প্রেরিত 2:2-4
প্রেরিত 2:2-4 BENGALCL-BSI
হঠাৎ প্রচণ্ড ঝড়ের আওয়াজ উঠল আকাশে এবং যে ঘরে তাঁরা বসেছিলেন সেই ঘরটি শব্দে মুখরিত হল। সঙ্গে সঙ্গে তাঁরা দেখতে পেলেন, জিহ্বার মত অগ্নিশিখা ছড়িয়ে গিয়ে প্রত্যেকের মাথায় অধিষ্ঠান করতে লাগল। তাঁরা সকলে পবিত্র আত্মায় আবিষ্ট হলেন এবং পবিত্র আত্মার দেওয়া বাক্শক্তি অনুসারে বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন।