ইউভার্শন লোগো
সার্চ আইকন

Plan Info

Bible IconGet the app

কেবল যীশুনমুনা

কেবল যীশু

DAY 1 OF 9

কেবল যীশু 

আমরা এক অনিশ্চিত সময়ের মধ্যে বাস করছি। মানুষ যে সমস্ত বিষয়গুলির সম্মুখীন হচ্ছে তার কোনও শেষ নেই এবং তথাপি আমাদের বারবার বলা হচ্ছে “ভয় কর না”। তাহলে এটি আমাদের এটা বিশ্বাস করার পক্ষে যুক্তি দেয় যে, চাপ এবং ক্লেশ স্পষ্টতই প্রতীয়মান কিন্তু ভয় হচ্ছে আমাদের একটি মনোনয়নের বিষয়।দুশ্চিন্তা একটি পছন্দের বিষয়। সন্দেহ একটি পছন্দের বিষয়।পরবর্তী ৮ দিন আপনি যখন এই পরিকল্পনাটি পাঠ করবেন, তখন আপনাদের জন্য আমাদের প্রার্থনা হবে যে আমাদের এই পৃথিবীতে অস্পষ্ট ঘটনাবলির মধ্যে আপনাদের দৃষ্টি যেন যীশুর প্রতি নিবদ্ধ থাকে।একমাত্র তিনিই আমাদের ভয়গুলি প্রশমিত করতে পারেন।তিনিই আমাদের অস্থির হৃদয়কে শান্ত করতে পারেন, তিনি আমাদের শান্তি দেন যা আমাদের বোধের অতীত এবং তিনি আমাদের এই শুষ্ক প্রকৃতির মধ্যে আশার জল সেচন করে আমাদের সজীব করেন। আমি আপনাদের এই কয়দিন আপনাদের সম্মুখে আগত প্রত্যেকটি পরিস্থিতির মধ্যে সচেতনভাবে কেবল যীশুর উপর ফোকাস করার বিষয় অনুরোধ করছি।এটা আপনার কাছে তাঁর উপর আপনার দৃষ্টি নিবদ্ধ করার একটি অভ্যাসে পরিণত হবে এবং আপনি যীশু খ্রীষ্টের সুসমাচারের লেন্সের মাধ্যমে আপনার সমগ্র জগৎটাকে দেখতে শিখবেন।

প্রার্থনা: প্রিয় প্রভু, আমি প্রার্থনা করি যে তুমি আমার মধ্যের ঝড়কে শান্ত করবে এবং আজকে তুমি নতুনভাবে তোমার মঙ্গলভাব এবং ভালোবাসার অভিজ্ঞতা আমাকে উপলব্ধি করতে সাহায্য করবে।আমি তোমাকে ভালোবাসি এবং প্রার্থনা করি যে তুমি আমার কাছে নিজেকে প্রকাশ করবে। যীশুর নামে এই প্রার্থনা চাই, আমেন।

ধর্মগ্রন্থ

দিন 2

About this Plan

কেবল যীশু

এই বিভ্রান্তির সময় আরও অধিকরূপে খ্রীষ্টকে জানার বিষয়টি বেছে নিন এবং অনিশ্চিত সময়ে ভয় না করে বিশ্বাসের বিষয়টি মনোনীত করুন। আমরা আশা করি যে আপনি যখন এই পরিকল্পনাটি পাঠ করবেন তখন প্রতিদিন আপনার জীবনে যাই আসুক না কেন আপনি গোপনে আস্থার সঙ্গে ভবিষ্যতে পদার্পণ করবেন।

More

আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য আমরা আর জিয়নকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: http://www.wearezion.in