1
দ্বিতীয় বিবরণ 28:1
পবিএ বাইবেল CL Bible (BSI)
তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুশাসন সযত্নে পালন কর, তাঁর নির্দেশ যা আমি আজ তোমাদের দিলাম যদি নিখুঁতভাবে পালন কর তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর পৃথিবীর সকল জাতির চেয়ে তোমাদের উন্নত করবেন
Vergleichen
Studiere দ্বিতীয় বিবরণ 28:1
2
দ্বিতীয় বিবরণ 28:2
এবং তোমাদের উপরে আশীর্বাদ বর্ষিত হবে। আশীর্বাদগুলি এই
Studiere দ্বিতীয় বিবরণ 28:2
3
দ্বিতীয় বিবরণ 28:13
প্রভু পরমেশ্বর জাতিবৃন্দের মাঝে তোমাদের স্থান দেবেন শীর্ষে, তোমরা থাকবে সবার উপরে, নীচে কখনই নয়, যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ, যা আমি আজ তোমাদের জানালাম, সব সযত্নে পালন কর।
Studiere দ্বিতীয় বিবরণ 28:13
4
দ্বিতীয় বিবরণ 28:12
তিনি তাঁর ঐশ্বর্যভাণ্ডার স্বরূপ আকাশ উন্মুক্ত করে যথাসময়ে তোমাদের দেশে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সর্বপ্রকার কৃষিকর্মে আশীর্বাদ দান করবেন। অনেক জাতিকে তোমরা ঋণ দেবে, কিন্তু তোমাদের ঋণ নিতে হবে না।
Studiere দ্বিতীয় বিবরণ 28:12
5
দ্বিতীয় বিবরণ 28:7
যারা তোমাদের বিরোধিতা করবে, প্রভু পরমেশ্বর সেই শত্রুদের পরাস্ত করবেন, তোমরা স্বচক্ষে দেখবে সেই পরাজয়। তারা তোমাদের আক্রমণ করতে এলে দিশেহারা হয়ে চারদিক দিয়ে তাদের পালাতে হবে।
Studiere দ্বিতীয় বিবরণ 28:7
6
দ্বিতীয় বিবরণ 28:8
প্রভু পরমেশ্বর তোমাদের শস্য ভাণ্ডার ও তোমাদের সকল কর্মপ্রচেষ্টাকে আশীর্বাদযুক্ত করবেন এবং তিনি যে দেশ তোমাদের দান করছেন সেই দেশে তোমাদের আশীর্বাদ করবেন।
Studiere দ্বিতীয় বিবরণ 28:8
7
দ্বিতীয় বিবরণ 28:6
তোমরা যখন ঘরের বাইরে যাবে ও ফিরে আসবে, তখনও তোমাদের উপরে থাকবে তাঁর আশীর্বাদ।
Studiere দ্বিতীয় বিবরণ 28:6
8
দ্বিতীয় বিবরণ 28:3
তোমাদের নগর ও ক্ষেতখামারগুলি হবে আশীর্বাদপূত।
Studiere দ্বিতীয় বিবরণ 28:3
9
দ্বিতীয় বিবরণ 28:4
তোমাদের সন্তান-সন্ততি, ক্ষেতের ফসল ও পশুপালের গোবৎস ও মেষশাবকগুলিও হবে আশীর্বাদযুক্ত।
Studiere দ্বিতীয় বিবরণ 28:4
10
দ্বিতীয় বিবরণ 28:9
প্রভু তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব পবিত্র প্রজামণ্ডলীরূপে তোমাদের প্রতিষ্ঠিত করবেন যদি তোমরা তাঁর নির্দেশ পালন করে তাঁর পথে চল।
Studiere দ্বিতীয় বিবরণ 28:9
11
দ্বিতীয় বিবরণ 28:5
তোমাদের ঝুড়ি ও ময়দা মাখার পাত্রগুলির উপরেও নেমে আসবে আশীর্বাদ।
Studiere দ্বিতীয় বিবরণ 28:5
12
দ্বিতীয় বিবরণ 28:11
প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেওয়ার প্রতিশ্রুতি তোমাদের পূর্বপুরুষদের কাছে দিয়েছিলেন, সেই দেশে তিনি তোমাদের সন্তান সন্ততি, পশুপাল এবং ক্ষেতের ফসল প্রচুর পরিমাণে বৃদ্ধি করে তোমাদের সমৃদ্ধিশালী করবেন।
Studiere দ্বিতীয় বিবরণ 28:11
13
দ্বিতীয় বিবরণ 28:10
পৃথিবীর সর্ব জাতি যখন দেখবে যে প্রভু পরমেশ্বর তোমাদের তাঁর নিজস্ব প্রজারূপে আখ্যাত করেছেন, তারা তখন তোমাদের সমীহ করবে।
Studiere দ্বিতীয় বিবরণ 28:10
14
দ্বিতীয় বিবরণ 28:14
আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম তা থেকে কোন অবস্থায় তোমরা বিচ্যুত হবে না এবং অন্য কোন দেবতার পূজা করবে না বা অনুগামী হবে না।
Studiere দ্বিতীয় বিবরণ 28:14
15
দ্বিতীয় বিবরণ 28:15
কিন্তু যদি তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কথায় কর্ণপাত না কর, তাঁর যে সব নির্দেশ ও অনুশাসন আজ আমি তোমাদের দিলাম তা যদি সযত্নে পালন না কর তাহলে তোমাদের উপরে নেমে আসবে এই সমস্ত অভিশাপ
Studiere দ্বিতীয় বিবরণ 28:15
Home
Bibel
Lesepläne
Videos