যিশাইয় 6

6
যিশাইয়র নবী পদে প্রতিষ্ঠা
1রাজা উৎসিয়ের যে বছর মৃত্যু হয়, সেই বছর আমি দিব্য দর্শন পেলাম, দেখলাম, প্রভু পরমেশ্বর তাঁর উচ্চে স্থাপিত সমুন্নত সিংহাসনে বসে আছেন। তাঁর রাজবেশের ভূলুন্ঠিত অঞ্চলে মন্দির পূর্ণ হয়ে গিয়েছে।#২ রাজা 15:7; ২ বংশা 26:23 2সরাফেরা#6:2 সরাফ: ছয়টি পক্ষযুক্ত কাল্পনিক দিব্য প্রাণী। তাদের মুখ মানুষের মত তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের প্রত্যেকের ছয়টি ডানা। প্রত্যেকে দুটি ডানা দিয়ে মুখ আর দুটি ডানা দিয়ে দেহ ঢেকে রেখেছেন। আরও দুটি ডানা তাঁরা ওড়ার জন্য ব্যবহার করেন। 3তাঁরা প্রত্যেকে প্রত্যেককে ডেকে বলতে লাগলেনঃ
পবিত্র, পবিত্র, পবিত্র!
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর পবিত্র!
সারা পৃথিবী তাঁর প্রতাপ ও মহিমায় পরিপূর্ণ!#প্রকা 4:8
4তাঁদের কন্ঠের স্বরধ্বনিতে মন্দিরের ভিত্তিমূল পর্যন্ত কেঁপে উঠল, মন্দির ধোঁয়ায় ভরে গেল।#প্রকা 15:8
5আমি বললাম, হায়! আমার আর কোন আশা নেই। আমার ওষ্ঠাধরের প্রতিটি কথা পাপময়। যাদের মাঝে আমি বাস করি তাদেরও প্রতিটি কথা পাপময়। কিন্তু তা সত্ত্বেও আমি রাজাকে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরকে স্বচক্ষে দেখেছি!
6তখন একজন সরাফ যজ্ঞবেদী থেকে চিমটা দিয়ে একটি জ্বলন্ত অঙ্গার তুলে নিয়ে আমার কাছে এলেন। 7সেই জ্বলন্ত অঙ্গার দিয়ে আমার ওষ্ঠাধর স্পর্শ করে বললেন, এই অঙ্গার তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে। এবার ঘুচে গেল তোমার অপরাধ, ক্ষমা করা হল তোমার পাপ।
8তখন আমি প্রভু পরমেশ্বরকে বলতে শুনলাম, কাকে আমি পাঠাব? কে আমাদের বার্তাবহ হবে?
আমি বললাম, আমি যাব! আমাকে পাঠান।
9তিনি তখন আমাকে বললেন, যাও, লোকদের কাছে গিয়ে এই কথা বল: ‘তোমরা শুনবে শুধু শুনবে, বুঝবে না কিছুই, দেখবে আর দেখবে কিন্তু কিছুই হবে না বোধগম্য।’ 10তারপর তিনি আমাকে বললেন, এইসব জাতির মানুষের মন ও বুদ্ধি স্থূল করে দাও, বধির করে দাও কর্ণ ওদের, নয়ন ওদের অন্ধ করে দাও, যাতে ওরা দেখতে না পায়, শুনতে না পায় অথবা বুঝতেও না পারে কিছুই। যদি তারা দেখতে, শুনতে ও বুঝতে পারে, তাহলে তারা আমার কাছে ফিরে আসবে এবং আরোগ্য লাভ করবে।#মথি 13:14-15; মার্ক 4:12; লুক 8:10; যোহন 12:40; প্রেরিত 28:26-27
11আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কতদিন এ অবস্থা চলবে? তিনি বললেন, যতদিন না নগর-জনপদ বিধ্বস্ত ও জনশূন্য হয়, যতদনি না সমস্ত বাসগৃহ বসতিশূন্য হয়, যতদিন না এদেশ পরিত্যক্ত, নির্জন হয়। 12আমি প্রজাদের বহুদূর দেশে পাঠিয়ে দেব এবং সারা দেশকে আমি জনহীন পরিত্যক্ত ভূমিতে পরিণত করব। 13এমন কি সেখানে যদি দশজনের মধ্যে একজনও বেঁচে থাকে, সেও ধ্বংস হয়ে যাবে। সে হবে কেটে ফেলা একটি ওকগাছের গুঁড়ির মত।
(ঈশ্বরের প্রজাদের নবায়িত জীবনের সুচনার প্রতিভূ হল এই গুঁড়ি)।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.