YouVersion Logo
Search Icon

১ পিতর 2

2
1তোমরা সর্বপ্রকার হিংসা, ছলনা, কপটতা, ঈর্ষা ও পরনিন্দা পরিহার কর।#ইফি 4:22,25-31; কল 3:8 2নবজাত শিশুর মত তোমরাও বিশুদ্ধ পারমার্থিক দুগ্ধের জন্য তৃষিত হও। এতেই তোমরা পুষ্টিলাভ করে পরিত্রাণ পাবে।#১ করি 3:2; হিব্রু 5:12-13; মথি 18:3 3তোমরা অবশ্যই প্রভুর করুণার স্বাদ পেয়েছ।#কল 3:8; যাকোব 1:21; গীত 34:8; হিব্রু 6:5
খ্রীষ্টই মণ্ডলীর ভিত্তি
4তোমরা সেই জীবন্ত শিলার কাছে এস, যা মানুষের কাছে উপেক্ষিত কিন্তু ঈশ্বরের মনোনীত ও তাঁর দৃষ্টিতে মহামূল্যবান।#গীত 118:22; যিশা 28:16; মথি 21:42; প্রেরিত 4:11; ১ করি 3:11 5তাঁর কাছে এসে তোমরাও জীবন্ত শিলা হয়ে আধ্যাত্মিক মন্দির গঠনের কাজে নিজেদের নিবেদন কর, যেখানে তোমরা পবিত্র পৌরোহিত্যের ব্রত গ্রহণ করে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করবে।#ইফি 2:20-22; 4:12; রোমীয় 12:1 6এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে:
‘দেখ, আমি সিয়োনে কোণের ভিত্তিপ্রস্তররূপে স্থাপন করেছি
আমার মনোনীতএক মহামূল্য শিলাখণ্ড,
তার উপর যে ভরসা রাখেনিরাশ হবে না সে, হবে না হতমান।’#যিশা 28:16; রোমীয় 9:33
7তোমরা যারা বিশ্বাসী তাদের কাছে এ শিলা মহামূল্যবান,
কিন্তু অবিশ্বাসীদের ক্ষেত্রে সেটি হলঃ
‘স্থপতিরা যে শিলা অগ্রাহ্য করলতা-ই হয়ে উঠল কোণের প্রধান ভিত্তি প্রস্তর’।#গীত 118:22; মথি 21:42; প্রেরিত 4:11
8এ এমন এক প্রস্তর যাতে লোকে উছোট খাবে, পতন হবে তার।
ঈশ্বরের আদেশ অমান্য করার জন্যই পতন হয়,
এই হয় তার ঈশ্বর নির্ধারিত পরিণাম।#যিশা 8:14; রোমীয় 9:32
9কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক শ্রেণী, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা। তিনিই তোমাদের অন্ধকার থেকে তাঁর বিস্ময়কর জ্যোতির মাঝে আহ্বান করে এনেছেন যেন তোমরা তাঁর গুণগান করতে পার।#যাত্রা 19:6; যিশা 43:20-21; প্রেরিত 26:18; ২ করি 4:6; ইফি 5:8; ফিলি 2:15; কল 3:12; তীত 2:14; প্রকা 1:6 10এককালে তোমাদের কোন পরিচয় ছিল না কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ, এক সময়ে তাঁর দয়ার কথা তোমরা জানতে না কিন্তু এখন তাঁর দয়ার অধিকারী হয়েছ।#হোশেয় 1:6,9-10; 2:1-23; রোমীয় 9:25
ঈশ্বরের নিজস্ব প্রজা
11প্রিয় বন্ধুগণ, এ জগতে তোমরা নিজেদের পরবাসে ভিন্‌দেশী মনে করে আত্মহানিকর জৈব কামনা-বাসনা থেকে দূরে থাক।#গীত 39:12; রোমীয় 7:23; 13:14; গালা 5:17-24; ইফি 2:19; হিব্রু 11:13; যাকোব 4:1 12অন্যান্যদের দৃষ্টিতেও তোমাদের আচরণ হোক উত্তম। তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, তাহলেও তারা তোমাদের সৎকর্মের মর্ম বুঝে আগমনের দিনে ঈশ্বরের প্রশস্তি করবে।#যিশা 10:3; মথি 5:16; যাকোব 3:13; ১ পিতর 2:15; 3:16
প্রশাসকদের প্রতি কর্তব্য
13প্রভুর মুখ চেয়ে তোমরা মানুষের গড়া আইনকানুন মেনে চল।#রোমীয় 13:1-7; তীত 3:1 14কিম্বা তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যে প্রশাসকদের নিয়োগ করেছেন, তাঁদের অনুগত হও। 15কারণ ঈশ্বরের ইচ্ছা এই যে ন্যায়সঙ্গত আচরণের দ্বারাই তোমরা নির্বোধ ও অজ্ঞ লোকদের সমালোচনা স্তব্ধ করে দেব।#১ পিতর 2:12; 3:16; তীত 2:8 16তোমরা স্বাধীন কিন্তু এই স্বাধীনতাকে তোমরা দুষ্কর্মের আড়ালরূপে ব্যবহার করো না, বরং ঈশ্বরের দাসের মতন জীবন যাপন কর।#গালা 5:13 17সকলকে শ্রদ্ধা কর, ভ্রাতৃসঙ্ঘকে ভালবাস, ঈশ্বরকে সম্ভ্রম কর এবং সম্রাটকে মান্য কর।#রোমীয় 12:10; হিতো 24:21; মথি 22:21
18সেবকেরা, তোমরা মনিবদের কর্তৃত্ব মাথা পেতে নাও, কেবল সজ্জন ও ভদ্রদের নয়, কিন্তু অত্যাচারী মনিবদেরও বাধ্য হও।#ইফি 6:5; কল 3:22; ১ তিম 6:1; তীত 2:9 19কারণ ঈশ্বরকে স্মরণ করে কেউ যদি অন্যায় অত্যাচার সহ্য করে, তবে তার পক্ষে তা প্রশংসনীয় 20অন্যায় করে যদি মার খাও তবে সেই আঘাত সহ্য করায় কিসের কৃতিত্ব? বরং ভাল কাজের জন্য যদি দুঃখ পাও এবং তা মেনে নাও, তবে তা-ই হবে ঈশ্বরের কাছে সন্তোষজনক।#যিশা 53:9; যোহন 8:46; ২ করি 5:21; হিব্রু 4:15; ১ যোহন 3:5 21এই উদ্দেশ্যেই তোমাদের আহ্বান করা হয়েছে, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য দুঃখ বরণ করে তোমাদের সম্মুখে এক আদর্শ স্থাপন করে গেছেন যেন তোমরাও তাঁর পদাঙ্ক অনুসরণ কর। 22তিনি পাপ করেননি, তাঁর মুখে ছিল না কোন ছল। 23তিনি বিদ্রূপের প্রতিবাদে বিদ্রূপ করেননি, নির্যাতিত হয়েও কোন কটূ বাক্য উচ্চারণ করেননি, কিন্তু ন্যায়বিচারক ঈশ্বরের হাতে বিচারের ভার অর্পণ করেছেন। 24আমাদের পাপরাশি তিনি নিজের দেহে গ্রহণ করে ক্রুশবিদ্ধ হলেন, যেন আমরা পাপময় জীবনের মৃত্যু ঘটিয়ে ধর্মনিষ্ঠ জীবনে উত্তীর্ণ হই। তাঁর মৃত্যু আমাদের এনে দিয়েছে পরিত্রাণ*। 25তোমরা ছিল পথভ্রান্ত মেষের মত, কিন্তু যিনি আমাদের জীবনের রক্ষক ও প্রতিপালক, সেই মেষপালকের কাছে এখন তোমরা ফিরে এসেছ।#যিশা 53:9; যোহন 8:46; ২ করি 5:21; হিব্রু 4:15; ১ যোহন 3:5

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in