1
লুক 12:40
পবিএ বাইবেল CL Bible (BSI)
তোমরাও প্রস্তুত থেকো। তোমাদের অপ্রত্যাশিত সময়ে মানবপুত্র আসবেন।
Vertaa
Tutki লুক 12:40
2
লুক 12:31
তাই এগুলির পরিবর্তে তাঁর রাজত্ব প্রতিষ্ঠার জন্য তৎপর হও। তাহলে তার সঙ্গে এ সবই লাভ করবে।
Tutki লুক 12:31
3
লুক 12:15
তারপর তিনি লোকদের বললেন, সাবধান হও, সর্বপ্রকার লোভ সম্বরণ কর। কারণ সম্পদের প্রাচুর্যের ওপরে মানুষের জীবনের অস্তিত্ব নিভর্র করে না।
Tutki লুক 12:15
4
লুক 12:34
কারণ যেখানে তোমাদের সম্পদ সেইখানেই তোমাদের মন পড়ে থাকবে।
Tutki লুক 12:34
5
লুক 12:25
তোমাদের মধ্যে কে দুশ্চিন্তা করে নিজের আয়ু আরও কিছু বাড়িয়ে নিতে পারে?
Tutki লুক 12:25
6
লুক 12:22
যীশু তাঁর শিষ্যদের আবার বললেন, সেইজন্যে তোমাদের আমি বলছি যে, কি খেয়ে জীবন ধারণ করবে অথবা শরীরের পোষাক পরিচ্ছদ কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করো না।
Tutki লুক 12:22
7
লুক 12:7
এমন কি তোমাদের মাথার চুলগুলিও তাঁর গোনা আছে। সুতরাং ভয় করো না, অনেকগুলি চড়াই পাখির চেয়েও তোমরা মূল্যবান।
Tutki লুক 12:7
8
লুক 12:32
ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় পেয়ো না। এই রাজ্য তোমাদের দান করাতেই পিতার পরম আনন্দ।
Tutki লুক 12:32
9
লুক 12:24
দাঁড়কাকদের কথা ভেবে দেখ, তারা বোনেও না, কাটেও না। তাদের না আছে কোন ভাঁড়ার ঘর, না আছে গোলাঘর। ঈশ্বরই তাদের খাদ্য দেন। পাখিদের চেয়ে তোমরা কত মূল্যবান।
Tutki লুক 12:24
10
লুক 12:29
তাই অন্নবস্ত্র সম্বন্ধে চিন্তা করে মনকে উতলা করো না।
Tutki লুক 12:29
11
লুক 12:28
মাঠের ঘাস, যা আজ আছে, কাল যাকে উনুনে ফেলে দেওয়া হবে —তাকে যদি ঈশ্বর এমন করে সাজাতে পারেন, তাহলে হে ক্ষীণ বিশ্বাসীর দল, তোমাদের তিনি কি তার চেয়েও বেশী সাজাবেন না?
Tutki লুক 12:28
12
লুক 12:2
এমন কিছু লুকানো নেই, যা প্রকাশ পাবে না অথবা এমন কিছু গুপ্ত নেই যা জানা যাবে না।
Tutki লুক 12:2
Koti
Raamattu
Suunnitelmat
Videot