1
যোহনলিখিত সুসমাচার 10:10
পবিত্র বাইবেল
চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে। আমি এসেছি, যাতে লোকেরা জীবন লাভ করে, আর যেন তা পরিপূর্ণ ভাবেই লাভ করে।”
Porównaj
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:10
2
যোহনলিখিত সুসমাচার 10:11
“আমিই উত্তম মেষপালক। উত্তম পালক মেষদের জন্য তার জীবন সমর্পণ করে।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:11
3
যোহনলিখিত সুসমাচার 10:27
আমার মেষরা আমার কন্ঠস্বর শোনে। আমি তাদের জানি, আর তারা আমার অনুসরণ করে।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:27
4
যোহনলিখিত সুসমাচার 10:28
আমি তাদের অনন্ত জীবন দিই, আর তারা কখনও বিনষ্ট হয় না, আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতেও পারবে না।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:28
5
যোহনলিখিত সুসমাচার 10:9
আমিই দরজা। যদি কেউ আমার মধ্য দিয়ে ঢোকে তবে সে রক্ষা পাবে। সে ভেতরে আসবে এবং বাইরে গেলে তার চারণভূমি পাবে।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:9
6
যোহনলিখিত সুসমাচার 10:14-15
“আমিই উত্তম পালক। আমি আমার মেষদের জানি আর আমার মেষরা আমায় জানে। ঠিক যেমন আমার পিতা আমাকে জানেন, আমিও আমার পিতাকে জানি; আর আমি মেষদের জন্য আমার জীবন সঁপে দিই।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:14-15
7
যোহনলিখিত সুসমাচার 10:29-30
আমার পিতা, যিনি তাদেরকে আমায় দিয়েছেন, তিনি সবার ও সবকিছু থেকে মহান, আর কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। আমি ও পিতা, আমরা এক।”
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:29-30
8
9
যোহনলিখিত সুসমাচার 10:18
কেউ আমার কাছ থেকে তা হরণ করে নিতে পারবে না, বরং আমি তা স্ব-ইচ্ছাতেই করছি। এটা দান করার অধিকার আমার আছে এবং আবার তা ফিরে পাওয়ার অধিকারও আমার আছে। আমার পিতার কাছ থেকেই আমি এইসব শুনেছি।”
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:18
10
যোহনলিখিত সুসমাচার 10:7
তখন যীশু আবার তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি; আমি মেষদের জন্য খোঁয়াড়ের দরজা স্বরূপ।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:7
11
যোহনলিখিত সুসমাচার 10:12
কোন বেতনভূক কর্মচারী প্রকৃত মেষপালক নয়। মেষরা তার নিজের নয়, তাই সে যখন নেকড়ে বাঘ আসতে দেখে তখন মেষদের ফেলে রেখে পালায়। আর নেকড়ে বাঘ তাদের আক্রমণ করে এবং তারা ছড়িয়ে পড়ে।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:12
12
যোহনলিখিত সুসমাচার 10:1
যীশু বললেন, “আমি তোমাদের সত্যি বলছি; যদি কেউ সদর দরজা দিয়ে মেষ খোঁয়াড়ে না ঢোকে এবং তার পরিবর্তে অন্য কোন ভাবে টপকে ঢোকে, তবে সে একজন চোর বা ডাকাত
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 10:1
Strona główna
Biblia
Plany
Nagrania wideo