২ বংশাবলি 19

19
রাজা যিহোশাফটকে নবীর কঠোর তিরস্কার
1যিহুদীয়ারাজ যিহেশাফট নিরাপদে রাজপ্রাসাদে ফিরে এলেন। 2হনানির পুত্র নবী যেহু রাজার সঙ্গে দেখা করে তাঁকে বললেন, আপনি কি মনে করেন দুর্জনদের সাহায্য করা যাবে এবং যারা প্রভু পরমেশ্বরকে ঘৃণা করে তাদের পক্ষ অবলম্বন করা উচিত? আপনি যা করেছেন তাতে প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছেন। 3কিন্তু তাহলেও, আপনার মধ্যে কিছু সদগুণ আছে। আপনি প্রজাদের উপাস্য দেবী আশেরার সমস্ত প্রতীক উচ্ছেদ করেছেন এবং ঈশ্বরের ইচ্ছা পালন করতে চেষ্টা করেছেন।
যিহোশাফটের সংস্কারকার্য
4রাজা যিহোশাফট জেরুশালেমে বাস করলেও নিয়মিত প্রজাদের কাছে যেতেন। দক্ষিণে বেরশেবা থেকে উত্তরে ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের সমস্ত প্রজার কাছে গিয়ে তিনি তাঁদের পূর্বপুরুষের আরাধ্য প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসার আহ্বান জানাতেন। 5তিনি যিহুদীয়ার প্রত্যেকটি দুর্গনগরীতে বিচারপতি নিযুক্ত করলেন এবং 6নির্দেশ দিয়ে বললেন, বিচারের রায় ঘোষণা করার সময় সতর্ক থেক। জেন, তোমরা এই অধিকার মানুষের কাছ থেকে নয়, প্রভু পরমেশ্বরের কাছ থেকে পেয়েছ। তোমরা যখন রায় ঘোষণা করবে, তিনি তোমাদের সঙ্গে থাকবেন। 7প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রম বজায় রেখে সাবধানে কাজ কর কারণ প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর প্রতারণা কিম্বা পক্ষপাতিত্ব অথবা উৎকোচ গ্রহণ সহ্য করেন না।
8জেরুশালেমে রাজা যিহোশাফট লেবীয়, পুরোহিত এবং নেতৃস্থানীয় কিছু নাগরিককে বিচারপতিরূপে নিযুক্ত করলেন। প্রভু পরমেশ্বরের বিধান ও অনুশাসন অথবা নগরীর অধিবাসীদের মধ্যে বিবাদ-বিসংবাদ নিষ্পত্তির দায়িত্ব এঁদের হাতে ন্যস্ত করা হল। 9তিনি তাঁদের নিম্নলিখিত নির্দেশ দিলেনঃ প্রভু পরমেশ্বরের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে তোমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করবে। প্রতিটি কাজে বিশ্বস্তভাবে তাঁর বাধ্য হয়ে চলবে। 10যখনই কোন প্রতিবেশী নগরের নাগরিকের কাছ থেকে নরহত্যা বা কোন বিধান বা অনুশাসন অমান্যের অভিযোগ আসবে, তখন বিচারক্রমে তাদের আচরণবিধি কী হওয়া উচিত সে সম্বন্ধে অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্দেশ দেবে, যাতে তারা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপাচরণজনিত অপরাধে অপরাধী না হয়। অন্যথায় তুমি ও তোমার প্রতিবেশী নাগরিক বুঝতে পারবে প্রভু পরমেশ্বরের ক্রোধের অগ্নিজ্বালা। কিন্তু যদি তোমরা তোমাদের কর্তব্য সুষ্ঠভাবে পালন কর, তাহলে তোমাদের অপরাধী হতে হবে না। 11প্রধান পুরোহিত অমরিয়ের হাতে থাকবে ধর্মীয় অভিযোগগুলির চূড়ান্ত কর্তৃত্ব এবং নাগরিক বিষয়ে নিষ্পত্তির চূড়ান্ত কর্তৃত্ব থাকবে ইশ্মায়েলের পুত্র যিহুদীয়ার রাজ্যপাল সবদিয়ের হাতে। বিচারের সিদ্ধান্ত সম্যকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা এ বিষয়ে দৃষ্ঠি রাখার দায়িত্ব থাকবে লেবীয়দের। সাহস কর এবং এই নির্দেশগুলি পালন কর। প্রভু পরমেশ্বর সজ্জনদের পক্ষে থাকবেন।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.