পয়দায়েশ 4

4
কাবিল ও হাবিল— দুনিয়ার প্রথম খুন
1পরে আদম তাঁর স্ত্রী হাওয়ার সঙ্গে মিলিত হলে পর তিনি গর্ভবতী হয়ে কাবিলকে প্রসব করে বললেন, মাবুদের সহায়তায় আমি পুত্র সন্তান লাভ করলাম। 2পরে তিনি হাবিল নামে তার সহোদরকে প্রসব করলেন। হাবিল ভেড়ার পাল চরাত, আর কাবিল ভূমিতে কৃষি কাজ করতো। 3পরে কালানুক্রমে কাবিল উপহার হিসেবে মাবুদের উদ্দেশে ভূমির ফল উৎসর্গ করলো। 4আর হাবিলও নিজের পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাদের চর্বি কোরবানী করলো। তখন মাবুদ হাবিল ও তার উপহার কবুল করলেন; 5কিন্তু কাবিল ও তার উপহার কবুল করলেন না; এজন্য কাবিল ভীষণ ক্রুদ্ধ হল আর মুখ বিষণ্ন করে রইলো। 6তাতে মাবুদ কাবিলকে বললেন, তুমি কেন ক্ষুব্ধ হয়েছ? তোমার মুখ কেন বিষণ্ন হয়েছে? 7যদি সদাচরণ করো, তবে কি কবুল করা হবে না? আর যদি সদাচরণ না করো, তবে গুনাহ্‌ দরজায় ওৎ পেতে বসে রয়েছে। তোমার প্রতি তার বাসনা থাকবে এবং তুমি তার উপরে কর্তৃত্ব করবে।
8আর কাবিল তার ভাই হাবিলের সঙ্গে কথাবার্তা বললো; পরে তারা মাঠে গেলে কাবিল তার ভাই হাবিলের বিরুদ্ধে উঠে তাকে খুন করলো। 9পরে মাবুদ কাবিলকে বললেন, তোমার ভাই হাবিল কোথায়? সে জবাব দিল, আমি জানি না; আমার ভাইয়ের রক্ষক কি আমি? 10তিনি বললেন, তুমি এ কি করেছ? তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে কাঁদছে। 11আর এখন, যে ভূমি তোমার হাত থেকে তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করার জন্য নিজের মুখ খুলেছে, সেই ভূমিতে তুমি বদদোয়াগ্রস্ত হলে। 12ভূমিতে কৃষিকর্ম করলেও তা তার শক্তি দিয়ে তোমার সেবা আর করবে না; তুমি দুনিয়াতে পলাতক ও ভ্রমণকারী হবে।
13তাতে কাবিল মাবুদকে বললো, আমার অপরাধের ভার অসহ্য। 14দেখ, আজ তুমি ভূতল থেকে আমাকে তাড়িয়ে দিলে, আর তোমার দৃষ্টি থেকে আমি লুকিয়ে থাকব। আমি দুনিয়াতে পলাতক ও ভ্রমণকারী হব, আর আমাকে যে পাবে সেই আমাকে খুন করবে।
15তাতে মাবুদ তাকে বললেন, এজন্য কাবিলকে যে খুন করবে, সে সাত গুণ প্রতিফল পাবে। আর মাবুদ কাবিলের জন্য একটি চিহ্ন রাখলেন, যেন কেউ তাকে পেলে খুন না করে।
16পরে কাবিল মাবুদের সম্মুখ থেকে প্রস্থান করে আদনের পূর্ব দিকে নোদ নামক একটি দেশে বাস করতে লাগল।
মানব সভ্যতার আরম্ভ
17আর কাবিল তার স্ত্রীর সঙ্গে মিলিত হলে পর সে গর্ভবতী হয়ে হনোককে প্রসব করলো। আর কাবিল একটি নগর নির্মাণ করে তার পুত্রের নাম অনুসারে তার নাম হনোক রাখল। 18হনোকের পুত্র ঈরদ, ঈরদের পুত্র মহূয়ায়েল, মহূয়ায়েলের পুত্র মথূশায়েল ও মথূশায়েলের পুত্র লামাক।
19লামাক দু’জন স্ত্রী গ্রহণ করলো, এক জন স্ত্রীর নাম আদা ও অন্য জনের নাম সিল্লা। 20আদার গর্ভে যাবল জন্মগ্রহণ করলো, সে তাঁবুবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তার ভাইয়ের নাম যূবল; 21যারা বীণা ও বাঁশী বাজায় সে তাদের আদিপুরুষ ছিল। 22আর সিল্লার গর্ভে তূবল-কাবিল জন্মগ্রহণ করলো, সে ব্রোঞ্জের ও লোহার নানা রকম অস্ত্র তৈরি করতো; তূবল-কাবিলের বোনের নাম নয়মা।
23আর লামাক তার দুই স্ত্রীকে বললো,
আদা ও সিল্লা, তোমরা আমার কথা শোন,
লামাকের স্ত্রীদ্বয়, আমার কথায় কান দাও;
কারণ আমি আঘাতের প্রতিশোধে পুরুষকে,
প্রহারের প্রতিশোধে যুবককে হত্যা করেছি।
24যদি কাবিলের খুনের প্রতিফল সাত গুণ হয়,
তবে লামাকের খুনের প্রতিফল সাতাত্তর গুণ হবে।
25পরে আদম পুনর্বার তাঁর স্ত্রীর সঙ্গে মিলিত হলে পর তিনি পুত্র প্রসব করলেন ও তার নাম শিস রাখলেন। কেননা তিনি বললেন, কাবিল কর্তৃক নিহত হাবিলের পরিবর্তে আল্লাহ্‌ আমাকে আর একটি সন্তান দিলেন। 26পরে শিসের পুত্র জন্মগ্রহণ করলো, আর তিনি তার নাম আনুশ রাখলেন। সেই সময় লোকেরা মাবুদের নামে এবাদত করতে আরম্ভ করলো।

انتخاب شده:

পয়দায়েশ 4: BACIB

های‌لایت

به اشتراک گذاشتن

کپی

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید