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম।
18প্রভু পরমেশ্বর বলেন,
আমি আমার প্রজাদের পুনঃপ্রতিষ্ঠিত করব তাদের আপন দেশে,
আর করুণা বর্ষণ করব প্রতিটি পরিবারের উপর।
পুনর্গঠিত হবে জেরুশালেম,
রাজপ্রাসাদের সংস্কার হবে নতুন করে।
19জেরুশালেমের অধিবাসী মুখর হবে স্তবে ও প্রশংসায়,
মহানন্দে তুলবে জয়ধ্বনি।
আমার আশিসে তারা বেড়ে চলবে সংখ্যায়,
আমারই আশীর্বাদ তাদের এনে দেবে গৌরব ও সম্মান।
20আমি পুনরুদ্ধার করব এই জাতির হৃত গৌরব,
প্রতিষ্ঠিত করব তাকে আপন ক্ষমতায়।
তাকে যে নিপীড়ন করবে,
আমার দণ্ড থেকে কখনও সে পাবেনা নিস্তার।
21স্বজাতির মধ্য থেকে হবে তাদের শাসকের অভ্যুত্থান,
স্বজাতিরই মধ্য থেকে হবে তাদের নেতার আগমন।
আমি তাকে জানালে আহ্বান, সে এসে দাঁড়াবে আমার সামনে,
কার এমন স্পর্দ্ধা যে অনাহূত হয়ে সামনে এসে দাঁড়ায় আমার?
22তারা হবে আমার প্রজা,
আর আমি হব তাদের ঈশ্বর,
আমি, প্রভু পরমেশ্বর,
এ কথা বললাম।
23-24প্রভু পরমেশ্বরের ক্রোধ যেন এক দুরন্ত ঝড়, যেন এক ভয়ঙ্কর ঘূর্ণিপ্রবাহ, যা পাপাচারীদের মাথার উপর দিয়ে গর্জন করতে করতে ছুটে চলে। যতক্ষণ না তাঁর ক্রোধ নিবৃত্ত হয়, ততক্ষণ থামে না এ গর্জন। তাঁর প্রজাবৃন্দ যথাসময়ে সুস্পষ্টভাবে বুঝতে পারবে এ কথা।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 30