1
হেদায়েতকারী 12:13
Kitabul Mukkadas
এখন সব কিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে, আল্লাহ্কে ভয় করবার ও তাঁর সব হুকুম পালন করবার মধ্য দিয়ে মানুষের সমস্ত কর্তব্য পালন করা হয়।
Compare
Explore হেদায়েতকারী 12:13
2
হেদায়েতকারী 12:14
আল্লাহ্ প্রত্যেকটি কাজের, এমন কি, প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন্ত তা ভাল হোক বা খারাপ হোক।
Explore হেদায়েতকারী 12:14
3
হেদায়েতকারী 12:1-2
তোমার যৌবনকালেই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর, কারণ বৃদ্ধ বয়সের দিনগুলো আসছে, অর্থাৎ দুঃখের দিনগুলো আসছে যখন তুমি বলবে, “আমার এই বৃদ্ধকালে আমার কোন আনন্দ নেই।” সেই সময় সূর্য, আলো, চাঁদ আর তারাগুলো অন্ধকার হয়ে যাবে, আর বৃষ্টির পরে মেঘ আবার ফিরে আসবে।
Explore হেদায়েতকারী 12:1-2
4
হেদায়েতকারী 12:6-7
রূপার তার ছিঁড়ে যাওয়ার আগে, কিংবা সোনার পাত্র ভেংগে যাওয়ার আগে, ঝর্ণার কাছে কলসী চুরমার করার আগে, কিংবা কূয়ার পানি তোলার চাকা ভেংগে যাওয়ার আগে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর। মাটি মাটিতেই ফিরে যাবে, আর যে রূহ্ আল্লাহ্ দিয়েছেন সেই রূহ্ তাঁর কাছেই ফিরে যাবে।
Explore হেদায়েতকারী 12:6-7
5
হেদায়েতকারী 12:8
হেদায়েতকারী বলছেন, “অসার, অসার, সব কিছুই অসার!”
Explore হেদায়েতকারী 12:8
Home
Bible
Plans
Videos