1
মথি 10:16
পবিএ বাইবেল CL Bible (BSI)
দেখ, নেকড়ের পালের মধ্যে মেষের মতই আমি তোমাদের প্রেরণ করছি। কাজেই তোমাদের হতে হবে, সাপের মত চতুর, আর কপোতের মত নিরীহ।
Vergleichen
Studiere মথি 10:16
2
মথি 10:39
নিজের প্রাণ বাঁচাতে যে ব্যস্ত সে তা হারাবে, কিন্তু আমার জন্য যে প্রাণ হারাবে সে ফিরে পাবে প্রাণ।
Studiere মথি 10:39
3
মথি 10:28
যারা শুধু দেহকে ধ্বংস করতে পারে, আত্মাকে বিনাশ করতে পারে না, তাদের ভয় করো না, কিন্তু যিনি নরকে দেহ ও আত্মা উভয়েরই বিনাশ সাধন করতে পারেন, তাঁকেই সম্ভ্রম করো।
Studiere মথি 10:28
4
মথি 10:38
যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়।
Studiere মথি 10:38
5
মথি 10:32-33
যে লোকসমক্ষে আমাকে স্বীকার করবে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অনুরূপ স্বীকৃতি দেব। কিন্তু মানুষের সামনে যে আমাকে অস্বীকার করবে আমার স্বর্গস্থ পিতার সম্পর্কে আমিও তাকে অস্বীকার করব।
Studiere মথি 10:32-33
6
মথি 10:8
পীড়িতদের নিরাময় ও মৃতদের পুরনুজ্জীবিত করে তুলো, কুষ্ঠরোগীদের শুচি করো, আর বিতাড়িত করো অপদেবতাদের। বিনামূল্যে পেয়েছ বিনামূল্যেই দান করো।
Studiere মথি 10:8
7
মথি 10:31
কাজেই ভয় করো না অনের চড়ুই পাখির চেয়ে তোমরা প্রিয়।
Studiere মথি 10:31
8
মথি 10:34
এ কথা মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি্, শান্তি নয়, আমি এসেছি খড়্গ দিতে।
Studiere মথি 10:34
Home
Bibel
Lesepläne
Videos