1
হিব্রু 2:18
পবিএ বাইবেল CL Bible (BSI)
তিনি নিজে প্রলোভনের অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন বলে যারা এখন প্রলোভনের সম্মুখীন হচ্ছে তাদের সাহায্য করতে সক্ষম।
Compare
Explore হিব্রু 2:18
2
হিব্রু 2:14
সন্তানেরা একই রক্তমাংস সম্ভূত, সুতরাং তিনি নিজেও সেই রক্তমাংসের স্বভাব পরিগ্রহ করলেন যেন মৃত্যুবরণের মধ্যে দিয়ে তিনি মৃত্যুর অধিপতি শয়তানকে ধ্বংস করেন এবং
Explore হিব্রু 2:14
3
হিব্রু 2:1
এই কারণে আমরা যে সত্য বিষয়গুলি শুনেছি, সেগুলি যাতে স্রোতে ভেসে না যায়, তাই আমাদের আরও বেশী মনোযোগী হওয়া উচিত।
Explore হিব্রু 2:1
4
হিব্রু 2:17
সেইজন্যই সর্বতোভাবে ভ্রাতাদের সদৃশ হওয়া তাঁর পক্ষে আবশ্যক হয়এছিল যেন মানব জাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরের সমক্ষে তিনি দরদী ও বিশ্বস্ত প্রদান পুরোহিত হতে পারেন।
Explore হিব্রু 2:17
5
হিব্রু 2:9
তবে আমরা যীশুকে দেখেছি, যাঁকে স্বল্পকালের জন্য স্বর্গদূতদের একটু নীচে স্থান দেওয়া হয়েছিল যেন ঈশ্বরের করুণাঘন ইচ্ছানুসারে সকলের জন্য তিনি মৃত্যুবরণ করেন। এখন তিনি মৃত্যুযন্ত্রণা ভোগ করার দরুণ গৌরব ও মহিমায় ভূষিত হয়েছেন।
Explore হিব্রু 2:9
Home
Bible
Plans
Videos