YouVersion 標誌
搜尋圖標

প্রেরিত 3

3
এক জন্মখঞ্জের সুস্থতালাভ
1একদিন পিতর আর যোহন বেলা তিনটের বৈকালিক প্রার্থনার সময় মন্দিরে যাচ্ছিলেন। 2সেই সময় কয়েকজন লোক একটি জন্মখঞ্জ লোককে বয়ে নিয়ে আসছিল। মন্দিরের ‘সুন্দর তোরণ’ নামে তোরণটির পাশে তাকে তারা প্রতিদিন বসিয়ে রেখে যেত মন্দিরের যাত্রীদেরে কাছে ভিক্ষা চাইবার জন্য। 3পিতর আর যোহনকে মন্দিরের দিকে যেতে দেখে সে তাঁদের কাছে ভিক্ষা চাইল। 4তাঁরা দুজনে তখন তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। পিতর তাকে বললেন, আমাদের দিকে তাকাও। 5সে ভাবল এঁদের কাছে কিছু পাওয়া যাবে। তাই সে তখন কিছু পাবার আশায় তাঁদের দিকে চেয়ে রইল। 6পিতর তাকে বললেন, সোনা-রূপো আমার কিছুই নেই, কিন্তু আমার যা আছে, তাই তোমাকে দিচ্ছি। নাসরত নিবাসী যীশু খ্রীষ্টের নামে তুমি হেঁটে বেড়াও।#প্রেরিত 3:16 7এই বলে তিনি তার ডান হাত ধরে তুলে দাঁড় করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার গোড়ালি আর পাপ সবল হয়ে উঠল। 8সে তখন লাফিয়ে লাফিয়ে হাঁটতে লাগল। তারপর নাচতে নাচতে, লাফাতে লাফাতে ঈশ্বরের স্তুতিতে মুখর হয়ে তাঁদের সঙ্গে মন্দিরের ভিতরে গেল।#লুক 17:18; যিশা 35:6 9সমস্ত লোক তাকে ঈশ্বরের স্তুতি করতে ও ঘুরে বেড়াতে দেখল। 10তাকে দেখে সবাই চিনল যে, সে-ই ‘সুন্দর তোরণের’ পাসে বসে তাকা খঞ্জ ভিক্ষুক। এই ঘটনায় সকলে বিস্ময়ে অভিভূত হয়ে গেল।
মন্দিরে পিতরের ভাষণ
11পিতর আর যোহনের সঙ্গে সেই লোকটিকে ঘনিষ্ঠভাবে শলোমনের বারান্দায় ঘুরতে দেখে সমস্ত লোক অবাক হয়ে গেল। তাঁদের কাছে একসঙ্গে দৌড়ে এল তারা।#প্রেরিত 5:12 12তাই দেখে পিতর সকলকে সম্বোধন করে বললেন, হে ইসরায়েলী জনগণ, এতে কেন তোমরা এত অবাক হচ্ছ? কেনই বা তোমরা আমাদের দিকে এমন করে চেয়ে আছ, যেন আমরা নিজেদের শক্তিতে অথবা নিজস্ব পুণ্যে একে হাঁটবার শক্তি দিয়েছি?#২ করি 3:5 13‘অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর’ আমাদের পূর্বপুরুষের ঈশ্বর তাঁর সেবক যীশুকে মহিমান্বিত করেছেন। সেই যীশুকে তোমরা শত্রুর হাতে সমর্পণ করলে এবং পীলাতের সাক্ষাতে তাঁকে অস্বীকার করলে।#যাত্রা 3:6; প্রেরিত 4:10; 5:30; লুক 23:20-21; যিশা 52:13; 53:11; প্রেরিত 2:23 14তিনি ছিলেন পবিত্র ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, পীলাত যখন তাঁকে মুক্তি দিতে চেয়েছিলেন তখনও তোমরা তাঁকে প্রত্যাখ্যান করলে। তাঁর বদলে একজন নরঘাতকের মুক্তি চেয়ে নিলে তোমরা।#মথি 27:20-21; প্রেরিত 7:52; 22:14 15আর হত্যা করলে এমন ব্যক্তিকে, যিনি উন্মুক্ত করেছেন জীবনের পথ। কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন, আমরা তার সাক্ষী।#প্রেরিত 4:10; 5:31; হিব্রু 2:10; 12:2 16এই যে লোকটিকে তোমরা দেখতে পাচ্ছ, একে তোমরা সকলেই চেন। যীশুর নামে বিশ্বাস করেই এ সবল হয়েছে এবং তোমাদের সকলের সামনে এই বিশ্বাসই তাকে সুস্থ করেছে।
17বন্ধুগণ, আমি জানি, তোমরা ও তোমাদের নেতৃবৃন্দও অজ্ঞতাবশতঃ প্রভু যীশুর প্রতি এই কাজ করেছ।#লুক 23:34; ২ তিম 1:13 18কিন্তু নবীদের মুখ দিয়ে ঈশ্বর তাঁর অভিষিক্ত পুরুষ খ্রীষ্টের দুঃখবরণের যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এইভাবেই তিনি তা সফল করেছেন।#লুক 24:27-46; ১ পিতর 1:11 19সুতরাং অনুতপ্ত হও, ফিরে এস ঈশ্বরের কাছে, যাতে তিনি তোমাদের পাপ মার্জনা করতে পারেন। তাহলে প্রভু তোমাদের ফিরে আসার সুযোগ দেবেন,#প্রেরিত 2:38 20এবং তোমাদের জন্য পূর্বনিরূপিত মশীহকে অর্থাৎ যীশুকে তিনি ইতিমধ্যেই পাঠিয়ে দেবেন। 21বহু যুগ আগে ঈশ্বর তাঁর পবিত্র নবীদের মাধ্যমে সমগ্র বিশ্বের মুক্তি সম্পর্কে যে সমস্ত ভবিষ্যদ্বাণী করেছিলেন সেইগুলি পূর্ণ না হওয়া পর্যন্ত যীশু স্বর্গে থাকবেন। 22মোশি বলেছিলেন, প্রভু পরমেশ্বর আমারই মত একজন প্রবক্তা নবীকে তোমাদের কাছে পাঠাবেন। তোমাদের ভ্রাতৃগণের মধ্যে থেকেই তাঁর উদ্ভব হবে। তিনি তোমাদের যা কিছু বলবেন, সব তোমরা শুনবে।#দ্বি.বি. 18:15; প্রেরিত 7:37 23যদি কেউ সেই প্রবক্তা নবীর কথা না শোনে, তাহলে সে ইসরায়েল জাতির মধ্যে থেকে উচ্ছিন্ন হবে।’#লেবীয় 23:29 24শমুয়েল থেকে আরম্ভ করে তাঁর পরবর্তী নবীরা সকলেই একবাক্যে আজকের দিনের কথাই ভবিষ্যদ্বাণী করে গেছেন। 25তোমরা নবীদের উত্তরাধিকারী সন্তান। নবীদের মাধ্যমে ঈশ্বরের উচ্চারিত অঙ্গীকার তোমাদেরই জন্য এবং তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপিত ঈশ্বরের নূতন সন্ধি-চুক্তির তোমরাও অংশীদার। তিনি অব্রাহামকে বলেছিলেন, ‘তোমার বংশধরের মাধ্যমে পৃথিবীর সমগ্র মানব জাতিকে আমি আশীর্বাদ করব।’#আদি 12:3; 18:18; 22:18; গালা 3:8 26অধর্মের পথ থেকে তোমাদের প্রত্যেককে ফিরিয়ে এনে আশীর্বাদ করার জন্য ঈশ্বর তাঁর সেবককে মনোনীত করে সর্বাগ্রে তোমাদের কাছেই পাঠিয়েছিলেন।#প্রেরিত 13:46

醒目顯示

分享

複製

None

想在你所有裝置上儲存你的醒目顯示?註冊帳戶或登入