BibleProject | আগমনী ভাবনাSample
আগাপে ভালোবাসা কোনো অনুভূতি নয়, যা মানুষের মনে জেগে উঠে। ভালোবাসা হল একটি কাজ। এটি অন্যের মঙ্গলার্থে কাজ করার সিদ্ধান্ত,যা মানুষ সচেতনভাবে নিয়ে থাকে। প্রেরিত পৌল তাঁর একটি চিঠিতে লিখেছিলেন, আত্মিক জ্ঞান বা বিশেষ ক্ষমতা বা দক্ষতা থাকার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ভালোবাসা আর সেটা ছাড়া কোনো কিছুরই কোনো মূল্য বা মানে নেই। এরপর পৌল বর্ণনা করেন, কীভাবে একজন ব্যক্তি এই ভালোবাসার সাহায্যে চিন্তা করে ও ব্যবহার করে।
পড়ুন:
১ করিন্থীয় ১৩:১-৭
চিন্তা করুন:
১ করিন্থীয় ১৩:৪-৭ পদটি একটি কাগজে লিখুন। নিজের হাতে পদটি লেখার সময় কোন কোন শব্দ বা বাক্যাংশ আপনার কাছে অন্যরকম মনে হয়েছে?
ভালোবাসার কোন দিকগুলোতে আপনার আরো বেশি বৃদ্ধি লাভ করতে হবে? বিষয়টি ঈশ্বরকে বলুন ও তাঁর সাহায্য চান।
পৌল ভালোবাসার যে সংজ্ঞা দিয়েছেন তা ব্যবহার করে এই বিষয়টি বিবেচনা করে দেখুন, যে যীশু আপনাকে কতটা ভালোবেসেছেন। যেমন ধরুন, যীশু আপনার প্রতি কীভাবে ধৈর্যশীল, দয়ালু, নম্র ও স্বার্থহীন আচরণ করেছেন?
ঈশ্বর যে তাকে ভালোবাসেন এই কথাটি কাকে মনে করিয়ে দেওয়া দরকার? এই সপ্তাহে আপনার মধ্য দিয়ে যীশু কীভাবে তাঁর ভালোবাসা প্রকাশ করতে চান? সময় নিন আর বিষয়টি নিয়ে প্রার্থনা করুন। প্রার্থনা করার সময় যেসব বিষয় আপনার মনে আসবে সেগুলো লিখে রাখুন এবং এই সপ্তাহে স্বক্রিয়ভাবে তাঁর ভালোবাসাকে অন্যদের সাথে ভাগ করে নেবার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।
Scripture
About this Plan
বাইবেল প্রজেক্ট এই আগমনী চিন্তা গুলো তৈরি করেছে যাতে ব্যক্তিবর্গ, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়, ও তারা যীশুর আগমন উদযাপন করতে পারে। এই চার সপ্তাহের পরিকল্পনায় রয়েছে, অ্যানিমেশন ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তামূলক প্রশ্ন, যাতে অংশগ্রহণকারীদের আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা, এই চার শব্দের বাইবেলীয় অর্থ বিশ্লেষণ করতে সাহায্য করা যায়। এই চারটি গুণাবলী কীভাবে যীশুর মাধ্যমে এই পৃথিবীতে এসেছে তা আবিষ্কার করতে এই অধ্যয়ন পরিকল্পনাটি বেছে নিন।
More