1
লুক 11:13
পবিএ বাইবেল CL Bible (BSI)
তোমরা মন্দ লোক হয়েও যদি তোমাদের সন্তানদের ভাল জিনিস দিতে জান তাহলে স্বর্গের পিতার কাছে যারা চাইবে, তিনি তাদের নিশ্চয়ই আরও অনেক বেশী পরিমাণে পবিত্র আত্মা দান করবেন।
Vertaa
Tutki লুক 11:13
2
লুক 11:9
তাই তোমাদের বলছি, চাও, তোমাদের দেওয়া হবে। সন্ধান কর পাবে, দ্বারে আঘাত কর, দ্বার খুলে দেওয়া হবে।
Tutki লুক 11:9
3
লুক 11:10
যে চায় সে পায় এবং যে সন্ধান করে, সে সন্ধান পায়। যে দ্বারে করাঘাত করে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়।
Tutki লুক 11:10
4
লুক 11:2
তখন যীশু তাঁদের বললেন, যখন তোমরা প্রার্থনা করবে, বলোঃ পিতা, তোমার নাম পবিত্র বলে স্বীকৃত হোক। তোমার রাজত্ব প্রতিষ্ঠিত হোক।
Tutki লুক 11:2
5
লুক 11:4
আমাদের সমস্ত পাপ ক্ষমা কর, যেমন আমরাও আমাদের কাছে যারা অপরাধী তাদের সকলের অপরাধ ক্ষমা করি। আমাদের প্রলুব্ধ হতে দিও না।’
Tutki লুক 11:4
6
লুক 11:3
আমাদের দৈনিক খাদ্য প্রতিদিন আমাদের দাও।
Tutki লুক 11:3
7
লুক 11:34
তোমার চোখই তোমার দেহের প্রদীপ। তোমার দৃষ্টি যদি সরল হয়, তাহলে সারা দেহ উজ্জ্বল হয়ে উঠবে। কিন্তু দৃষ্টি যদি মন্দ হয়, তাহলে তোমার সারা দেহ অন্ধকারে ছেয়ে যাবে।
Tutki লুক 11:34
8
লুক 11:33
প্রদীপ জ্বেলে কেউ ভূগর্ভস্থ কক্ষে রাখে না বা পাত্রের নীচে ঢাকা দিয়েও রাখে না। কিন্তু বাতিদানের ওপরেই রাখে, যাতে যারা ভিতরে আসবে, তারা যেন সবাই আলো দেখতে পায়।
Tutki লুক 11:33
Koti
Raamattu
Suunnitelmat
Videot