YouVersion Logo
Search Icon

যিরমিয় 17

17
যিহুদীয়ার পাপ ও দণ্ড
1প্রভু পরমেশ্বর বলেন, হে যিহুদীয়াবাসী, লৌহ-লেখনী দিয়ে তোমাদের পাপ লেখা হয়েছে, হীরার তীক্ষ্ণ ধার দিয়ে তা খোদিত হয়েছে, তোমাদের হৃদয়ফলকে এবং তোমাদের বেদীর কোণে কোণে সে সব খোদাই করে লেখা হয়েছে। 2প্রতিটি সবুজ গাছের তলায়, পাহাড়ের চূড়ায় এবং উন্মুক্ত প্রান্তরে পর্বতের উপরে তোমাদের লোকেরা আশেরা দেবীর জন্য নির্মিত বেদী এবং তার প্রতীকের কাছে পূর্জা-অর্চনা করে। 3সারা দেশ জুড়ে তোমরা যে পাপাচার করেছ, তার শাস্তিস্বরূপ তোমাদের সমস্ত ধনসম্পদ শত্রু পাঠিয়ে আমি লুঠ করাব। 4যে দেশ আমি তোমাদের দিয়েছিলাম সেই দেশ তোমাদের ছেড়ে যেতে হেব। তোমাদের অজ্ঞাত এক দেশে তোমাদের শত্রুদের সেবা করাব আমি। কারণ আগুনের মত আমার ক্রোধ। কখনও নিভবে না সে আগুন।
অভিশাপ ও আশীর্বাদ
5প্রভু পরমেশ্বর বলেন,
যে ব্যক্তি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে দূরে চলে যায়,
নির্ভর করে মানুষের উপর,
নির্ভর করে মর্ত্য মানবের শক্তির উপর,
সে হবে অভিশপ্ত।
6সে হবে মরুপ্রান্তরে কাঁটা-ঝোপের মত শ্রীহীন,
যা শুষ্ক মরুতে এবং লবণাক্ত ভূমিতে জন্মায়,
যেখানে আর কিছুই জন্মায় না।
কোনও মঙ্গল তার জীবনে আসবে না কখনও।
7কিন্তু আমার উপর যে আস্থা রাখে,
তাকে আমি আশীর্বাদ করব।
8সে হবে নদীতীরে বৃক্ষের মত জলের কাছে যে মূল বিস্তার করে।
রুক্ষ দিন এলেও ভয় নেই তার,
কারণ তার পত্র-পল্লব থাকে চিরসবুজ। বর্ষণ যখন নামে,
তখনও ভীত হয় না সে, ধারণ করে চলে অজস্র ফল সম্ভার।#গীত 1:3
9কে বুঝতে পারে মানুষের মন?
এর মত প্রতারক আর কিছুই নেই,
এর আরোগ্য সম্পূর্ণ অসম্ভব।
10আমি, প্রভু পরমেশ্বর, অনুসন্ধান করি মানুষের মন,
যাচাই করি প্রতিটি হৃদয়,
তার জীবন যাপনের ধারা অনুযায়ী,
তার কর্ম অনুযায়ী ফল দিই তাকে।#গীত 62:12; প্রকা 2:23
11যে অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে, সে সেই পাখির মত,
যে অপরের ডিমে ‘তা’ দেয়।
জীবনের চরম সন্ধিক্ষণে সে হারাবে সকল সম্পদ,
পরিণামে, সে একটি মূর্খ —এই হবে তার একমাত্র পরিচয়।
12আমাদের মন্দির এক গৌরবময় সিংহাসন সৃষ্টিকাল থেকে
পর্বতের উচ্চশিখরে দণ্ডায়মান।
13হে প্রভু পরমেশ্বর, তুমি ইসরায়েলের আশা,
যারা তোমাকে পরিত্যাগ করে, লজ্জিত হবে তারা,
ধূলির উপরে লেখা নামের মত মুছে যাবে তারা চিরতরে#17:13 ধূলির উপরে … মুছে যাবে তারা–অথবা ‘চলে যাবে তারা মৃতলোকে’। কারণ তারা পরিত্যাগ করেছে তোমায়,
হে প্রভু পরমেশ্বর, জীবন-জলের উৎস যিনি।
প্রভু পরমেশ্বরের কাছে যিরমিয়ের সাহায্য প্রার্থনা
14হে প্রভু পরমেশ্বর, আমাকে আরোগ্য দান কর, সম্পূর্ণভাবে সুস্থ হব আমি। উদ্ধার কর আমাকে, তাহলে আমি হব সম্পূর্ণ নিরাপদ। একমাত্র তোমারই মহিমা গান করব আমি।
15লোকে আমাকে বলে, প্রভু পরমেশ্বর আমাদের যে হুমকি দিয়েছিলেন, সে সব গেল কোথায়? এবার সেগুলি করুন তিনি!
16কিন্তু হে প্রভু পরমেশ্বর, আমি কখনও ওদের উপর বিপর্যয় ঘটাতে বলিনি। ওদের উপর দুর্দিন ঘনিয়ে আসুক, এ আমি কখনও চাইনি, এ কথা তুমি জান হে প্রভু পরমেশ্বর, তুমি সবই জান আমি কি বলেছি। 17আমার কাছে তুমি আতঙ্কজনক হয়ে উঠো না। বিপদের দিনে তুমি আমার নিরাপদ আশ্রয়। 18যারা আমাকে নির্যাতন করে, তাদের উপর আন চরম লজ্জা। কিন্তু আমাকে রেহাই দাও, প্রভু। ওদের পূর্ণ কর সন্ত্রাসে, কিন্তু আমাকে আতঙ্কিত করো না। ওদের উপরে আসুক ঘোরতর বিপর্যয়, ভেঙ্গে খণ্ড খণ্ড কর ওদের।
সাব্বাথ দিন পালন
19প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিরমিয়, যে তোরণ দিয়ে যিহুদীয়া রাজ আসা-যাওয়া করেন, সেই বিন্যামীন তোরণে গিয়ে তুমি দাঁড়াও এবং আমার বার্তা ঘোষণা কর। তারপর তুমি জেরুশালেমের অন্যান্য সমস্ত দ্বারে যাবে। 20যিহুদীয়ার রাজাদের ও সমস্ত অধিবাসীদের এবং জেরুশালেমবাসী যারা এই সমস্ত দেউড়ি দিয়ে নিত্য যাতায়াত করে, তাদের প্রত্যেককে আমার কথায় কর্ণপাত করতে বল। 21তাদের বল, যদি তাদের জীবনের প্রতি মমতা থাকে, তাহলে সাব্বাথ দিনে তারা যেন কোন বোঝা বহন না করে। জেরুশালেমের এই সমস্ত তোরণদ্বার দিয়ে কোন কিছু বহন করে নিয়ে না যায়,#নহি 13:15-22 22অথবা সাব্বাথ দিনে তাদের বাড়ি থেকে কোন কিছু বাইরে বহন করে নিয়ে না যায়। সাব্বাথ দিনে তারা কোনও কাজ করবে না, কিন্তু আমি তাদের পূর্বপুরুষদের যে আদেশ দিয়েছি সেই অনুসারে সাব্বাথ দিনকে তারা পবিত্রভাবে পালন করবে।#যাত্রা 20:8-10; দ্বি.বি. 5:12-14 23তাদের পূর্বপুরুষেরা আমার কথা শোনে নি, ভ্রূক্ষেপও করেনি তাতে। পরিবর্তে তারা উদ্ধত হয়ে উঠেছিল। আমার বাধ্য হয়নি, এমন কি প্রত্যাখ্যান করেছে আমার শিক্ষা।
24ঐ সব লোককে বল যেন তারা আমার সমস্ত আদেশ পালন করে। সাব্বাথ দিনে এই নগরের তোরণদ্বার দিয়ে তারা কোন বোঝা বাইরে থেকে ভেতরে বয়ে আনতে পারবে না। সাব্বাথ দিনকে শুচিশুদ্ধভাবে তাদের পালন করতে হবে এবং এই দিনে কোনও কাজই তারা করবে না। 25তখন তাদের রাজারা এবং রাজপুরুষেরা জেরুশালেমের এই সমস্ত তোরণদ্বার দিয়ে প্রবেশ করবে এবং দাউদের যে রাজশক্তি ছিল সেই রাজকীয় মর্যাদায় তারা ভূষিত হবে। যিহুদীয়া এবং জেরুশালেমের প্রজাদের সঙ্গে নিয়ে রথ ও অশ্বারোহণে তারা যাত্রা করবে এবং জেরুশালেম নগরী সর্বদা লোকে পরিপূর্ণ থাকবে। 26যিহুদীয়ার শহরাঞ্চলে ও জেরুশালেমের চারিদিকের গ্রামাঞ্চল থেকে লোকেরা আসবে। তারা আসবে বিন্যামীনের এলাকা থেকে, পাহাড়তলি, পার্বত্য এলাকা এবং দক্ষিণ যিহুদীয়া থেকে। আমার মন্দিরে তারা আনবে হোমের নৈবেদ্য, বলি এবং শস্য-নৈবেদ্য, ধূপ এবং কৃতজ্ঞতার উপহার। 27কিন্তু আমার বাধ্য থাকতে হবে তাদের এবং সাব্বাথ দিনকে পবিত্র দিনরূপে পালন করতে হবে। এই দিনে তারা জেরুশালেমের কোন তোরণ দ্বার দিয়ে কোন বোঝা বহন করে নিয়ে যাবে না। অন্যথায় আমি জেরুশালেমের ঐ সমস্ত দ্বারে আগুন লাগিয়ে দেব। এই আগুন জেরুশালেমের সমস্ত প্রাসাদ-অট্টালিকা পুড়িয়ে ছারখার করে দেবে, কেউ নেভাতে পারবে না সেই আগুন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in