YouVersion Logo
Search Icon

যিরমিয় 18

18
কুমোরের ঘরে যিরমিয়
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2কুমোরের ঘরে যাও। সেখানে তোমাকে আমি বার্তা দেব। 3কাজেই, আমি সেখানে গেলাম, দেখলাম, কুমোর তার চাকা নিয়ে কাজ করছে। 4কোনও পাত্রে খুঁত থাকলে সে সেটি ভেঙ্গে, সেই মাটি দিয়ে আবার সেই পাত্র মনের মত করে তৈরি করছে।
5প্রভু পরমেশ্বর তখন আমাকে বললেন, 6কুমোর মাটি দিয়ে এই যে ভাঙ্গা-গড়ার কাজ করছে, ইসরায়েলীদের নিয়ে সেই একই কাজ করার অধিকার কি আমার নেই? কুমোরের হাতে যেমন মাটি, ঠিক তেমনি তোমরাও আমার হাতে রয়েছ। 7যদি আমি কোনও জাতি বা রাজ্যকে উৎখাত করার, ভেঙ্গে ফেলার বা ধ্বংস করার কথা বলি, 8কিন্তু তারপর সেই জাতি যদি মন্দপথ থেকে ফিরে আসে, তাহলে তাদের বিরুদ্ধে যা করতে চেয়েছিলাম, সেই কাজ আর আমি করব না। 9অপরপক্ষে, আমি যদি বলি, কোন জাতি বা রাজ্যকে আমি প্রতিষ্ঠা দান করব বা গড়ে তুলব, 10কিন্তু তারপর যদি সেই জাতি আমার অবাধ্য হয় এবং অনাচার করে, তাহলে আমি যা তাদের জন্য করব বলেছিলাম, সেই কাজ আর করব না। 11এবার তাহলে জেরুশালেম ও যিহুদীয়ার লোকদের বল যে, আমি সেই কুমোর। আমি তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করছি এবং দণ্ডদানের জন্য প্রস্তুত হচ্ছি। তোমরা পাপময় জীবনযাপন বন্ধ কর, সংশোধন কর আচরণ ও কর্মধারা। 12তোমাকে হয়তো তারা উত্তর দেবে, ‘এসব কথা বলে কোন লাভ নেই। আমরা যা ভাল বুঝি, তাই-ই করব, তা সে যতই মন্দ হোক। আমরা যা খুশী তাই করব।
প্রভু পরমেশ্বরকে প্রজাদের প্রত্যাখ্যান
13প্রভু পরমেশ্বর বলেন,
প্রতিটি জাতিকে জিজ্ঞাসা কর,
এমন ঘটনা কি আগে ঘটেছে কখনও?
ইসরায়েল জাতি এক ভয়াবহ কাজ করেছে।
14লেবাননের শৈলশীর্ষ তুষারহীন হয়েছে কখনও?
পর্বতের সুশীতল ঝর্ণা কি কখনও হয়েছে শুষ্ক?
15কিন্তু আমার প্রজারা আমাকে ভুলে গেছে,
অসার প্রতিমার কাছে ধূপ দেয় তারা।
যে পথে তারা চলে,সেই পথেই উছোট খায়,
সনাতন পথে তারা চলে না আর,
সম্পূর্ণ নতুন পথে তাদের চলাচল।
16এ দেশকে তারা করে তুলেছে সন্ত্রাসের রাজত্ব,
চিরকালের ঘৃণ্য বস্তু।
পথচারী চলার পথে এ দৃশ্য দেখে চম্‌কে উঠবে,
অভিভূত হবে বিস্ময়ে।
17আমার প্রজাদের আমি শত্রুর সামনে ছড়িয়ে ছিটিয়ে দেব,
পূবালী মরু হাওয়ার ধূলোর মত। ওদের দিক থেকে আমি মুখ ফিরিয়ে নেব,
ঘোরতর দুর্বিপাক যেদিন আসবে নেমে সেদিনও
আমি মুখ ফিরিয়ে থাকব তাদের দিক থেকে।
যিরমিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র
18লোকেরা তখন বলল, এস, আমরা যিরমিয়ের ব্যাপারে কিছু ব্যবস্থা নিই। পুরোহিতেরা সব সময়ে আমাদের নির্দেশ দেবার জন্য রয়েছেন। প্রাজ্ঞ ব্যক্তিরা রয়েছেন পরামর্শ দেবার জন্য এবং ঈশ্বরের বাণী ঘোষণা করার জন্য রয়েছেন প্রবক্তা নবীরা। এস, আমরা কেউ তার কথা না শুনি বরং তার বিরুদ্ধে অভিযোগ আনি।
19তাই আমি প্রার্থনা করলাম, হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন। আমার বিপক্ষেরা আমার সম্বন্ধে কি বলছে শোন। 20ভালোর পারিশ্রমিক কি মন্দ হয়? তবু তারা আমাকে ফেলার জন্য একটা গর্ত খুঁড়েছে। স্মরণ কর, কি ভাবে আমি তোমার কাছে এসেছিলাম, তাদের জ্য জানিয়েছিলাম কাতর আবেদন, যাতে ক্রোধের বশে তুমি তাদের বিরুদ্ধে কিছু না কর। 21কিন্তু এখন, হে প্রভু পরমেশ্বর, ওদের সন্তানদের মৃত্যু হোক অনাহারে, যুদ্ধে নিহত হোক ওরা। নারীরা তাদের স্বামী সন্তান হারাক। পুরুষেরা ব্যধিতে জর্জরিত হয়ে মরুক, যুবকেরা নিহত হোক যুদ্ধে। 22সাবধান বাণী উচ্চারণ করার আগেই উচ্ছৃঙ্খল জনতাকে পাঠাও তাদের গৃহ ধ্বংস করতে। আতঙ্কে তারা চীৎকার করে উঠুক। আমাকে ফেলার জন্য তারা গর্ত খুঁড়েছে, আমাকে ধরার জন্য পেতেছে ফাঁদ। 23কিন্তু হে প্রভু পরমেশ্বর, আমাকে হত্যা করার জন্য তুমি তাদের সব ষড়যন্ত্রের কথা জান। তাদের এই মন্দতা তুমি ক্ষমা করো না, মার্জনা করো না তাদের পাপ। পরাজয়ের মাঝে তাদের তুমি ছুঁড়ে ফেল, তোমার ক্রোধ প্রশমিত হওয়ার আগে ওদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা গ্রহণ কর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 18