1
যোহনলিখিত সুসমাচার 11:25-26
পবিত্র বাইবেল
যীশু মার্থাকে বললেন, “আমিই পুনরুত্থান, আমিই জীবন। যে কেউ আমাকে বিশ্বাস করে, সে মরবার পর জীবন ফিরে পাবে। যে কেউ জীবিত আছে ও আমায় বিশ্বাস করে, সে কখনও মরবে না। তুমি কি একথা বিশ্বাস কর?”
Porównaj
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 11:25-26
2
যোহনলিখিত সুসমাচার 11:40
যীশু তাঁকে বললেন, “আমি কি তোমায় বলিনি, যদি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে?”
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 11:40
3
যোহনলিখিত সুসমাচার 11:35
যীশু কেঁদে ফেললেন।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 11:35
4
যোহনলিখিত সুসমাচার 11:4
যীশু একথা শুনে বললেন, “এই রোগে তার মৃত্যু হবে না; কিন্তু তা ঈশ্বরের মহিমার জন্যই হবে, যেন ঈশ্বরের পুত্র মহিমান্বিত হন।”
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 11:4
5
যোহনলিখিত সুসমাচার 11:43-44
এই কথা বলার পর যীশু জোর গলায় ডাকলেন, “লাসার বেরিয়ে এস!” মৃত লাসার সেই কবর থেকে বাইরে এল। তার হাত-পা টুকরো কাপড় দিয়ে তখনও বাঁধা ছিল আর তার মুখের ওপর একখানা কাপড় জড়ানো ছিল। যীশু তখন তাদের বললেন, “বাঁধন খুলে দাও এবং ওকে যেতে দাও।”
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 11:43-44
6
যোহনলিখিত সুসমাচার 11:38
এরপর যীশু আবার অন্তরে বিচলিত হয়ে উঠলেন। লাসারকে যেখানে রাখা হয়েছিল, যীশু সেই কবরের কাছে গেলেন। কবরটি ছিল একটা গুহা, যার প্রবেশ পথ একটা পাথর দিয়ে ঢাকা ছিল।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 11:38
7
যোহনলিখিত সুসমাচার 11:11
তিনি একথা বলার পর তাদের আবার বললেন, “আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে; কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি।”
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 11:11
Strona główna
Biblia
Plany
Nagrania wideo