1
প্রেরিত 3:19
পবিএ বাইবেল CL Bible (BSI)
সুতরাং অনুতপ্ত হও, ফিরে এস ঈশ্বরের কাছে, যাতে তিনি তোমাদের পাপ মার্জনা করতে পারেন। তাহলে প্রভু তোমাদের ফিরে আসার সুযোগ দেবেন
對照
প্রেরিত 3:19 探索
2
প্রেরিত 3:6
পিতর তাকে বললেন, সোনা-রূপো আমার কিছুই নেই, কিন্তু আমার যা আছে, তাই তোমাকে দিচ্ছি। নাসরত নিবাসী যীশু খ্রীষ্টের নামে তুমি হেঁটে বেড়াও।
প্রেরিত 3:6 探索
3
প্রেরিত 3:7-8
এই বলে তিনি তার ডান হাত ধরে তুলে দাঁড় করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার গোড়ালি আর পাপ সবল হয়ে উঠল। সে তখন লাফিয়ে লাফিয়ে হাঁটতে লাগল। তারপর নাচতে নাচতে, লাফাতে লাফাতে ঈশ্বরের স্তুতিতে মুখর হয়ে তাঁদের সঙ্গে মন্দিরের ভিতরে গেল।
প্রেরিত 3:7-8 探索
4
প্রেরিত 3:16
এই যে লোকটিকে তোমরা দেখতে পাচ্ছ, একে তোমরা সকলেই চেন। যীশুর নামে বিশ্বাস করেই এ সবল হয়েছে এবং তোমাদের সকলের সামনে এই বিশ্বাসই তাকে সুস্থ করেছে।
প্রেরিত 3:16 探索
主頁
聖經
計劃
影片