হিব্রু 4
4
1এইজন্যই আমাদের ভয় থাকা উচিত, কারণ তাঁর দেওয়া আশ্রয় লাভের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো সেই সুযোগ হারাতে পারে।#গীত 95:11 2কারণ আমাদের কাছে যেমন, তেমনি তাদের কাছেও সুসংবাদ প্রচারিত হয়েছিল, কিন্তু তারা যে বার্তা শুনেছিল তাতে তাদের কোন উপকার হয়নি, কারণ শ্রোতাদের অন্তরে সেই বার্তা গ্রহণ করার মত বিশ্বাস ছিল না। 3আমরা যারা বিশ্বাস করি, তারাই সেই আশ্রয়ের অধিকারী। যেমনঃ
“তখন ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম:
আমার প্রতিশ্রুত শান্তি ও বিশ্রাম থেকেএরা হবে চিরতরে বঞ্চিত।এরা প্রবেশ করতে পারবে না কখনওআমার আবাসভূমিতে।
“যদিও জগত পত্তনের পর ঈশ্বরের কর্ম সমাপ্ত হয়েছিল।#গণনা 14:21-23 4সপ্তম দিবস সম্পর্কে শাস্ত্রে লেখা আছেঃ সপ্তম দিবসে ঈশ্বর তাঁর সমস্ত কর্ম থেকে বিরত হলেন।#আদি 2:2 5অথচ এখানে তিনি বলেছেন, ‘তারা কখনও আমার প্রতিশ্রুত বিশ্রাম লাভ করতে পারবে না।’ 6একথা ঠিক যে কেউ কেউ তা লাভ করবে। কিন্তু যারা আগে শুভ সমাচার শুনেছিল তারা অবাধ্যতার জন্য এই আশ্রয় লাভ করতে পারেনি। 7ঈশ্বর তখন আর একটি দিন নির্দিষ্ট করলেন এবং বহুকাল পরে দাউদের গীতে তা প্রকাশ করলেন, “'আজই সেই দিন’ —আগেই যেমন বলা হয়েছে:'আজ’ যদি তোমরা তাঁর কথা শোন,তাহলে উদ্ধত, অবাধ্য হয়ো না।”#হিব্রু 3:7
8যিহোশূয় যদি তাদের আবাসভূমিতে নিয়ে যেতে পারতেন তাহলে ঈশ্বর পরে আর এক দিনের কথা বলতেন না।#দ্বি.বি. 31:7; যিহো 22:4 9সুতরাং এর দ্বারা এই বোঝায় যে ঈশ্বরের প্রজাদের সাব্বাথ অর্থাৎ বিশ্রাম এখনও পাওনা রয়েছে। 10কারণ ঈশ্বর যেমন নিজের কর্ম থেকে বিশ্রাম গ্রহণ করেছিলেন তেমনি যে তাঁর কাছ থেকে বিশ্রাম পেয়েছে সেও নিজের কর্ম থেকে বিশ্রাম নেবে।#প্রকা 14:13 11এস, আমরা সেই বিশ্রাম লাভের জন্য বিশেষ চেষ্টা করি, যেন ঐ ধরণের অবাধ্যতার ফলে কারও পতন না হয়।
12ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, দুই দিকে ধারালো তরবারির মত তীক্ষ্ণধার। মন, আত্মা, গ্রন্থি ও মজ্জা ভেদ করে তা হৃদয়ের চিন্তা ও অভিপ্রায়ের সূক্ষ্ম বিচার করে।#যির 23:29; যিশা 49:2; যোহন 12:48; ইফি 6:17; ১ করি 14:24-25 13সৃষ্টির কোন কিছুই তাঁর দৃষ্টির অগোচর নয়। যাঁর সম্মুখীন আমাদের হতে হবে, তাঁর দৃষ্টিতে সব কিছুই প্রকাশিত ও অনাবৃত।
যীশু সর্বশ্রেষ্ঠ প্রধান পুরোহিত
14ঈশ্বর-পুত্র যীশুকে আমরা যখন মহান প্রধান-পুরোহিতরূপে পেয়েছি, তিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তখন এস, আমরা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ়ভাবে অবলম্বন করি।#হিব্রু 3:1; 6:20; 7:26; 8:1; 9:11; 10:23 15কারণ আমাদের মহান পুরোহিত এমন নন যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি প্রকাশ করতে পারেন না, বরং তিনি আমাদের মতই সর্বপ্রকার প্রলোভনের সম্মুখীন হয়েছেন কিন্তু পাপ করেননি।#হিব্রু 2:17; 5:2; ২ করি 5:21; যিশা 53:3; ২ করি 5:21; যিশা 53:3 16সেইজন্যই এস, আমরা সাহসভরে করুণাময়ের সিংহাসনের সম্মুখে উপস্থিত হই, যেন তাঁর দয়া লাভ করি এবং সঙ্কটকালে তাঁর অনুগ্রহ লাভ করতে পারি।#১ যোহন 3:24; ইফি 3:12
Currently Selected:
হিব্রু 4: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.