হিব্রু 2
2
মহাপরিত্রাণ
1এই কারণে আমরা যে সত্য বিষয়গুলি শুনেছি, সেগুলি যাতে স্রোতে ভেসে না যায়, তাই আমাদের আরও বেশী মনোযোগী হওয়া উচিত। 2কারণ স্বর্গদূতদের দ্বারা ঘোষিত নির্দেশ যদি এত শক্তিশালী হয় এবং সেই নির্দেশ কোনভাবে লঙ্ঘন বা অমান্য করার ফলে যদি শাস্তি পেতে হয়,#প্রেরিত 7:38-53; গালা 3:19 3তাহলে এমন মহাপরিত্রাণ উপেক্ষা করে আমরা কেমন করে অব্যাহতি পাব? এই পরিত্রাণের কথা সর্বপ্রথমে প্রভুই ঘোষণা করেছিলেন এবং যাঁরা তা শুনেছিলেন তাঁরাই আমাদের কাছে তার যথার্থতা প্রতিপন্ন করেছেন।#হিব্রু 10:29; 12:25; মথি 22:5 4ঈশ্বর নানাপ্রকার অলৌকিক কার্য, লক্ষণ ও ঐশী শক্তির প্রকাশের মাধ্যমে এবং তাঁর ইচ্ছানুযায়ী পবিত্র আত্মার নানাবিধ বর দান করে এই বিষয়ের প্রমাণ দিয়েছেন।#মার্ক 16:20; ১ করি 12:4-11; প্রেরিত 14:3
5আমরা আগামী দিনের যে নূতন পৃথিবীর কথা বলছি তার কর্তৃত্ব ঈশ্বর-স্বর্গদূতদের হাতে সমর্পণ করেননি। 6শাস্ত্রের কোন এক জায়গায় এ সম্পর্কে বলা হয়েছে:”কে এই নশ্বর মানব?কেন ভাব তার কথা তুমি?কেন এই মানবের প্রতি তুমিএত সযত্ন সজাগ?#গীত 8:4-6
7তবু্ও তাকেই করেছ তুমিমর্যাদায় সামান্যই ছোট তোমার চেয়ে,করেছ ভূষিত তাকে গৌরব ও মহিমায়।
8তোমার সৃষ্ট সব কিছুর উপরকর্তৃত্ব দিয়েছ তাকে।
তিনি যখন সব কিছুর উপর তাঁকে কর্তৃত্ব দিয়েছেন তখন কোন কিছুই তাঁর কর্তৃত্বের বাইরে রাখেননি। এখনও আমরা সব কিছু তাঁর কর্তৃত্বাধীনে দেখতে পাচ্ছি না,#১ করি 15:27; ইফি 1:22 9তবে আমরা যীশুকে দেখেছি, যাঁকে স্বল্পকালের জন্য স্বর্গদূতদের একটু নীচে স্থান দেওয়া হয়েছিল যেন ঈশ্বরের করুণাঘন ইচ্ছানুসারে সকলের জন্য তিনি মৃত্যুবরণ করেন। এখন তিনি মৃত্যুযন্ত্রণা ভোগ করার দরুণ গৌরব ও মহিমায় ভূষিত হয়েছেন।#ফিলি 2:8-9
পরিত্রাতার আত্মদান
10যাঁর জন্য এবং যাঁর দ্বারা সব কিছু অস্তিত্ব লাভ করেছে সেই ঈশ্বর তাঁর বহু সন্তানকে গৌরবের অংশীদার করার পরিকল্পনাকে পূর্ণতা দান করার জন্য মানুষের পরিত্রাতা যীশুকে দুঃখকষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেছেন। এই-ই যথার্থ হয়েছে।#প্রেরিত 3:15; রোমীয় 8:30; 11:36; ১ করি 8:6; হিব্রু 12:2
11কারণ যিনি পবিত্র করেন এবং যারা পবিত্রীকৃত হয় তারা সকলেই একই মূল থেকে উৎপন্ন, সেইজন্যই তিনি তাদের ভ্রাতা বলে সম্বোধন করতে কুণ্ঠিত নন।#মথি 25:40; মার্ক 3:34-35; যোহন 20:17 12তিনি বলেছেনঃ “আমি গাইব তোমার নামআমার বন্ধুজনের কাছে,লোকসমাজে আমি করব তোমার স্তব।”#গীত 22:22
13তিনি আরও বলেছেনঃ “তাঁর উপরেই আমি করব নির্ভর”।আরও বলেছেনঃ “দেখ, এই আমি,আমার সঙ্গে রয়েছে সেই সন্তানেরা,ঈশ্বরর যাদের দিয়েছেন আমায়।”#যিশা 8:17-18; 12:2; ২ শমু 22:3
14সন্তানেরা একই রক্তমাংস সম্ভূত, সুতরাং তিনি নিজেও সেই রক্তমাংসের স্বভাব পরিগ্রহ করলেন যেন মৃত্যুবরণের মধ্যে দিয়ে তিনি মৃত্যুর অধিপতি শয়তানকে ধ্বংস করেন এবং#মথি 25:41; যোহন 12:31; ১ করি 15:54-56; ফিলি 2:7; ২ তিম 1:1-; প্রকা 12:10 15যারা সারাজীবন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে মৃত্যুভয়ে ভীত তাদের তিনি মুক্ত করতে পারেন। 16বস্তুতঃ স্বর্গদূতদের সম্পর্কে নয় বরং ‘অব্রাহামের বংশধরদের’ সম্বন্ধে এই সব কথা বলা হয়েছে।#যিশা 41:8-9 17সেইজন্যই সর্বতোভাবে ভ্রাতাদের সদৃশ হওয়া তাঁর পক্ষে আবশ্যক হয়এছিল যেন মানব জাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরের সমক্ষে তিনি দরদী ও বিশ্বস্ত প্রদান পুরোহিত হতে পারেন।#গীত 22:22; ফিলি 2:7 18তিনি নিজে প্রলোভনের অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন বলে যারা এখন প্রলোভনের সম্মুখীন হচ্ছে তাদের সাহায্য করতে সক্ষম।#হিব্রু 4:15; লুক 22:28
Currently Selected:
হিব্রু 2: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.