YouVersion Logo
Search Icon

১ পিতর 1

1
মঙ্গলাচরণ
1পত্রলেখক যীশু খ্রীষ্টের প্রেরিত শিষ্য পিতর, ঈশ্বরের মনোনীত জন, যারা পন্ত, গালাতীয়া, কাপ্পাদকিয়া, এশিয়া ও বিথুনিয প্রদেশের বিভিন্ন অঞ্চলে প্রবাসে আছ, তাদের সমীপে।#যাকোব 1:1 2পিতা ঈশ্বরের পূর্বপরিকল্পনা অনুযায়ী যীশু খ্রীষ্টের অনুগত এবং তাঁর রক্তে সিঞ্চিত হওযার জন্য পবিত্র আত্মা তোমাদের শুচিশুদ্ধ করেছেন। করুণা ও শান্তিতে পূর্ণ হোক তোমাদের জীবন।#রোমীয় 8:29; ১ থিষ 4:3; হিব্রু 10:22; 12:24
বিশ্বাসীর প্রত্যাশা ও আনন্দ
3ধন্য ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা। তিনি তাঁর দয়ায় মৃত্যুলোক থেকে যীশু খ্রীষ্টকে পুনরুত্থিত করে জীবন্ত এক প্রত্যাশার ভিত্তিতে আমাদের নবজন্ম দান করেছেন।#যাকোব 1:18 4তিনি দিয়েছেন অক্ষয়, অম্লান ও নিষ্কলঙ্ক এক উত্তরাধিকার যা স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে।#কল 1:5-12 5তোমরা ঈশ্বরে বিশ্বাস কর, তাই তিনি নিজ পরাক্রমে তোমাদের সেই অধিকার রক্ষা করছেন যেন তোমরা যুগান্ত কালে প্রকাশ্যে তাঁর পরিত্রাণ দেখতে পাও।#যোহন 17:11; ১ করি 2:5; গালা 3:23; ইফি 2:8
6এর জন্য তোমরা আনন্দ কর, যদিও এখন নানা পরীক্ষার সম্মুখীন হয়ে কিছুদিন তোমাদের দুঃখ পেতে হচ্ছে।#১ পিতর 5:10; রোমীয় 5:3-4; 8:18; ২ করি 4:17; যাকোব 1:2 7সোনাকে আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়। নশ্বর সোনার চেয়েও অনেক বেশী মূল্যবান তোমাদের বিশ্বাসও তেমনি অগ্নিশুদ্ধ হয়েছে যেন যীশু খ্রীষ্টের আবির্ভাব কালে তা প্রশংসা, গৌরব ও মর্যাদা লাভ করতে পারে।#হিতো 17:3; ইয়োব 23:10; সখ 13:9; রোমীয় 2:7-10; যাকোব 1:3; প্রকা 3:18 8তোমরা তাঁকে না দেখেও ভালবেসেছ, না দেখা সত্ত্বেও এখনি তাঁকে বিশ্বাস করে অনির্বচনীয় পরম আনন্দ উপভোগ করছ#যোহন 20:29; ২ করি 5:7; হিব্রু 11:27; ১ যোহন 4:20 9এবং মুক্ত জীবন লাভ করে তোমরা সেই বিশ্বাসের লক্ষ্যে পৌঁছাতে পেরেছ।#যোহন 6:22
10তোমরা যে অনুগ্রহ লাভ করেছ তার সম্পর্কে যে নবীরা ভাবোক্তি করে গেছেন, তাঁরাও বহু অন্বেষণের পর এই পরিত্রাণের আভাস পেয়েছেন।#মথি 13:17; লুক 10:24; ২ পিতর 1:19 11তাঁদের হৃদিস্থিত খ্রীষ্টের আত্মা যখন তাঁদের কাছে খ্রীষ্টের দুঃখবরণ ও পরবর্তী কালের মহিমার কথা প্রকাশ করেছিলেন তখন কোন সময় এবং কি পরিস্থিতিতে তা ঘটবে সে বিষয়েও তাঁরা অনুসন্ধান করেছিলেন।#লুক 24:26-27; যোহন 5:39; প্রেরিত 3:18; যিশা 52:13; 53:12 12তাঁদের কাছে এ কথা প্রকাশিত হয়েছিল যে তাঁরা যেসব কথা প্রচার করেছিলেন তা তাঁদের কালে নয় কিন্তু তোমাদের যুগে ফলবে। এখন সেই সমস্ত বিষয় স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার প্রেরণায় সুসমাচার প্রচারকেরা তোমাদের কাছে ঘোষণা করছেন। স্বর্গদূতেরাও এই সমস্ত বিষয়ে কৌতূহলী।#লুক 2:13; ইফি 3:10
শুদ্ধ জীবন যাপনে আহ্বান
13সুতরাং তোমরা সচেতন হও, মনকে সংযত কর এবং যীশু খ্রীষ্টের আবির্ভাবকালে যে অনুগ্রহ তোমরা লাভ করবে তার উপর পূর্ণ আস্থা রাখ।#লুক 13:35; ইফি 6:14 14তোমরা বাধ্য সন্তান হও, আগে অজ্ঞতাবশত নিজেদের বাসনা অনুযায়ী যেমন চলতে তেমনভাবে আর জীবন যাপন করো না,#রোমীয় 12:2; ইফি 2:3; 4:17-18 15বরং যিনি তোমাদের আহ্বান করেছেন তিনি যেমন পবিত্র, তোমাদের জীবনাচরণও তেমনি পবিত্র কর। 16কারণ শাস্ত্রের বাণী এই: তোমরাও পবিত্র হও, কারণ আমি পবিত্র।#লেবীয় 11:44; 19:2; 20:7; ১ থিষ 4:3
17যিনি নিরপেক্ষভাবে প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করেন, তাঁকে যদি তোমরা ‘পিতা’ বলে সম্বোধন কর, তাহলে তাঁর প্রতি সম্ভ্রম অক্ষুণ্ণ রেখে এই প্রবাসজীবন যাপন কর।#যির 3:19; মালা 1:6; মথি 6:9; রোমীয় 2:11 18তোমরা জান যে পরম্পরাগত অসার রীতিনীতি ও সংস্কারের বন্ধন থেকে সোনা বা রূপোর মত কোন নশ্বর বস্তুর বিনিময়ে তোমরা মুক্ত হওনি,#যিশা 52:3; ১ করি 6:20; 7:23; তীত 2:14; ২ পিতর 2:1; প্রকা 1:5 19নিখুঁত ও নিষ্কলঙ্ক মেষরূপী খ্রীষ্টের অমূল্য রক্তেই অর্জিত হয়েছে তোমাদের মুক্তি।#যাত্রা 12:5; যিশা 53:7; প্রেরিত 20:28; হিব্রু 9:14; প্রকা 13:8 20বিশ্বসৃষ্টির পূর্বেই তিনি এর জন্য নির্দিষ্ট হয়েছিলেন, কিন্তু এই যুগান্তকালে তিনি তোমাদের জন্যই প্রকাশিত হয়েছেন,#রোমীয় 16:25-26 21তাঁর জন্যই তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ, ঈশ্বর মৃত্যুলোক থেকে তাঁকে পুনরুজ্জীবিত করে মহিমান্বিত করেছেন যেন তোমরা তোমাদের বিশ্বাস ও আস্থা ঈশ্বরেই স্থাপন করতে পার।#রোমীয় 4:24; 10:9; হিব্রু 2:9; ১ পিতর 4:8; রোমীয় 12:9; ১ যোহন 5:1
22সত্যের অনুসরণ করে তোমাদের চিত্তশুদ্ধি হয়েছে, সুতরাং তোমাদের ভ্রাতৃপ্রেম হোক অকপট, অন্তর থেকে উৎসারিত প্রেমে তোমরা পরস্পরকে একাগ্রভাবে ভালবাস। 23নশ্বর কোন বীজ থেকে নয়, কিন্তু ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্‌রূপী অবিনশ্বর বীজ থেকে তোমরা নবজন্ম লাভ করেছ।#যোহন 1:13; হিব্রু 4:12; যাকোব 1:18 24কারণ,
“জীবমাত্রই তৃণ সদৃশ,
তৃণফুলের মতই তার যত শোভা,
অচিরে তৃণ শুকায়,ঝরে যায় তার ফুল,#যিশা 40:6-7; যাকোব 1:10-11
25কিন্তু প্রভুর বাক্যই থাকে চিরকাল।”
আর এই বাক্য হচ্ছে সুসমাচার যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে।#যিশা 40:8-9

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in