YouVersion Logo
Search Icon

২ বংশাবলি 5

5
1প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের কাজ শেষ হওয়ার পর শলোমন তাঁর পিতা দাউদ যেসব সোনা-রূপোর আসবাবপত্র প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করেছিলেন, সেগুলি মন্দিরের ভাণ্ডারে এনে রাখলেন।#২ শমু 8:11; ১ বংশা 18:11
মন্দিরে চুক্তি সিন্দুক আনয়ন
(১ রাজা 8:1-9)
2এবার রাজা শলোমন ‘দাউদের নগর’ অর্থাৎ সিয়োন থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক মন্দিরে আনার জন্য ইসরায়েলের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি, গোষ্ঠীপতি ও কুলপতিদের জেরুশালেমে আমন্ত্রণ করে আনলেন।#২ শমু 6:12-15; ১ বংশা 15:25-28 3তাঁরা সকলে ‘আশ্রয় দানের উৎসবের’ সময়ে সেখানে উপস্থিত হলেন। 4তখন পুরোহিতেরা চুক্তি সিন্দুকটি তুলে 5মন্দিরে নিয়ে এলেন। লেবীয় ও পুরোহিতেরাও সেই সঙ্গে সম্মিলন শিবির এবং শিবিরের সমস্ত আসবাবপত্র মন্দিরে নিয়ে এলেন। 6রাজা শলোমন এবং সমাগত সমস্ত ইসরায়েলী প্রজা চুক্তি সিন্দুকের সামনে একত্র হয়ে অসংখ্য মেষ ও বৃষ বলিদান করল। 7তারপর পুরোহিতেরা চুক্তি সিন্দুকটি মন্দিরের ভিতরে মহাপবিত্রস্থানে করূব দুটির ডানার নীচে স্থাপন করল। 8করূব দুটির মেলে দেওয়া ডানা চুক্তি সিন্দুক ও তার বহন দণ্ড দুটি ঢেকে রাখল। 9মহাপবিত্র স্থানের সোজাসুজি দাঁড়ালে সেখান থেকে দণ্ডদুটির প্রান্তভাগ দেখা যেত কিন্তু অন্য জায়গা থেকে দেখা যেত না। বহনদণ্ড দুটি আজও সেইভাবেই আছে। 10চুক্তি সিন্দুকের মধ্যে দুটি প্রস্তর ফলক ছাড়া আর কিছুই নেই। ইসরায়েলীরা মিশর থেকে বেরিয়ে আসার পর প্রভু পরমেশ্বর সিনাই পর্বতে তাদের সঙ্গে যে চুক্তি সম্পাদন করেছিলেন, সেই চুক্তি সম্বলিত প্রস্তর ফলক মোশি সেই সিন্দুকের মধ্যে রেখেছিলেন।#দ্বি.বি. 10:5
প্রভু পরমেশ্বরের মহিমা
11-14সেখানে উপস্থিত সমস্ত পুরোহিত গোষ্ঠী বা কুল অনুযায়ী মন্দিরে নিজেদের পালা না থাকলেও নিজেদের শুচিশুদ্ধ করলেন। সমস্ত লেবীয় গায়কেরা–আসফ, হেমন ও যেদুথূন এবং তাঁদের গোষ্ঠীর সকলে সূক্ষ্ম কাপড়ে তৈরী পোষাক পরলেন। লেবীয়রা করতাল ও বীণা হাতে বেদীর পূর্বদিকে দাঁড়ালেন, তাঁদের সঙ্গে একশো কুড়ি জন পুরোহিত তূরী বাজাতে লাগলেন। তূরী, করতাল, বীণা ইত্যাদি বাদ্যযন্ত্র সহযোগে গায়কেরা একতানে প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন করতে লাগলেনঃ#১ বংশা 16:34; ২ বংশা 7:3; ইষ্রা 3:11; গীত 100:5; 106:1; 107:1; 116:1; 136:1; যির 33:11
“প্রভু পরমেশ্বরের মহিমা হোক!#যাত্রা 40:34-35
তিনি মঙ্গলময়, অসীম তাঁর প্রেম,অনন্ত তাঁর করুণা!’’
পুরোহিতেরা মন্দির থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ মন্দির মেঘে ঢেকে গেল এবং প্রভু পরমেশ্বরের মহাজ্যোতিতে মন্দির পরিপূর্ণ হল। সেই জ্যোতির প্রভায় পুরোহিতেরা সেখানে ফিরে গিয়ে আর কোন ক্রিয়াকর্ম করতে পারলেন না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in