কেবল যীশুনমুনা

কেবল যীশু – মানবজাতির জন্য আশা
আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের পরিমাপের এবং ঈশ্বরের আকারের শূন্যতা আছে যা কোনও ব্যক্তি বা কোনও কিছু দিয়ে পূরণ করা যায় না।আমরা আমাদের নেতাদের উপর, চিকিৎসা বিজ্ঞানে উপর, প্রযুক্তির উপর অথবা সম্পর্কগুলির উপর সম্পূর্ণরূপে আমাদের আস্থা রাখতে পারি না।আমাদের স্বাস্থ্য যখন খারাপ হয় অথবা যখন অর্থনীতি ভেঙ্গে পড়ে অথবা যখন আমাদের চাকরী চলে যায় অথবা আমরা যখন আমাদের বিবাহ ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা লাভ করি তখন আমাদের মনে হয় যেন পৃথিবীটা শেষ হয়ে গেছে।যারা খ্রীষ্টকে জানে, তাঁকে ভালবাসে এবং তাঁকে অনুসরণ করে তাদের কাছে গল্পটা এখানেই শেষ হয়ে যায় না।আশা আমাদের বাঁচার কারণ দেয়, আমাদের স্বপ্নের পশ্চাতে ধাবিত করে এবং প্রচেষ্টা ত্যাগ করতে দেয় না।আমরা আস্থা রাখতে পারি যে আমাদের খারাপ সময়ের মধ্যে দিয়েও ঈশ্বর আমাদের জন্য দারুণ ভাল বিষয় আনতে পারেন। তিনি আমাদের শুষ্ক সময়েও অপ্রত্যাশিত ফল বহন করতে সক্ষম করতে পারেন। আমাদের জীবনের বিয়োগান্তক ঘটনাগুলির মধ্যে দিয়েও তিনি শক্তি দিতে পারেন। যীশু যখন আমাদের জীবনের কেন্দ্রে থাকেন তখন কোনও কিছুই নষ্ট হয় না কারণ কোনও কিছুই তাঁর হস্তক্ষেপের সুবিধার উর্দ্ধে নেই এবং কোনও কিছুই তাঁর নিয়ন্ত্রণের বাইরে নেই।
তাঁকে ছাড়া আমরা যা কিছু দেখি তা হচ্ছে কষ্টভোগ, ভ্রষ্টাচার, উদাসীনতা এবং ঘৃণা। তাঁর সঙ্গে থেকে আমরা শান্তি, আনন্দ, প্রেম, ধৈর্য্য এবং জীবনের পরিস্থিতিগুলির কঠিনতম সময়ে আমরা উত্তরগুলি খুঁজে পাই।আজকের দিনে যীশু খ্রীষ্টই হচ্ছেন আমাদের একমাত্র আশা।
প্রার্থনা: প্রিয় প্রভু, আমি প্রার্থনা করি যে জীবনের অনিশ্চয়তার মধ্যেও আমি যেন তোমার উপর আমার আশা এবং আস্থা রাখতে পারি।প্রত্যেকটি সংগ্রামের মধ্যে আমাকে আনন্দ এবং উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য কর এবং আমাকে বিশ্বাস করতে সাহায্য কর যে তুমি এর মধ্যে দিয়ে উত্তম বিষয় বের করে আনবে। সমস্ত পৃথিবীকে তোমার হাতে ধরে থাকার জন্য এবং তোমার সমস্ত সন্তানদের কাছে উত্তম পিতা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ । যীশুর নামে এই প্রার্থনা চাই। আমেন।
About this Plan

এই বিভ্রান্তির সময় আরও অধিকরূপে খ্রীষ্টকে জানার বিষয়টি বেছে নিন এবং অনিশ্চিত সময়ে ভয় না করে বিশ্বাসের বিষয়টি মনোনীত করুন। আমরা আশা করি যে আপনি যখন এই পরিকল্পনাটি পাঠ করবেন তখন প্রতিদিন আপনার জীবনে যাই আসুক না কেন আপনি গোপনে আস্থার সঙ্গে ভবিষ্যতে পদার্পণ করবেন।
More
আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য আমরা আর জিয়নকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: http://www.wearezion.in
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

Strategy: The Strategic Faith of Caleb in Overcoming the Giants – a 5-Day Devotional by Allma Johnson

HEAL BOLDLY: Healing Is Holy Work - a 5-Day Devotional Journey for Women Ready to Heal, Grow, and Rise

One New Humanity: Mission in Ephesians

Losing to Win, Serving to Lead, Dying to Live

What Does God Want Me to Do Next?

Inspire 21-Day Devotional: Illuminating God's Word

Forever Forward in Hope

Is God Enough?—Encouragement From David’s Psalms

Lead Boldly: Leading From Wholeness, Not Wounds
