1
লুক 17:19
পবিএ বাইবেল CL Bible (BSI)
তিনি তাকে বললেন, ওঠ, নিজের পথে চলে যাও। তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে।
താരതമ്യം
লুক 17:19 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
লুক 17:4
যদি সে তোমার কাছে দিনের মধ্যে সাতবার অপরাধ করে এবং যদি বলে, ‘আমি অনুতপ্ত’ —অবশ্যই তাকে ক্ষমা করো।
লুক 17:4 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
লুক 17:15-16
এদের মধ্যে একজন যখন দেখতে পেল যে সে সুস্থ হয়ে গেছে, তখন সে উচ্চকণ্ঠে ঈশ্বরের মহিমা প্রচার করতে করতে ফিরে এল এবং যীশুর পায়ে উবুড় হয়ে পড়ে ধন্যবাদ জানাল। সে ছিল একজন শমরীয়া দেশের লোক।
লুক 17:15-16 പര്യവേക്ഷണം ചെയ്യുക
4
লুক 17:3
নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো, তোমার ভাই যদি পাপ করে, তাহলে তিরস্কার কর তাকে এবং যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করো।
লুক 17:3 പര്യവേക്ഷണം ചെയ്യുക
5
লুক 17:17
যীশু তখন জিজ্ঞাসা করলেন, তোমাদের দশজনকে তো সুস্থ করা হয়এছিল, আর নয়জন কোথায়?
লুক 17:17 പര്യവേക്ഷണം ചെയ്യുക
6
লুক 17:6
প্রভু তাঁদের বললেন, তোমাদের যদি একটি সরষে দানার মতও বিশ্বাস থাকে, তাহলে এই তুঁত গাছটিকে তোমরা উপড়ে গিয়ে সমুদ্রে রোপিত হয়ে যেতে বললে, এ তোমাদের আদেশ পালন করবে।
লুক 17:6 പര്യവേക്ഷണം ചെയ്യുക
7
লুক 17:33
যে নিজের প্রাণ বাঁচাতে চায়, সে তা হারাবে কিন্তু যে ব্যক্তি প্রাণ হারাবে, তার প্রাণ রক্ষা পাবে।
লুক 17:33 പര്യവേക്ഷണം ചെയ്യുക
8
লুক 17:1-2
যীশু তাঁর শিষ্যদের বললেন, পাপের প্রলোভন নিশ্চিতভাবে আসবে কিন্তু যার দ্বারা এই প্রলোভন আসবে, ধিক্ তাকে। এই সাধারণ ব্যক্তিদের এক জনকেও পাপে প্রলুব্ধ করার চেয়ে তার গলায় যাঁতা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া বরং তার পক্ষে ভাল।
লুক 17:1-2 പര്യവേക്ഷണം ചെയ്യുക
9
লুক 17:26-27
নোহের সময়ে যা ঘটেছিল মানবপুত্রের সময়ও তাই-ই ঘটবে। নোহ যেদিন জাহাজে উঠলেন, সেদিন বন্যায় সব ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তারা পানভোজন বিবাহ উৎসবে মেতে রইল।
লুক 17:26-27 പര്യവേക്ഷണം ചെയ്യുക
ആദ്യത്തെ സ്ക്രീൻ
വേദപുസ്തകം
പദ്ധതികൾ
വീഡിയോകൾ