1
প্রেরিত 2:38
পবিএ বাইবেল CL Bible (BSI)
পিতর তাদের বললেন, তেআমরা প্রত্যেকে পাপের পথ ত্যাগ কর এবং যীশু খ্রীষ্টের নামে বাপ্তিষ্ম গ্রহণ কর। তাহলে তোমরা পাপের ক্ষমা পাবে ও ঈশ্বরের দানস্বরূপ পবিত্র আত্মা লাভ করবে।
對照
প্রেরিত 2:38 探索
2
প্রেরিত 2:42
তারা সকলে সর্বদা শিষ্যদের কাছে শিক্ষা গ্রহণ করতে লাগল এবং তংআদের যৌথ জীবনের অংশীদার হয়ে তাঁদের সহ্গে আহারাদি ও উপাসনায় অংশগ্রহণ করতে লাগল।
প্রেরিত 2:42 探索
3
প্রেরিত 2:4
তাঁরা সকলে পবিত্র আত্মায় আবিষ্ট হলেন এবং পবিত্র আত্মার দেওয়া বাক্শক্তি অনুসারে বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন।
প্রেরিত 2:4 探索
4
প্রেরিত 2:2-4
হঠাৎ প্রচণ্ড ঝড়ের আওয়াজ উঠল আকাশে এবং যে ঘরে তাঁরা বসেছিলেন সেই ঘরটি শব্দে মুখরিত হল। সঙ্গে সঙ্গে তাঁরা দেখতে পেলেন, জিহ্বার মত অগ্নিশিখা ছড়িয়ে গিয়ে প্রত্যেকের মাথায় অধিষ্ঠান করতে লাগল। তাঁরা সকলে পবিত্র আত্মায় আবিষ্ট হলেন এবং পবিত্র আত্মার দেওয়া বাক্শক্তি অনুসারে বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন।
প্রেরিত 2:2-4 探索
5
প্রেরিত 2:46-47
প্রতিদিন তাঁরা একেসঙ্গে মন্দিরে যেতেন এবং বাড়িতে তাঁরা ভক্তিবিনম্র চিত্তে সন্তোষ সহকারে একসঙ্গে আহার্য গ্রহণ করতেন। ঈশ্বরের স্তবস্তুতিতেই সময় অতিবাহিত হত তাঁদের। সকলের প্রীতিভাজন হতে পেরেছিলেন তাঁরা। প্রতিদিন ঈশ্বর কর্তৃক উদ্ধারপ্রাপ্ত লোকেরা তাঁদের সঙ্গে যোগ দিতে থাকায় দিনদিন তাঁদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল।
প্রেরিত 2:46-47 探索
6
প্রেরিত 2:17
‘ঈশ্বর ঘোষণা করেছেন, অন্তিম কালে ঘটবে এসব ঘটনা –আমার আত্মা আমি সমস্ত মানুষের মধ্যে সেচন করব,এবং তোমাদের পুত্র কন্যারা ভবিষ্যদ্বাণী বলবে,তোমাদের যুবকেরা লাভ করবে অলৌকিক দর্শন এবং প্রবীণেরা দেখবে স্বপ্ন।
প্রেরিত 2:17 探索
7
প্রেরিত 2:44-45
খ্রীষ্ট বিশ্বাসীরা সকলে একসঙ্গে থাকতেন এবং একই ভাণ্ডার থেকে তাঁদের প্রয়োজন পূর্ণ করা হত। নিজেদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রী করে বিক্রযলব্ধ অর্থ থেকে যার যা প্রয়োজন, সব মিটাতেন।
প্রেরিত 2:44-45 探索
8
প্রেরিত 2:21
তখন, যে ডাকবে প্রভুর নামে, সে-ই পাবে উদ্ধার।’
প্রেরিত 2:21 探索
9
প্রেরিত 2:20
প্রভুর সেই মহান গৌরবোজ্জ্বল দিনটি আসার আগে আঁধারে ঢেকে যাবে সূর্য, রক্তবর্ণ ধারণ করবে চন্দ্র।
প্রেরিত 2:20 探索
主頁
聖經
計劃
影片