মথি 10

10
বারোজন প্রেরিত শিষ্য নিয়োগ
(মার্ক 3:13-19; লুক 6:12-26)
1যীশু তাঁর বারোজন শিষ্যকে ডেকে তাঁদের দিলেন অশুচি আত্মা বিতাড়নের অধিকার ও সর্ববিধ রোগব্যাধি নিরাময়ের শক্তি।#মার্ক 6:7-13; লুক 9:1-5 2এই বারোজন প্রেরিত শিষ্যের নাম: প্রথম হলেন শিমোন-যাঁকে পিতরও বলা হয় ও তাঁর ভাই আন্দ্রিয়, সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহন,#মার্ক 3:14-19; লুক 6:13-16; যোহন 1:40-49 3ফিলিপ ও বার-থলময়, থোমা ও কর আদায়কারী মথি , আলফেয়ের পুত্র যাকোব ও থদ্দেয়, 4কনানী#10:4 দেশের স্বাধীনতার জন্য ‘কনানী’ নামক সংঘবদ্ধ রাজনৈতিকদলের সভা ছিলেন। শিমোন আর যিহুদা ইসকারিয়োথ-যে যীশুকে ধরিয়ে দিয়েছিল।
5এই বারোজনকে প্রেরণের সময় যীশু এই আদেশ দিলেন, তোমরা বিজাতীয়দের কোনো অঞ্চলে যেও না, শমরীয়া প্রদেশের কোনো নগরেও তোমরা প্রবেশ করো না, 6বরং ইসরায়েল কুলের হারিয়ে যাওয়া মেষদের কাছে যাবে।#মথি 15:24; লুক 15:3; প্রেরিত 13:46; যির 50:6। 7যাবার পথে একথা ঘোষণা করো, ‘স্বর্গরাজ্য আসন্ন’।#মথি 4:17; লুক 10:9 8পীড়িতদের নিরাময় ও মৃতদের পুরনুজ্জীবিত করে তুলো, কুষ্ঠরোগীদের শুচি করো, আর বিতাড়িত করো অপদেবতাদের। বিনামূল্যে পেয়েছ বিনামূল্যেই দান করো।#প্রেরিত 20:35 9সঙ্গে সোনা রূপো, এমনকি তামার পয়সাও নিয়ে যেও না, 10যাত্রাপথে কোন ঝুলিও নিও না, বাড়তি কোন জামা, জুতো কিম্বা ছড়িও নিও না। কারণ শ্রমিক তার ভরণপোষণ পাওয়ার যোগ্য।#লুক 10:4; ১ তিম 5:18; গণনা 18:31
11যে কোনো শহরে কিম্বা গ্রামে তোমরা প্রবেশ করবে, প্রথমেই সন্ধান করবে সেখানে ভালো লোক কে আছে। অন্য কোথাও না যাওয়া পর্যন্ত তোমরা তাঁর সঙ্গেই থাকবে। 12গৃহে প্রবেশ করেই সেই গৃহের মঙ্গল কামনা করবে,#লুক 10:5-6 13গৃহটি যোগ্য হলে তোমাদের শান্তি সেই গৃহে অধিষ্ঠিত হবে, কিন্তু যদি অযোগ্য হয় তাহলে তোমাদের শান্তি তোমাদেরই কাছে ফিরে আসবে। 14আর কেউ যদি তোমাদের স্বাগত না জানায় ও তোমাদের কথা না শোনে তাহলে সেই বাড়ি বা শহর ছেড়ে আসার সময় তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলবে।#লুক 10:10-12; প্রেরিত 13:51; 18:6 15আমি সত্যিই তোমাদের বলছি, বিচারের দিনে সেই নগরের দশার তুলনায় সদোম ও ঘমোরার দশাও অধিকতর সহনীয় হবে।#মথি 11:24
নির্যাতন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী
(মার্ক 13:9-13; লুক 21:12-17)
16দেখ, নেকড়ের পালের মধ্যে মেষের মতই আমি তোমাদের প্রেরণ করছি। কাজেই তোমাদের হতে হবে, সাপের মত চতুর, আর কপোতের মত নিরীহ।#লুক 10:3; যোহন 10:12; প্রেরিত 20:29; রোমীয় 16:19; ইফি 5:15 17কিন্তু মানুষ সম্পর্কে সতর্ক হয়ো, কারণ তারা তোমাদের বিচারসভায় উপস্থিত করবে, সমাজ ভবনে কশাঘাত করবে।#মার্ক 13:9; লুক 21:12-17 #মথি 24:9; মথি 24:14; প্রেরিত 25:20; 27:24 18আমারই জন্য শাসকদের সামনে ও রাজদরবারে তোমাদের হাজির করা হবে-তাদের ও অন্যান্য জাতির কাছে তোমাদের সাক্ষ্য দিতে হবে। 19তারা যখন তোমাদের ধরে বিচারের জন্য উপস্থিত করবে তখন তোমরা কিভাবে কথা বলবে বা কী কথা বলবে, তা নিয়ে চিন্তা করো না। কী তোমাদের বলতে হবে, সেই মুহূর্তে তোমাদের জানিয়ে দেওয়া হবে।#লুক 12:11-12 20কারণ কথা তোমরাই যে বলবে তা নয়, কিন্তু তোমাদের পিতার আত্মা তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন।#যোহন 14:26; ১ করি 2:4
21ভাই ভাইকে, পিতা নিজ সন্তানকে মরণের মুখে সমর্পণ করবে। (পিতারা ও আপন সন্তানরকাও মাতা পিতার বিপক্ষে দাঁড়িয়ে হত্যা করবে।)#মথি 10:35 22আমার জন্যই তোমরা সকলের পাত্র হবে। কিন্তু যে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে। সে-ই পরিত্রাণ লাভ করবে।#মথি 24:9-13; যোহন 15:21 23যদি কোন নগরে লোকে তোমাদের নির্যাতন করে তখন অন্য নগরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যিই বলছি, ইসরায়েলীদের সমস্ত নগর পরিক্রমার আগেই মানবপুত্রের আগমন হবে।#মথি 16:28
24গুরুর চেয়ে শিষ্য বড় নয়, প্রভুর চেয়ে বড় নয় ভৃত্য।#লুক 6:40; যোহন 13:16; 15:20। 25কাজেই শিষ্য তার গুরুর মত ও ভৃত্য তার প্রভুর মত হবেই তার পক্ষে যথেষ্ট। গৃহকর্তাকে যখন লোকে বেলসবুল (শয়তান) আখ্যা দিয়েছে তখন বাড়ির লোকজনদের আরও কত না বেশী বলবে।#মথি 12:24
অভয় দান
(লুক 12:2-7)
26সব কাজেই তোমরা মানুষকে ভয় করো না। গুপ্ত এমন কিছু নেই যা ব্যক্ত হবে না। লুকানো এমন কিছু নেই যা প্রকাশ পাবে না।#লুক 12:2-9 #মার্ক 4:22; লুক 8:17 27অন্ধকারে আমি তোমাদের যা বলি আলোতে তোমরা তা প্রচার করো, নিভৃতে তোমরা যা শুনবে প্রকাশ্যে তা ঘোষণা করো। 28যারা শুধু দেহকে ধ্বংস করতে পারে, আত্মাকে বিনাশ করতে পারে না, তাদের ভয় করো না, কিন্তু যিনি নরকে দেহ ও আত্মা উভয়েরই বিনাশ সাধন করতে পারেন, তাঁকেই সম্ভ্রম করো।#যাকোব 4:12 29দুটি চড়ুই পাখি এক পয়সায় বিক্রী হয়, কিন্তু তোমাদের পিতার অজান্তে তাদের একটিও ধরা পড়ে না। 30এমন কি, তোমাদের প্রত্যেকের মাথার চুলেরও হিসাব রয়েছে। 31কাজেই ভয় করো না অনের চড়ুই পাখির চেয়ে তোমরা প্রিয়।
প্রকাশ্যে খ্রীষ্টকে স্বীকৃতি
(লুক 12:8-9)
32যে লোকসমক্ষে আমাকে স্বীকার করবে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অনুরূপ স্বীকৃতি দেব। 33কিন্তু মানুষের সামনে যে আমাকে অস্বীকার করবে আমার স্বর্গস্থ পিতার সম্পর্কে আমিও তাকে অস্বীকার করব।#লুক 9:26; ২ তিম 2:12।
শান্তি নয়, বিভেদ
34এ কথা মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি্, শান্তি নয়, আমি এসেছি খড়্গ দিতে।#লুক 12:51-53 35আমি এসেছি পুত্রকে তার পিতার বিরুদ্ধে, কন্যাকে তার মাতার বিরুদ্ধে, পুত্রবধূকে তার শাশুড়ীর বিরুদ্ধে দাঁড় করাতে। 36ফলে মানুষের আপনজনেরাই মানুষের শত্রু হয়ে উঠবে।
37যে তার পিতা বা মাতাকে আমার চেয়ে বেশী ভালবাসে সে আমার শিষ্য হবার যোগ্য নয়, যে নিজের পুত্রকন্যাকে আমার চেয়ে বেশী ভালবাসে সেও আমার যোগ্য নয়।#দ্বি.বি. 33:9; লুক 14:26-27 38যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়।#মথি 16:24-25 39নিজের প্রাণ বাঁচাতে যে ব্যস্ত সে তা হারাবে, কিন্তু আমার জন্য যে প্রাণ হারাবে সে ফিরে পাবে প্রাণ।#মার্ক 8:35; লুক 9:24; 14:26; 17:33; যোহন 12:25
পুরস্কার
(মার্ক 9:4)
40তোমাদের যে অর্ভ্যথনা করে সে আমাকেই স্বাগত জানায়, যে আমাকে অর্ভ্যথনা করে সে তাঁকেই স্বাগত জানায় যিনি আম আকে প্রেরণ করেছেন।#মথি 18:5; লুক 10:16; যোহন 12:44; 13:20 41নবীকে নবী বলেই যে স্বাগত জানায় সে নবীর প্রারপ্য পুরস্কার লাভ করবে এবং ধার্মিক ব্যক্তিকে যে ধার্মিক বলেই স্বাগত জানায় সে ধার্মিকের পুরস্কার পাবে। 42এই নগণ্যদের মধ্যে কাউকে আমার শিষ্য বলে কেউ যদি একপাত্র ঠাণ্ডা জলও দেয়, আমি তোমাদের সত্যিই বলছি, সে তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না।#মথি 25:40

Zur Zeit ausgewählt:

মথি 10: BENGALCL-BSI

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.