দ্বিতীয় বিবরণ 27

27
তৃতীয় বক্তৃতা
প্রস্তরে লিখিত ঈশ্বরের বিধান
1ইসরায়েলীদের নেতৃত্ববৃন্দসহ মোশি ইসরায়েলীদের এই নির্দেশ দিলেনঃ আজ আমি তোমাদের যে সব নির্দেশ দিলাম সবই পালন করবে। 2যেদিন তোমরা জর্ডন নদী পার হয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দিচ্ছেন, সেই দেশে যাবে, সেদিন তোমরা বড় বড় পাথরের খণ্ড স্থাপন করে তাতে পলেস্তারা লাগাবে#যিহো 8:30-32 3এবং তার উপরে এই বিধানের সমস্ত বাক্য লিপিবদ্ধ করবে। জর্ডন নদী পার হওয়ার পর তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুত সুজলা সুফলা প্রাচুর্যময় সেই দেশে প্রবেশ করে, 4আমার নির্দেশমত এবল পাহাড়ে সেই পাথরগুলি স্থাপন করবে এবং তাতে পলেস্তারা লাগাবে। 5সেখানে তোমরা আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে পাথর দিয়ে একটি বেদী প্রতিষ্ঠা করবে। এই বেদী নির্মাণের সময় কোন লোহার অস্ত্র ব্যবহার করবে না।#যাত্রা 20:25 6তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা অক্ষোদিত পাথরের বেদী নির্মাণ করবে এবং তার উপরে তাঁর উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে। 7সেখানে তোমরা স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করে সেই বলির মাংস ভোজন করবে ও তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আনন্দোৎসব করবে। 8সেই পাথরগুলির উপরে তোমরা এই বিধানের কথাগুলি সুস্পষ্ট ভাবে লিখে রাখবে। 9মোশি এবং লেবীয় পুরোহিতেরা ইসরায়েলীদের সকলকে বললেন, হে ইসরায়েলকুল, নীরব হও এবং শোন, আজ থেকে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রজা হলে, 10অতএব তোমরা তাঁর কথা মেনে চলবে এবং তাঁর যে সমস্ত নির্দেশ ও বিধি আজ আমি তোমাদের জানিয়ে দিলাম, সব পালন করবে।
অবাধ্যতা ও অভিশাপ
11মোশি সেই একই দিনে ইসরায়েলীদের এই নির্দেশ দিলেনঃ 12জর্ডন পার হবার পর শিমিয়োন, লেবী, যিহুদা, ইষাখর, যোষেফ ও বিন্যামীন গোষ্ঠী প্রধানেরা গেরিসীম পাহাড়ে গিয়ে দাঁড়াবে সেখান থেকে তারা বিধানে বর্ণিত আশীর্বাদের কথা ঘোষণা করবে।#দ্বি.বি. 11:29; যিহো 8:33-35 13আর রূবেণ, গাদ, আশের, সবুলুন, দান ও নফ্‌তালি গোষ্ঠীর প্রধানেরা গিয়ে দাঁড়াবে এবল পাহাড়ে। যেখান থেকে তারা বিধানে বর্ণিত অভিসম্পাতের কথা ঘোষণা করবে। 14লেবীয় পুরোহিতেরা তখন উচ্চকন্ঠে ইসরায়েলীদের সকলের কাছে এই কথা ঘোষণা করবে: 15‘প্রভুর দৃষ্টিতে ঘৃণার্হ প্রতিমা যে খোদাই বা ঢালাই করে তৈরী করে, কারিগরের হাতে গড়া সেই বস্তু যে গোপনে প্রতিষ্ঠা করে সে হোক অভিশপ্ত।’ এর উত্তরে জনতা সমস্বরে বলবে, ‘আমেন’।#যাত্রা 20:4; 34:17; লেবীয় 19:4; 26:1; দ্বি.বি. 4:5-18; 5:8 16‘পিতা বা মাতার অমর্যাদা যে করে সে হোক অভিশপ্ত।’
সমগ্র জনতা বলবে ‘আমেন’।#যাত্রা 20:12; দ্বি.বি. 5:16
17‘ প্রতিবেশীর জমির সীমা-চিহ্ন যে স্থানান্তর করে সে হোক অভিশপ্ত।’ সমগ্র জনতা বলবে ‘আমেন’।#দ্বি.বি. 19:14
18‘অন্ধকে যে বিপথে পরিচালিত করে সে হোক অভিশপ্ত।’- সমগ্র জনতা বলবে ‘আমেন’।#লেবীয় 19:14-18
19‘বিদেশী পিতৃহীন ও বিধবার প্রতি যে অন্যায় বিচার করে সে অভিশপ্ত হোক’। জনতা বলবে, ‘আমেন’।#যাত্রা 22:21; 23:9; লেবীয় 19:33-34; দ্বি.বি. 24:17-18
20‘বিমাতার সঙ্গে যে সহবাস করে, অভিশপ্ত হোক সে, কারণ সে তার পিতাকে লজ্জার পাত্র করে।’ জনতা বলবে ‘আমেন’।—
21‘পশুর সঙ্গে যে সংসর্গ করে সে হোক অভিশপ্ত।’— জনতা বলবে ‘আমেন’।
22‘ভগিনী অর্থাৎ পিতার কন্যা অথবা মাতার কন্যার সঙ্গে যে সহবাস করে সে অভিশপ্ত।’ জনতা বলবে, ‘আমেন’।#লেবীয় 18:9; 23:17
23‘শ্বাশুড়ীর সঙ্গে যে সহবাস করে সে অভিশপ্ত,’ জনতা বলবে, ‘আমেন’।#গালা 3:10
24‘কেউ যদি গোপনে কাউকে হত্য করে, সে অভিশপ্ত,’ জনতা বলবে ‘আমেন’।—
25‘নিরীহ ব্যক্তিকে হত্যা করার জন্য যে অর্থ গ্রহণ করে সে অভিশপ্ত।’- জনতা বলবে , ‘আমেন’।—
26এই বিধানের এই সমস্ত নির্দেশ যথাযথভাবে পালনের চেষ্টায় যে ত্রুটি রাখে বা লঙ্ঘন করে সে অভিশপ্ত। জনতা বলবে ‘আমেন’। —

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.