1
১ পিতর 1:3-4
পবিএ বাইবেল CL Bible (BSI)
ধন্য ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা। তিনি তাঁর দয়ায় মৃত্যুলোক থেকে যীশু খ্রীষ্টকে পুনরুত্থিত করে জীবন্ত এক প্রত্যাশার ভিত্তিতে আমাদের নবজন্ম দান করেছেন। তিনি দিয়েছেন অক্ষয়, অম্লান ও নিষ্কলঙ্ক এক উত্তরাধিকার যা স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে।
Compare
Explore ১ পিতর 1:3-4
2
১ পিতর 1:6-7
এর জন্য তোমরা আনন্দ কর, যদিও এখন নানা পরীক্ষার সম্মুখীন হয়ে কিছুদিন তোমাদের দুঃখ পেতে হচ্ছে। সোনাকে আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়। নশ্বর সোনার চেয়েও অনেক বেশী মূল্যবান তোমাদের বিশ্বাসও তেমনি অগ্নিশুদ্ধ হয়েছে যেন যীশু খ্রীষ্টের আবির্ভাব কালে তা প্রশংসা, গৌরব ও মর্যাদা লাভ করতে পারে।
Explore ১ পিতর 1:6-7
3
১ পিতর 1:15-16
বরং যিনি তোমাদের আহ্বান করেছেন তিনি যেমন পবিত্র, তোমাদের জীবনাচরণও তেমনি পবিত্র কর। কারণ শাস্ত্রের বাণী এই: তোমরাও পবিত্র হও, কারণ আমি পবিত্র।
Explore ১ পিতর 1:15-16
4
১ পিতর 1:14
তোমরা বাধ্য সন্তান হও, আগে অজ্ঞতাবশত নিজেদের বাসনা অনুযায়ী যেমন চলতে তেমনভাবে আর জীবন যাপন করো না
Explore ১ পিতর 1:14
5
১ পিতর 1:13
সুতরাং তোমরা সচেতন হও, মনকে সংযত কর এবং যীশু খ্রীষ্টের আবির্ভাবকালে যে অনুগ্রহ তোমরা লাভ করবে তার উপর পূর্ণ আস্থা রাখ।
Explore ১ পিতর 1:13
6
১ পিতর 1:24-25
কারণ, “জীবমাত্রই তৃণ সদৃশ, তৃণফুলের মতই তার যত শোভা, অচিরে তৃণ শুকায়,ঝরে যায় তার ফুল, কিন্তু প্রভুর বাক্যই থাকে চিরকাল।” আর এই বাক্য হচ্ছে সুসমাচার যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে।
Explore ১ পিতর 1:24-25
Home
Bible
Plans
Videos