হেদায়েতকারী 12:6-7
হেদায়েতকারী 12:6-7 MBCL
রূপার তার ছিঁড়ে যাওয়ার আগে, কিংবা সোনার পাত্র ভেংগে যাওয়ার আগে, ঝর্ণার কাছে কলসী চুরমার করার আগে, কিংবা কূয়ার পানি তোলার চাকা ভেংগে যাওয়ার আগে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর। মাটি মাটিতেই ফিরে যাবে, আর যে রূহ্ আল্লাহ্ দিয়েছেন সেই রূহ্ তাঁর কাছেই ফিরে যাবে।