YouVersion Logo
Search Icon

হিব্রু 3

3
মোশি ও যীশু
1তোমরা যারা ঈশ্বরের পরিবারভুক্ত, বন্ধুগণ, তোমরা স্বর্গীয় আহ্বান পেয়েছ, সুতরাং যীশুর কথা বিবেচনা কর। তাঁকেই আমরা প্রেরিতপুরুষ ও প্রধান পুরোহিত বলে স্বীকার করি।#হিব্রু 4:14 2ঈশ্বরের গৃহের সমস্ত কাজে মোশি যেমন বিশ্বস্ত ছিলেন, যীশুও তেমনি তাঁর নিয়োগকর্তার প্রতি বিশ্বস্ত ছিলেন।#গণনা 12:7 3গৃহ-প্রতিষ্ঠাতা যেমন গৃহের চেয়ে বেশী মর্যাদার অধিকারী তেমনি যীশুও মোশির চেয়ে অনেক বেসী সম্মানযোগ্য বলে গণ্য হয়েছেন। 4প্রত্যেক গৃহ কেউ একজন নির্মাণ করে, কিন্তু সব কিছুরই নির্মাতা হচ্ছেন ঈশ্ব। 5ঈশ্বরের গৃহের সমস্ত কাজে মোশি বিশ্বস্ত ছিলেন, কিন্তু তিনি ছিলেন ভৃত্য মাত্র। ভবিষ্যতে ঈশ্বর যা প্রকাশ করবেন সেই সম্পর্কে আভাস দেওয়অই ছিল তাঁর কাজ।#গণনা 12:7 6কিন্তু খ্রীষ্ট ঈশ্বরের পুত্ররূপে ঈশ্বরের গৃহের কর্তা। আমরা যদি তাঁর উপর পূর্ণ আস্থা রাখতে পারি এবং নির্ভয়ে সুনিশ্চিত আশার লক্ষ্যে স্থির থাকতে পারি, তাহলে আমরা তাঁর গৃহের পরিজন হব।#রোমীয় 12:12; ইফি 2:19; কল 1:23
অবাধ্যতা ও পদস্খলনের আশঙ্কা
7সেইজন্য পবিত্র আত্মা যেমন বলেনঃ “আজ যদি তোমরা তাঁর কথা শোন#গীত 95:7-11; হিব্রু 4:7
8তাহলে উদ্ধত, অবাধ্য হয়ো না,তোমাদের পিতৃপুরুষেরা যেমনমরুপ্রান্তর পার হয়ে আসার সময়করেছিল বিদ্রোহ ঈশ্বরের বিরুদ্ধে।#যাত্রা 17:7; গণনা 20:2,5-13
9সেদিন তোমাদের পূর্বপুরুষেরাআমাকে পরীক্ষা করেছিল,আমার কার্যকলাপ দেখার পরওআমাকে যাচাই করেছিল তারা। 10চল্লিশ বছর ধরে এই প্রজন্মের উপরছিল আমার তীব্র অসন্তোষ,আমি ক্রুদ্ধ হয়েছিলাম, বলেছিলাম,এদের চিত্ত বিভ্রান্ত,এরা জানে না আমার পথ।
11তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম:আমার প্রতিশ্রুতি শান্তি ও বিশ্রাম থেকেএরা হবে চিরতরে বঞ্চিত,এরা প্রবেশ করতে পারবে না কখনওআমার আবাসভূমিতে।”#গণনা 14:21-23; দ্বি.বি. 1:34-35; ১ করি 10:10
12সাবধান, বন্ধুগণ, তোমরা কেউ অন্তরে কুচিন্তা ও অবিশ্বাস পোষণ করে জাগ্রত ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেও না। 13‘আজকের দিন’ যতক্ষণ বর্তমান থাকে, ততক্ষণ প্রতিদিন তোমরা পরস্পরকে উৎসাহ দাও। তোমরা কেউ পাপের মোহে মনকে অসাড় করে তুলো না।#হিব্রু 10:25 14যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যয়ে দৃঢ়প্রতিষ্ঠ থাকতে পারি তাহলে আমরা খ্রীষ্টের শরিক।#হিব্রু 6:11; 11:1; কল 1:23
15শাস্ত্রে যেমন বলা হয়েছেঃ “আজ যদি তোমরা তাঁর কথা শোন,তাহলে উদ্ধত অবাধ্য হয়ো না,তোমাদের পিতৃপুরুষেরা যেমনমরুপ্রান্তর পার হয়ে আসার সময়করেছিল বিদ্রোহ ঈশ্বরের বিরুদ্ধে।”#গীত 95:8
16সেদিন ঈশ্বরের কথা শুনেও কারা বিদ্রোহ করেছিল? মোশির নেতৃত্বে যারা মিশর ছেড়ে বেরিয়ে এসেছিল তারা নয় কি?#যাত্রা 17:1 17কাদের বিরুদ্ধে ঈশ্বর চল্লিশ বছর ক্রোধ পোষণ করেছিলেন? যারা পাপ করেছিল, মরুপ্রান্তরে যারা মারা পড়েছিল, তাদের বিরুদ্ধে নয় কি?#গণনা 14:29; ১ করি 10:10 18কাদের সম্পর্কে তিনি শপথ করে বলেছিলেন যে, তারা শান্তি ও বিশ্রাম থেকে চিরতরে বঞ্চিত হবে ও তাঁর প্রতিশ্রুত আবাস ভূমিতে প্রবেশ লাভ করতে পারবে না? যারা অবাধ্য হয়েছিল তাদের সম্পর্কে নয় কি?#গণনা 14:22-23; দ্বি.বি. 1:34-35 19সুতরাং আমরা বুঝতে পারছি যে অবিশ্বাসের জন্য তারা সেই আবাসভূমিতে প্রবেশ করতে পারল না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in