YouVersion Logo
Search Icon

হেদায়েতকারী 12

12
1তোমার যৌবনকালেই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর,
কারণ বৃদ্ধ বয়সের দিনগুলো আসছে,
অর্থাৎ দুঃখের দিনগুলো আসছে যখন তুমি বলবে,
“আমার এই বৃদ্ধকালে আমার কোন আনন্দ নেই।”
2সেই সময় সূর্য, আলো, চাঁদ আর তারাগুলো
অন্ধকার হয়ে যাবে,
আর বৃষ্টির পরে মেঘ আবার ফিরে আসবে।
বৃদ্ধ বয়সের শারীরিক অবস্থা
3সেই সময় ঘরের রক্ষাকারীরা কাঁপবে,
আর শক্তিশালী লোকেরা কুঁজা হয়ে যাবে;
যারা গম পেষে তারা লোক অল্প বলে কাজ ছেড়ে দেবে,
আর জানালা দিয়ে যারা দেখত
তারা আর ভালভাবে দেখতে পাবে না।
4সেই সময় রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে;
এতে গম পেষার আওয়াজ মিলিয়ে যাবে,
পাখীর শব্দে বুড়ো লোক জেগে উঠবে,
আর গান-বাজনার আওয়াজ কমে যাবে।
5সেই সময় উঁচু জায়গায় আর রাস্তায় যেতে সে ভয় পাবে।
তখন বাদাম গাছে ফুল ধরবে,
ফড়িং টেনে টেনে হাঁটবে
এবং কামনা-বাসনা আর উত্তেজিত হবে না।
তারপর সে চলে যাবে তার অনন্তকালের বাড়ীতে,
আর বিলাপকারীরা পথে পথে ঘুরবে।
6রূপার তার ছিঁড়ে যাওয়ার আগে,
কিংবা সোনার পাত্র ভেংগে যাওয়ার আগে,
ঝর্ণার কাছে কলসী চুরমার করার আগে,
কিংবা কূয়ার পানি তোলার চাকা ভেংগে যাওয়ার আগে
তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর।
7মাটি মাটিতেই ফিরে যাবে,
আর যে রূহ্‌ আল্লাহ্‌ দিয়েছেন
সেই রূহ্‌ তাঁর কাছেই ফিরে যাবে।
8হেদায়েতকারী বলছেন, “অসার, অসার, সব কিছুই অসার!”
শেষ কথা
9হেদায়েতকারী নিজে জ্ঞানী ছিলেন এবং তিনি লোকদেরও জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক চলতি কথা সাজিয়েছেন। 10তিনি উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খাঁটি ও সত্যি কথা।
11জ্ঞানী লোকদের কথা রাখালের খোঁচানো লাঠির মত। তাঁদের কথাগুলো একত্র করলে মনে হয় যেন সেগুলো সব শক্ত করে গাঁথা পেরেক। সেই সব একজন রাখালের দেওয়া কথা। 12ছেলে আমার, এই কথার সংগে কিছু যোগ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে সতর্ক থেকো। বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।
13এখন সব কিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে, আল্লাহ্‌কে ভয় করবার ও তাঁর সব হুকুম পালন করবার মধ্য দিয়ে মানুষের সমস্ত কর্তব্য পালন করা হয়। 14আল্লাহ্‌ প্রত্যেকটি কাজের, এমন কি, প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন্ত তা ভাল হোক বা খারাপ হোক।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in