1
যিরমিয় 18:6
পবিএ বাইবেল CL Bible (BSI)
কুমোর মাটি দিয়ে এই যে ভাঙ্গা-গড়ার কাজ করছে, ইসরায়েলীদের নিয়ে সেই একই কাজ করার অধিকার কি আমার নেই? কুমোরের হাতে যেমন মাটি, ঠিক তেমনি তোমরাও আমার হাতে রয়েছ।
Compare
Explore যিরমিয় 18:6
2
যিরমিয় 18:7-8
যদি আমি কোনও জাতি বা রাজ্যকে উৎখাত করার, ভেঙ্গে ফেলার বা ধ্বংস করার কথা বলি, কিন্তু তারপর সেই জাতি যদি মন্দপথ থেকে ফিরে আসে, তাহলে তাদের বিরুদ্ধে যা করতে চেয়েছিলাম, সেই কাজ আর আমি করব না।
Explore যিরমিয় 18:7-8
3
যিরমিয় 18:9-10
অপরপক্ষে, আমি যদি বলি, কোন জাতি বা রাজ্যকে আমি প্রতিষ্ঠা দান করব বা গড়ে তুলব, কিন্তু তারপর যদি সেই জাতি আমার অবাধ্য হয় এবং অনাচার করে, তাহলে আমি যা তাদের জন্য করব বলেছিলাম, সেই কাজ আর করব না।
Explore যিরমিয় 18:9-10
Home
Bible
Plans
Videos