YouVersion Logo
Search Icon

২ বংশাবলি 4

4
মন্দিরে ব্যবহার্য জিনিষপত্র
(১ রাজা 7:23-51)
1রাজা শলোমন কুড়ি হাত লম্বা, কুড়ি হাত চওড়া ও দশ হাত#4:1 পাঁচ হাত = 2:2 মিটার, দশ হাত = 4:4 মিটার; ত্রিশ হাত = 13:2 মিটার। উঁচু একটি বেদী তৈরী করালেন।#যাত্রা 27:1-2 2তারপর ব্রোঞ্জ ঢালাই করে একটি গোল জলাধার তৈরী করালেন। জলাধারটির গভীরতা ছিল পাঁচ হাত, দশ হাত ব্যাস আর তার পরিধি ছিল ত্রিশ হাত#4:2 পাঁচ হাত = 2:2 মিটার, দশ হাত = 4:4 মিটার; ত্রিশ হাত = 13:2 মিটার।3জলাধারের পরিধি ঘিরে দুই সারিতে (এক সারির উপর অপর সারি) সুন্দর কারুকার্য দিয়ে নকশা করা হল। এই নকশাগুলি ছিল ষাঁড়ের আকৃতির। জলাধারটি ঢালাই করার সময় এই ষাঁড়ের আকৃতির নকশাগুলিও একই সঙ্গে ঢালাই করা হয়েছিল। 4ব্রোঞ্জের তৈরী বারোটা ষাঁড়ের পিঠের উপরে এটি বসানো হয়েছিল। ষাঁড়গুলির মুখ ছিল বাইরের দিকে এবং তিনটি করে ষাঁড়ের মুখ ছিল এক একদিকে। 5জলাধারটি ছিল এক বিঘৎ পুরু। তাঁর কানার ভিতর দিকটা বাটির মত আর বাইরের দিকটা ছিল লিলি ফুলের পাঁপড়ির মত। জলাধারটিতে প্রায় তিন হাজার বাথ#4:5 তিন হাজার বাথ = ষাট হাজার লিটার জল ধরত। 6এইসাথে দশটা ব্রোঞ্জের গামলা তৈরী করা হল। হোমবলির পশুমাংস ধুয়ে পরিষ্কার করার কাজে ব্যবহারের জন্য মন্দিরের দক্ষিণ দিকে পাঁচটি ও উত্তর দিকে পাঁচটি গামলা রাখা হল। বড় জলাধারটি রাখা হয়েছিল পুরোহিতদের প্রক্ষালন কার্যের জন্য।#যাত্রা 30:17-21
7-8প্রচলিত নকশা অনুযায়ী দশটি সোনার পিলসুজ ও দশটি সোনার টেবিল তৈরী করা হল। মহাপবিত্র স্থানের দুদিকে পাঁচটি টেবিল ও পাঁচটি পিলসুজ সাজিয়ে রাখা হল। আরও একশো খানা সোনার গামলা তৈরী করা হল।#যাত্রা 25:23-40
9পুরোহিতদের জন্য তৈরী করা হল ভিতরের ও বাইরের প্রাঙ্গণ। এই প্রাঙ্গণগুলিতে যাবার প্রবেশদ্বারের দরজাগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দেওয়া হল। 10জলাধারটিকে বসানো হল মন্দিরের দক্ষিণ-পূর্ব কোণে।
11-16হীরাম আরও অনেক পাত্র, বেলচা, গামলা তৈরী করলেন। রাজা শলোমনের নির্দেশে ঈশ্বরের মন্দিরের জন্য তিনি যে সমস্ত কাজ শেষ করলেন এখানে তার তালিকা দেওয়া হলঃ
দুটি স্তম্ভ।
স্তম্ভের উপরে গোলাকার দুটি চূড়া।
প্রত্যেক চূড়ার উপরে নকশা করা জাল ও শিকল।
চূড়ার অলঙ্করণের জন্য চারিধারে দুই সারিতে ডালিম।
প্রত্যেক সারিতে একশো করে মোট চারশো ডালিম।
দশটি গাড়ি দশটি গামলা জলাধার
জলাধার রাখার জন্য বারোটি ব্রোঞ্জের ষাঁড়।
পাত্র, হাতা ও গামলা।
রাজা শলোমনের নির্দেশে প্রভু পরমেশ্বরের মন্দিরের জন্য উল্লিখিত
আসবাবপত্রগুলি সবই পালিশ করা ব্রোঞ্জে তৈরী করা হয়েছিল।
17সুক্কোত ও সেরেদাহ্#4:17 সেরেদাহ অথবা পারতন। 1 রাজা 7:46-এর মাঝখানে জর্ডনের উপত্যকায় ঢালাই কারখানায় রাজা শলোমন এইগুলি তৈরী করিয়েছিলেন। 18সংখ্যায় অনেক হওয়ার জন কেউ আর এগুলিকে ওজন করার প্রয়োজন মনে করে নি। সুতরাং এগুলির জন্য কত পরিমাণ ব্রোঞ্জ লেগেছিল, তা আর নির্ধারণ করা যায় নি।
19রাজা শলোমন প্রভু পরমেশ্বরের মন্দিরের জন্য সোনার আসবাবপত্র তৈরী করিয়েছিলেন। সোনার বেদী, প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক রুটি রাখার জন্য সোনার টেবিল, 20পরিকল্পনা অনুযায়ী মহাপবিত্র স্থানে রাখার জন্য খাঁটি সোনার তৈরী পিলসুজ ও প্রদীপ, 21সোনার ফুল ও চিমটে, 22বাতির শলতে কাটার কাঁচি, বাটি, চামচ ও ছাইদান। মন্দিরের মহাপবিত্র স্থানের দরজা ও মন্দিরের দরজা সোনার পাতে মুড়ে দেওয়া হয়েছিল। উল্লিখিত আসবাবপত্র ও সরঞ্জামগুলি সবই সোনা দিয়ে তৈরী করা হয়েছিল।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in